তবুও ইতিবাচক শান্ত
২৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:০২ এএম
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ভারতের কাছে ২৮০ রানের বড় ব্যবধানে হেরেছে সফরকারী বাংলাদেশ। এই হারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে নেমে গেল টাইগাররা। দুর্দান্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জয়ের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠেছিলো বাংলাদেশ। ৪৫.৮৩ শতাংশ পয়েন্ট ছিলো টাইগারদের। প্রথম টেস্ট হেরে পয়েন্ট ও চতুর্থ স্থান হারিয়েছে টাইগাররা। ৭ ম্যাচে ৩ জয় ও ৪টি হারে ৩৯.২৯ শতাংশ পয়েন্ট আছে বাংলাদেশের।
বাংলাদেশের বিপক্ষে জয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো ভারত। ১০ ম্যাচে ৭ জয়, ২ হার ও ১টি ড্রতে ৭১.৬৭ শতাংশ পয়েন্ট আছে টিম ইন্ডিয়ার। বাংলাদেশ চতুর্থ থেকে ষষ্ঠ স্থানে নেমে যাওয়ায় উন্নতি হয়েছে শ্রীলংকা ও ইংল্যান্ডের। ৭ ম্যাচে শ্রীলংকার ৪২.৮৬ এবং ১৬ ম্যাচে ইংল্যান্ডের ৪২.১৯ শতাংশ পয়েন্ট আছে।
তবু হারা ম্যাচ থেকে ইতিবাচক অনেক কিছুই দেখছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম টেস্টে লড়াই করতে না পারলেও, এ ম্যাচ থেকে বোলারদের পারফরমেন্সে খুশি হয়েছে শান্ত। ম্যাচ শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে শান্ত বলেন, ‘ইতিবাচক দিক হলো প্রথম দুই-তিন ঘণ্টা তাসকিন-হাসান দারুর বল করেছে। যদিও ভারতও খুব ভালো ব্যাট করেছে। পেস বোলিংয়ে আমাদের যে বিকল্প আছে এটাই সবচেয়ে ইতিবাচক দিক। আমরা খুব ভালো বল করেছি নতুন বলে। আমাদের এটা অব্যাহত রাখতে হবে।’
দুই ইনিংস মিলিয়ে ভারতের বিপক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন শান্ত। দ্বিতীয় ইনিংসে ৮টি চার ও ৩টি ছক্কায় ১২৭ বলে ৮২ রানের ইনিংসে হারের ব্যবধান কমিয়েছেন তিনি। নিজের ইনিংস নিয়ে শান্ত বলেন, ‘ব্যাটার হিসেবে সবসময়ই দলে অবদান রাখার চেষ্টা করি। নিজের ব্যাটিং উপভোগ করি। আজ যতক্ষণ পেরেছি ব্যাট করার চেষ্টা করেছি এবং আমাদের শক্তি অনুযায়ী খেলতে পেরেছি।’ আগামী ২৭ সেপ্টেম্বর কানপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ও ভারত। ঐ টেস্টে ব্যাটাররা ভালো করবে বলে বিশ্বাস করেন শান্ত, ‘কানপুর টেস্ট গুরুত্বপূর্ণ। এবার বোলাররা ভালো করেছে, আশা করছি ব্যাটাররাও ভালো করবে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি
অস্ত্র মামলায় মামুন খালাস
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন
দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির
হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে
হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা
আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বাড়লো আদানি
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী
বেক্সিমকোর ১৬টি কারখানার ছাটাইকৃত শ্রমিকদের চাকরি ফিরে পাওয়ার সিদ্ধান্ত ২৭ জানুয়ারি
যুদ্ধবিরতির কয়েক মিনিট আগেও ইসরায়েলের হামলা গাজায় বিলম্বিত সময়ের মধ্যে নিহত ১৯
আমেরিকার স্বর্ণযুগ শুরু হচ্ছে
প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ
এবার মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এলডিপি মহাসচিবের বৈঠক
সরিষাবাড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে কম্বল বিতরণ