শেষের আগেই ব্রাভোর বিদায়
২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩১ পিএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩১ পিএম
জাতীয় দলকে বিদায় বলেছেন আগেই। এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ শুরুর আগেই বলে রেখেছিলেন, এটাই তার শেষ টুর্নামেন্ট। কিন্তু শেষটা মনের মতো হলো না ডোয়াইন ব্রাভোর। চোটের কারণে আগেভাগেই থামতে হলো টুর্নামেন্টটির সফলতম এই ক্রিকেটারকে।
ত্রিনিদাদে মঙ্গলবার ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে ম্যাচের সপ্তম ওভারে ফাফ দু প্লেসির ক্যাচ নিতে গিয়ে চোট পান ব্রাভো। এরপর আর বোলিং করতে পারেননি। পরে ১১ নম্বরে ব্যাটিংয়ে নেমে দুটি বল খেলার পর আবার বাইরে চলে যেতে বাধ্য হন ৪১ ছুঁইছুই বয়সী অলরাউন্ডার।
মাঠ ছাড়ার সময় চোখের পানি সামলাতে হিমশিম খাচ্ছিলেন ব্রাভো। সম্ভাব্য পরিণতি তিনি তখনই বুঝতে পেরেছিলেন। পরে সেটিই নিশ্চিত হয়েছে। এই চোট তাকে আর ফিরতে দিচ্ছে না মাঠে।
ব্রাভোর বিদায়ে সমাপ্তি ঘটলো সিপিএলের সবচেয়ে সফল ক্রিকেটারের অধ্যায়ের। এই আসরে সর্বোচ্চ পাঁচবার শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন তিনি। অধিনায়ক হয়ে জিতেছেন চারবার। ২০১৭ ও ২০১৮ সালের আসরে তার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় ত্রিনবাগো। আর ২০২১ আসরে চ্যাম্পিয়ন করেন সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসকে।
১০৭ ম্যাচে ১২৯ উইকেট নিয়ে সিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার তিনি। ব্যাট হাতে রান করেছেন ১২৯.৩৩ স্ট্রাইক রেটে ১ হাজার ১৫৫। ১০০ উইকেট ও ১ হাজার রানের ‘ডাবল’ সিপিএলে এখনও পর্যন্ত নেই আর কারও।
বিদায়বেলায় সতীর্থ থেকে শুরু করে প্রতিপক্ষ, ম্যানেজমেন্ট; সকলের প্রশংসায় ভাসছেন ব্রাভো। ম্যাচ শেষে আবেগময় বার্তায় ত্রিনবাগো অধিনায়ক কাইরন পোলার্ড বলেন, ‘সে চোট পাওয়ার পরই এটিকে বেশ গুরুতর মনে হয়েছে। আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, বিশেষ করে গোটা বিশ্ব ও ক্রিকেট খেলাটির জন্য সে যা করেছে।’
‘সত্যিই সে জাদুকরী এই ব্যক্তিত্ব। তাকে বলতে চাই ‘ধন্যবাদ।’ এই মুহূর্তে সে খুব ভালো অবস্থায় নেই অবশ্যই। তবে ক্রিকেটের জন্য সে নিজের সবটুকু উজাড় করে দিয়েছে এবং ক্রিকেটও তাকে পুরস্কৃত করেছে।’
ক্যারিয়ারের বিভিন্ন সময়ে ব্রাভোকে সতীর্থ হিসেবে পেয়েছেন দু প্লেসি। ব্রাভোর বিদায়ী ম্যাচে ছিলেন প্রতিপক্ষ অধিনায়ক। বিদায় বেলায় স্তুতিতে ভাসালেন তাকে।
“ব্রাভোকে এভাবে শেষ করতে দেখাটা দুঃখজনক। সে এমন একজন, যার প্রতি আমার মুগ্ধতা অনেক অনেক দিনের। সিপিএলে তার শেষ মনে হয় হয়েই গেল। স্রেফ বলতে চাই দারুণ ক্রিকেটার, দুর্দান্ত ক্যারিয়ার, অসাধারণ এক মানুষ!”
“সে যা করেছে ক্রিকেটে, তার দেশের মানুষের গর্ব হওয়া উচিত তাকে নিয়ে। ক্যারিবিয়ানের সবার জন্য সে অনেক কিছু করেছে।”
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি
অস্ত্র মামলায় মামুন খালাস
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন
দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির
হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে
হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা
আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বাড়লো আদানি
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী
বেক্সিমকোর ১৬টি কারখানার ছাটাইকৃত শ্রমিকদের চাকরি ফিরে পাওয়ার সিদ্ধান্ত ২৭ জানুয়ারি
যুদ্ধবিরতির কয়েক মিনিট আগেও ইসরায়েলের হামলা গাজায় বিলম্বিত সময়ের মধ্যে নিহত ১৯
আমেরিকার স্বর্ণযুগ শুরু হচ্ছে
প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ
এবার মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এলডিপি মহাসচিবের বৈঠক
সরিষাবাড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে কম্বল বিতরণ