শ্রীলঙ্কার রেকর্ড গড়া জয়, হোয়াইটওয়াশ নিউজিল্যান্ড
২৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩২ পিএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১০ পিএম
গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনাররা কিছুটা লড়াই করলেন বটে, তবে বড় হার এড়াতে পারলেন না। প্রবাথ জয়াসুরিয়া, নিশান পেইরিসের ঘূর্ণীতে দেড় দিনের বেশি সময় হাতে রেখেই নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করল শ্রীলঙ্কা।
গলে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিন মধ্যাহ্ন বিরতির খানিক পরেই কিউইদের ইনিংস ও ১৫৪ রানে হারায় লঙ্কানরা। নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রিকেটের সবচেয়ে অভিজাত সংস্করণে এটিই তাদের সবচেয়ে বড় জয়। ১৯৯৮ সালে এই গলেই জিতেছিল ইনিংস ও ১৬ রানে।
ছয় বছর পর নিউজিল্যান্ডকে ইনিংস হারের স্বাদ দিয়ে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিল শ্রীলঙ্কা। অব্যদিকে শ্রীলঙ্কার এটি টানা তৃতীয় জয়। ইংল্যান্ড সফরে শেষ ম্যাচে তারা হারিয়েছিল স্বাগতিকদের।
এই গলেই প্রথম টেস্টে শ্রীলঙ্কার জয় ছিল ৬৩ রানে। এর আগে কিউইদের একবারই হোয়াইটওয়াশ করতে পেরেছিল এশিয়ার দলটি, ২০০৯ সালে ঘরের মাঠে দুই টেস্টের সিরিজে।
প্রথম ইনিংসেই মূলত বড় জয়ের সৌধ গড়েছিল শ্রীলঙ্কা। কামিন্দু মেন্ডিসের অপরাজিত ১৮২, দিনেশ চান্দিমালের ১১৬ ও কুসল মেন্ডিসের ১০৬ রানের উপর ভর করে ৫ উইকেটে ৬০২ রানে প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। জবাবে প্রবাথের ঘূর্ণীতে স্রেফ ৮৮ রানে গুটিয়ে ফলোঅনে পড়ে সফরকারী দল।
ফলো করতে নেমে ৫ উইকেটে ১৯৯ রানে তৃতীয় দিন শেষ করে কিউইরা। বাকি ৫ উইকেটও তারা হারিয়ে ফেলে পরের দিন দ্বিতীয় সেশনের মধ্যে। এবার ৮১.৪ ওভারে ৩৬০ রান করতে পারে দলটি।
৪৭ রানে দিন শুরু করা টম ব্লান্ডেল আউট হন ১১৫ বলে ৬৭ রান করে। ৩২ রান নিয়ে দিন শুরু করা গ্লেন ফিলিপসের ব্যাট থেকে আসে ৯৯ বলে সর্বোচ্চ ৭৮ রান। ১১৫ বলে ৬৭ রান করেন স্যান্টনার।
প্রথম ইনিংসে ৩ উইকেট নেওয়া অভিষিক্ত পেইরিস এবার ১৭০ রানে নেন ৬ উইকেট। প্রথম ইনিংসে ৪২ রানে ৬ উইকেট নেওয়া প্রবাথ এবার ১৩৯ রানে ধরেন ৩ শিকার।
অনেক রেকর্ডের জন্ম দিয়ে অপরাজিত ১৮২ রান করা কামিন্দু হয়েছেন ম্যাচসেরা। আর ১৮ উইকেট নিয়ে সিরিজ সেরা প্রবাথ।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৬০২/৫ ইনিংস ঘোষণা
নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ৮৮
নিউ জিল্যান্ড ২য় ইনিংস: (ফলো-অন) ৮১.৪ ওভারে ৩৬০ (আগের দিন ১৯৯/৫) (ব্লান্ডেল ৬০, ফিলিপস ৭৮, স্যান্টনার ৬৭, সাউদি ১০, এজাজ ২২, ও’রোক ০*; পেইরিস ৩৩.৪-৪-১৭০-৬, জায়াসুরিয়া ৩৪-২-১৩৯-৩, আসিথা ৫-১-১৪-০, মিলান ২-০-৭-০, ধানাঞ্জায়া ৭-০-২৮-১)
ফল: শ্রীলঙ্কা ইনিংস ও ১৫৪ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: কামিন্দু মেন্ডিস
সিরিজ: ২ ম্যাচের সিরিজ ২-০তে জিতেছে শ্রীলঙ্কা
ম্যান অব দা সিরিজ: প্রাবাথ জায়াসুরিয়া
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সুবর্ণ সুযোগ শুরুর ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি
অস্ত্র মামলায় মামুন খালাস
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন
দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির
হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে
হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা
আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বাড়লো আদানি
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী
বেক্সিমকোর ১৬টি কারখানার ছাটাইকৃত শ্রমিকদের চাকরি ফিরে পাওয়ার সিদ্ধান্ত ২৭ জানুয়ারি
যুদ্ধবিরতির কয়েক মিনিট আগেও ইসরায়েলের হামলা গাজায় বিলম্বিত সময়ের মধ্যে নিহত ১৯
আমেরিকার স্বর্ণযুগ শুরু হচ্ছে
প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ
এবার মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এলডিপি মহাসচিবের বৈঠক