ভুল বুঝেছিলেন কার্তিকই!
২৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:০২ এএম
ধারাভাষ্যকার মুরালি কার্তিকের মন্তব্য থেকেই বিতর্কের শুরু। সাকিব আল হাসানের কম বোলিং করার কারণ হিসেবে তৃতীয় দিনের খেলার সময় একটা নতুন তথ্য দেন তিনি। আঙুলে অস্ত্রোপচারের কারণে সাকিব নাকি বল ধরার অনুভূতি পাচ্ছেন না, সে কারণেই কম বল করছেন। এতে বিস্মিত হয়ে তামিম ইকবালও টিম ম্যানেজমেন্টে কাছে প্রশ্ন রাখলে তৈরি হয় বিভ্রান্তি। তবে পরে জানা যায়, আসলে ভুল বুঝেছিলেন কার্তিকই। সাকিবের আঙুলে নতুন করে কোন অস্ত্রোপচার হয়নি।
স্টার স্পোর্টসে ধারাভাষ্য দেয়ার সময় কার্তিক বলেন, ‘সে আমাকে বলেছে তার বোলিং হাতের আঙুলে একটা অস্ত্রোপচার হয়েছে। জায়গাটা এখনো ফুলে আছে। সে বল ধরার অনুভূতি পাচ্ছে না। স্পিনার হিসেবে বলের অনুভূতি দরকার। তাছাড়া তার কাঁধেও অস্বস্তি আছে।’ জানা গেছে, এই খবরটা খোদ বাংলাদেশ ড্রেসিংরুমে হয়ে আসে বিস্ময় হয়ে। তামিম ধারাভাষ্য প্রশ্ন তুলেন, চোটের খবর টিম ম্যানেজমেন্ট জানতেন কিনা। তাহলে কি বাংলাদেশ চার বোলার নিয়ে খেলছে?
সাকিবের আঙুলে অস্ত্রোপচার হয়েছে সত্যি, তবে সেটা অনেক আগে ২০১৮ সালে। বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানান নতুন করে আঙুল নিয়ে কোন অভিযোগ জানাননি সাকিব, ‘২০১৮ এশিয়া কাপের সময় সে আঙুলে চোট পায়। পরে ভারতে বিশ্বকাপের সময় তর্জনি আঙুলেও চোট, মাসখানেক বিশ্রামে ছিলো। সে এখন তার আঙুল নিয়ে কোন সমস্যা আমাদের জানায়নি। অবশ্যই সে নতুন কোন অস্ত্রোপচার করায়নি। একটা অস্ত্রোপচার করিয়েছিল ২০১৮ সালে।’ তবে তিনি জানান গত ওয়ানডে বিশ্বকাপে নতুন করে চোট পাওয়ার পর আঙুলে অস্বস্তি অনুভব করেন সাকিব, এটা ম্যানেজ করেই খেলছেন সাকিব, ‘দিল্লিতে চোট পাওয়ার পর অস্ত্রোপচারের দরকার হয়নি। এটা মনে হয় কিছুটা অস্বস্তি হয়। কিন্তু সে অভিযোগ করেনি। আমরা সবাই জানি তার আঙুল ভাঙা, এটার আগের মতন আর হবে না। সে এটা সামলে নিয়েই খেলছে।’ খেলা শেষে গণমাধ্যমে কথা বলতে এসে ব্যাটিং কোচ ডেভিড হেম্প জানান, ‘সাকিবের চোট নিয়ে আমরা কিছু জানি না, এই ব্যাপারে কিছু বলতে পারছি না।’
চেন্নাই টেস্টে প্রথম ইনিংসে ৮ ওভার বল করেছিলেন সাকিব, পরের ইনিংসে করেছিলেন ১৩ ওভার। প্রথম ইনিংসে তিনি বল করতে আসেন ৫৩ ওভার পর। তার কম বোলিং নিয়ে ধারাভাষ্যকাররা প্রায়ই আলোচনা করছিলেন। তবে এই টেস্টের আগেই ইংলিশ কাউন্টিতে সারের হয়ে টনটনে ম্যাচ খেলে এসেছেন সাকিব। সেই ম্যাচে তিনি ৬৩.২ ওভার, নিয়েছেন ৯ উইকেট। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুও জানিয়েছেন, ফিজিওর কাছ থেকে সব খেলোয়াড়দের ফিটনেসের নিশ্চয়তা পেয়েই দল ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ দলের ম্যানেজার রাবীদ ইমাম জানিয়েছেন, সাকিব শতভাগ ফিট আছেন। তার কোন সমস্যা নেই।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি
অস্ত্র মামলায় মামুন খালাস
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন
দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির
হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে
হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা
আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বাড়লো আদানি
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী
বেক্সিমকোর ১৬টি কারখানার ছাটাইকৃত শ্রমিকদের চাকরি ফিরে পাওয়ার সিদ্ধান্ত ২৭ জানুয়ারি
যুদ্ধবিরতির কয়েক মিনিট আগেও ইসরায়েলের হামলা গাজায় বিলম্বিত সময়ের মধ্যে নিহত ১৯
আমেরিকার স্বর্ণযুগ শুরু হচ্ছে
প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ
এবার মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এলডিপি মহাসচিবের বৈঠক
সরিষাবাড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে কম্বল বিতরণ