ব্রাডম্যানের পাশে কামিন্দু, সাথে কুসলের শতকে রান পাহাড়ে শ্রীলঙ্কা
২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৭ পিএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২২ পিএম
আগের দিন গড়েছিলেন অভিষেকের পর টানা ফিফটির বিশ্ব রেকর্ড। সেই ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দিয়ে এবার স্যার ডন ব্রাডম্যানের পাশে বসলেন কামিন্দু মেন্ডিস। ব্যাট হাতে আলো ছড়ালেন কুসল মেন্ডিসও। শ্রীলঙ্কাও নিউজিল্যান্ডের বিপক্ষে আধিপত্য ধরে রেখেছে গলে দ্বিতীয় টেস্টে।
ব্যাট হাতে এদিন রান পেয়েছেন প্রত্যেকেই। সব মিলিয়ে ৫ উইকেটে ৬০২ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে শ্রীলঙ্কা। জবাবে ১৪ ওভারে ২২ রান তুলতেই দুই ওপেনারকে হারিয়েছে নিউজিল্যান্ড। দিন শেষে ৮ উইকেট হাতে নিয়ে ৫৮০ রানে পিছিয়ে সফরকারী দলটি।
সম্ভাবনা জাগিয়েও ক্যারিয়ারে প্রথম দ্বিশতক হাঁকানোর সুযোগ পাননি কামিন্দু। আসলে তাকে সুযোগটা দেননি ধনাঞ্জয়া ডি সিলভা। দলীয় অধিনায়ক যখন ইনিংস ঘোষণা করেন কামিন্দু তখন দ্বিশতক থেকে স্রেফ ১৮ রান দূরে।
২৫০ বলে ১৬টি চার ও ৪টি ছক্কায় অপরাজিত ১৮২ রানের ইনিংসটি সাজিয়েছেন। ১৪৭ বলে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি স্পর্শ করেন তিনি। এই ইনিংসের পথে দুটি রেকর্ডের তালিকায় কিংবদন্তি ব্র্যাডম্যানের পাশে জুড়ে গেছে কামিন্দুর নাম। ১৩ ইনিংসে ৫টি সেঞ্চুরি হয়ে গেল তার। টেস্ট ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটার ব্রাডম্যানেরও ৫ সেঞ্চুরি করতে লেগেছিল ১৩ ইনিংস।
কামিন্দুর চেয়ে কম ইনিংসে এক হাজার রান করতে পেরেছেন কেবল দুজন- উইকস ও সাটক্লিফ। দুজনেরই লেগেছিল সমান ১২ ইনিংস।
সবচেয়ে কম ইনিংসে ৫ সেঞ্চুরির বিশ্ব রেকর্ড অবশ্য ওয়েস্ট ইন্ডিজের স্যার এভারটন উইকসের। তবে এশিয়ার ব্যাটারদের মধ্যে দ্রুততম কামিন্দুই। আগের দিন তিনি অভিষেকের পর টানা আট ম্যাচেই ফিফটির রেকর্ড গড়েছিলেন।
দেড়শ রান পূর্ণ করেন ২২৯ বলে। এরপর ছুটছিলেন দ্বিশতকের দিকেই, কিন্তু তার আগেই তাকে থামিয়ে দেন অধিনায়ক।
দিনের শুরুটা তিনি করেছিলেন ম্যাথিউসকে নিয়ে। ৭৮ রান নিয়ে ব্যাটিং শুরু করা ম্যাথিউস ফেরেন আর দশ রান যোগ করে। তাকে ফিরিয়ে চতুর্থ উইকেটে ১০৭ রানের জুটি ভাঙেন গ্লেন ফিলিপস।
এরপর অধিনায়ক ধনাঞ্জয়াকে নিয়ে ১৩২ বলে ৭৪ রান যোগ করেন কামিন্দু। লাঞ্চের আগে অধিনায়কও ফিলিপসের শিকার হয়ে ফেরেন ৮০ বলে ৪৪ রান করে। দিনের বাকি গল্পনা কামিন্দু ও কুসল মেন্ডিসের।
শেষ বিকেলে এক ঘণ্টা মতো ব্যাটিংয়ে সুযোগ দেওয়া হয় নিউজিল্যান্ডকে। বিাকি সময়টুকু ব্যাটিং করেন কামন্দিু ও কুসল। ২৭১ বলে দুজনের জুটি ২০০ রানে পৌঁছাতেই ইনিংস ঘোষণা করেন অধিনায়ক।
এসময় ১৪৯ বলে ৬টি চার ও ৩ ছক্কায় ১০৬ রানে অপরাজিত থাকেন কুসল। ১৪৮ বলে ক্যারিয়ারের দশম সেঞ্চুরি স্পর্শ করেন এই মিডলঅর্ডার ব্যাটার।
জবাবে প্রথম ওভারেই আজিথা ফার্নান্ডের শিকার হন টম লাথাম। নবম ওভারে প্রবাথ জয়াসুরিয়ার শিকার হন আরেক ওপেনার ডেভন কনওয়ে। বাকি সময় কাটিয়ে দেন কেন উইলিয়ামসন (৪২ বলে ৬) ও এজাজ প্যাটেল (১৬ বলে ০)।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সুবর্ণ সুযোগ শুরুর ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি
অস্ত্র মামলায় মামুন খালাস
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন
দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির
হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে
হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা
আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বাড়লো আদানি
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী
বেক্সিমকোর ১৬টি কারখানার ছাটাইকৃত শ্রমিকদের চাকরি ফিরে পাওয়ার সিদ্ধান্ত ২৭ জানুয়ারি
যুদ্ধবিরতির কয়েক মিনিট আগেও ইসরায়েলের হামলা গাজায় বিলম্বিত সময়ের মধ্যে নিহত ১৯
আমেরিকার স্বর্ণযুগ শুরু হচ্ছে
প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ
এবার মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এলডিপি মহাসচিবের বৈঠক