বার্সার জয়যাত্রা থামাল জিরোনা
২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৯ এএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩০ পিএম
লা লিগার ম্যাচে শনিবার রাতে দারুণ এক জয় পেয়েছে ওসাসুনা। ঘরের মাঠে শক্তিশালী বার্সোলোনার ৪-২ গোলে জিতেছে দলটি।
প্রথমার্ধে আন্তে বুদিমির ও ব্রায়ান সারাগোসার গোলে ওসাসুনা এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান কমান পাউ ভিক্তর। পরে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন বুদিমির। শেষ দিকে ব্যবধান আরও বাড়ান আবেল ব্রেতোনেস। বার্সেলোনার পরাজয়ের ব্যবধান কমান লামিনে ইয়ামাল।
আসরে প্রথম সাত ম্যাচেই জয়ের পর প্রথম হারের তেতো স্বাদ পেল বার্সেলোনা। এই আট ম্যাচে প্রথমবার কোনোটিতে তারা একাধিক গোল হজম করল।
এই নিয়ে তৃতীয়বার বার্সেলোনার বিপক্ষে ম্যাচে অন্তত চার গোল করল ওসাসুনা। আগের দুবার ছিল ১৯৩৬ সালের জুনে (স্প্যানিশ কাপে ৪-২) ও ১৯৮৪ সালের জানুয়ারিতে (লা লিগায় ৪-২)।
১৯৯৫ সালের অক্টোবরের পর সর্বকনিষ্ঠ একাদশ (গড় বয়স ২৩ বছর ২৯২ দিন) নিয়ে লা লিগার ম্যাচ খেলতে নামা বার্সেলোনা শুরুতে বল দখলে অনেক এগিয়ে থাকলেও, তাদের আক্রমণে ছিল না ধার। তাদের রক্ষণেই বরং বারবার ভীতি ছড়ায় ওসাসুনা।
অষ্টাদশ মিনিটে সমর্থকদের উল্লাসে ভাসিয়ে এগিয়ে যায় স্বাগতিকরা। বাঁ দিক থেকে সারাগোসার ক্রসে ছয় গজ বক্সের মুখে হেডে লক্ষ্যভেদ করেন ক্রোয়াট স্ট্রাইকার বুদিমির।
পিছিয়ে পড়ার ধাক্কা কাটিয়ে উঠবে কী, উল্টো ১০ মিনিট পর দ্বিতীয় গোল হজম করে বার্সেলোনা। মাঝমাঠে আলগা বল পেয়ে পাস দেন পাবলো ইবানেস। দারুণ ক্ষিপ্রতায় বল ধরে বক্সে ঢুকে এগিয়ে আসা গোলরক্ষককে অসাধারণ বডি ডজে ফাঁকি দিয়ে গোলটি করেন স্প্যানিশ উইঙ্গার সারাগোসা।
৪৪তম মিনিটে গোলের জন্য প্রথম শট নিতে পারে বার্সেলোনা। এরিক গার্সিয়ার হেড অনায়াসে ঠেকান ওসাসুনার গোলরক্ষক সের্হিও এররেরা। প্রথমার্ধের যোগ করা সময়ে জুল কুন্দের হেডে বল ধরতেও বেগ পেতে হয়নি তাকে।
দ্বিতীয়ার্ধে শুরুটা ভালো করে বার্সেলোনা। ৫৩তম মিনিটে বক্সের ভেতর থেকে রবের্ত লেভানদোভস্কির শট দারুণভাবে ফিরিয়ে জাল অক্ষত রাখেন এররেরা। পরক্ষণে তার ভুলেই ব্যবধান কমায় সফরকারীরা।
এররেরা বক্সে বল ধরে একটু এগিয়ে এসে পাস দেন নিজেদের এক খেলোয়াড়ের উদ্দেশ্যে; কিন্তু পাসটা ছিল লক্ষ্যহীন। বার্সেলোনার জেরার্দ মার্তিন বল ধরে পাস দেন পাউ ভিক্তরকে। বক্সের বাইরে থেকে এই তরুণ ফরোয়ার্ডের নেওয়া শটে খুব বেশি জোর ছিল না, এররেরা ঝাঁপিয়ে পড়ে বলে হাত ছোঁয়ালেও জালে যাওয়া ঠেকাতে পারেননি।
বার্সেলোনার জার্সিতে ২২ বছর বয়সী ভিক্তরের প্রথম গোল এটি।
৫৯তম মিনিটে জোড়া পরিবর্তন আনেন কোচ ফ্লিক। ভিক্তর ও পাবলো তোরেকে তুলে মাঠে নামান ইয়ামাল ও রাফিনিয়াকে
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সুবর্ণ সুযোগ শুরুর ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি
অস্ত্র মামলায় মামুন খালাস
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন
দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির
হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে
হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা
আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বাড়লো আদানি
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী
বেক্সিমকোর ১৬টি কারখানার ছাটাইকৃত শ্রমিকদের চাকরি ফিরে পাওয়ার সিদ্ধান্ত ২৭ জানুয়ারি
যুদ্ধবিরতির কয়েক মিনিট আগেও ইসরায়েলের হামলা গাজায় বিলম্বিত সময়ের মধ্যে নিহত ১৯
আমেরিকার স্বর্ণযুগ শুরু হচ্ছে
প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ
এবার মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এলডিপি মহাসচিবের বৈঠক