জায়াসুরিয়ার পাঁচে ১৫ মিনিটেই শেষ নিউজিল্যান্ড
২৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৫ এএম
নিউ জিল্যান্ডের আশা-ভরসার সমাপ্তি দিনের দ্বিতীয় ওভারেই। রাচিন রবীন্দ্র আউট সেঞ্চুরির আগেই। মূল বাধা সরানোর পর বাকি কাজটুকু শেষ করতেও খুব একটা সময় নিলেন না প্রাবাথ জায়াসুরিয়া। দারুণ জয়ে সিরিজে এগিয়ে গেল শ্রীলঙ্কা। গল টেস্টে নিউজিল্যান্ডকে ৬৩ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজে এগিয়ে গেল শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে পিছিয়ে থাকলেও পরে ব্যাটে-বলে ঘুরে দাঁড়িয়ে এই জয় আদায় করে নিল লঙ্কানরা। গতকাল শেষ দিনে খেলা শেষ ¯্রফে ১৫ মিনিটেই। প্রথম ইনিংসে চার উইকেটের সঙ্গে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট শিকার করে লঙ্কানদের জয়ের নায়ক প্রাবাথ জায়াসুরিয়া। ১৫ টেস্টে ৮৮ উইকেট হয়ে গেল এই বাঁহাতি স্পিনারের। ইনিংসে পাঁচ উইকেট নিলেন তিনি অষ্টমবার। ম্যাচে ১০ উইকেট পেয়েছেন দু দফায়।
শ্রীলঙ্কা ও জয়ের মধ্যে শেষ দিনে বাধা ছিলেন কেবল রবীন্দ্র। জয়ের জন্য ৬৮ রান দরকার ছিল কিউইদের, লঙ্কানদের কেবল দুটি উইকেট। সেই বাধা দূর হয়ে যায় দ্রæতই। দিনের দ্বিতীয় ওভারে জায়াসুরিয়ার আর্ম ডেলিভারিতে এলবিডবিøউ হন রাভিন্দ্রা। ৯১ রানে দিন শুরু করা বাঁহাতি এ দিন যোগ করতে পারেন আর কেবল এক রান। নিজের পরের ওভারেই উইল ও’রোককে বোল্ড করে পঞ্চম শিকার ধরার পাশাপাশি ম্যাচ শেষ করে দেন জায়াসুরিয়া। শেষ দিনে ৩.৪ ওভারেই খেলা শেষ। ২৭৫ রান তাড়ায় ২১১ রানে অলআউট নিউ জিল্যান্ড।
১৫ টেস্টেই পঞ্চমবার ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতে গেলেন জায়াসুরিয়া। তার হাত ধরে সাফল্যের দেখা পেলেন পূর্বসূরি বিখ্যাত জায়াসুরিয়া। শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত কোচ হিসেবে সানাৎ জায়াসুরিয়ার টানা দ্বিতীয় জয় এটি।
কদিন আগেই ইংল্যান্ড সফরে ওভালে দারুণ এক জয় পেয়েছেন তারা। লঙ্কান অধিনায়ক ধানাঞ্জায়া ডি সিলভা ম্যাচ শেষে বললেন, ওভালের জয়ই তাদেরকে অনুপ্রাণিত করেছে এখানে, ‘ইংল্যান্ডের বিপক্ষে ওই জয় আমাদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে। আমরা এই বিশ্বাসটা পেয়েছি যে, টেস্ট জয়ের সামর্থ্য আমাদের আছে।’
মজার ব্যাপার হলো লঙ্কানরা এই টেস্ট খেলল দুজন প্রেসিডেন্টের সময়ে। যখন এই টেস্ট খেলতে নামে, তখন দেশটির প্রেসিডেন্ট ছিলেন রনিল বিক্রমাসিংহে। টেস্টের মধ্যে গত শনিবার ১ দিনের বিরতি ছিল প্রেসিডেন্ট নির্বাচনের কারণে। সেই নির্বাচনে বিক্রমাসিংহেকে হারিয়ে শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হয়েছেন অনূঢ়া কুমারা দিশানায়েকে। স্বাভাবিকভাবেই নতুন প্রেসিডেন্টের সময়ে এটাই লঙ্কান ক্রিকেট দলের প্রথম জয়।
নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৯ টেস্টে শ্রীলঙ্কার দশম জয় এটি। সবশেষ জয়টি ছিল ২০১৯ সালে এই গলেই। এরপর দেশে ও নিউ জিল্যান্ডে মিলিয়ে টানা তিন টেস্ট হারের পর আবার জয়ের মুখ দেখল তারা। দ্বিতীয় টেস্ট এই মাঠেই বৃহস্পতিবার থেকে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি
অস্ত্র মামলায় মামুন খালাস
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন
দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির
হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে
হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা
আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বাড়লো আদানি
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী
বেক্সিমকোর ১৬টি কারখানার ছাটাইকৃত শ্রমিকদের চাকরি ফিরে পাওয়ার সিদ্ধান্ত ২৭ জানুয়ারি
যুদ্ধবিরতির কয়েক মিনিট আগেও ইসরায়েলের হামলা গাজায় বিলম্বিত সময়ের মধ্যে নিহত ১৯
আমেরিকার স্বর্ণযুগ শুরু হচ্ছে
প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ
এবার মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এলডিপি মহাসচিবের বৈঠক
সরিষাবাড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে কম্বল বিতরণ