বৃষ্টি আইনে ইংল্যান্ডকে হারিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ জয়
৩০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫০ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫০ এএম
প্রথম দুই ম্যাচ জিতে অনায়াসে সিরিজ জয়ের পথে ছিল অস্ট্রেলিয়া।দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পরের দুই ম্যাচ জিতে সিরিজ জমিয়ে তুলে ইংল্যান্ড। ফলে শেষ ম্যাচ হয়ে উঠে অলিখিত ফাইনাল।জমজমাট এক ম্যাচ হওয়ার পথে থাকলেও শেষ ওয়ানডেতে ভাগ্য নির্ধারণ করে দেয় প্রকৃতি।
রবিবার সিরিজ নির্ধারণী সেই ম্যাচে ইংল্যান্ডের দেওয়া ৩১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২ উইকেট হারিয়ে ২০.৪ ওভারেই ১৬৫ রান তুলে ফেলেছিল অস্ট্রেলিয়া।২১তম ওভার শেষ হওয়ার দুই বল বাকি থাকতে নামে বৃষ্টি। ততক্ষণে ডাকওয়ার্থ লুইস অনুযায়ী তারা ৪৯ রানে এগিয়ে ছিল। শেষ ওয়ানডেতে বৃষ্টি আইনে জিতে ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ এ নিশ্চিত করেছে বিশ্ব চ্যাম্পিয়নরা।
ইংল্যান্ড আক্ষেপ করতেই পারে।বৃষ্টি যে আর পাচ বল আগে আসলেই টি–টোয়েন্টি সিরিজের মতো ওয়ানডেও শেষ হতো সমতায়
ব্রিস্টলে ইংল্যান্ডের ৩০৯ রানের জবাবে অস্ট্রেলিয়ার দুই ওপেনার ম্যাথু শর্ট ও ট্র্যাভিস হেড আগ্রাসী ব্যাটিং করেন। অষ্টম ওভারের প্রথম বলে হেড (৩১) বিদায় নেওয়ার আগে ওপেনিং জুটিতে ৭৮ রান তোলেন। ভারপ্রাপ্ত অধিনায়ক স্টিভ স্মিথ ও শর্ট একসঙ্গে ৪০ রান তোলেন। পাওয়ার প্লেতেই একশ ছাড়িয়ে যায় স্কোর। ৩০ বলে ৭ চার ও ৪ ছয়ে ৫৮ রান করে আউট হন শর্ট। তারপর স্মিথ ও জশ ইংলিস বৃষ্টি নামার আগে ৪৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। ২ উইকেটে ১৬৫ রান ছিল অজিদের বোর্ডে। স্মিথ ৩৬ ও ইংলিস ২৮ রানে অপরাজিত ছিলেন।
এর আগে ব্যাটিংয়ে নেমে ফিল সল্ট ও বেন ডাকেটের ৫৮ রানের জুটিতে ভালো শুরু করেছিল ইংল্যান্ড।এর আগে ব্যাট হাতে শুরুটা দারুণ ছিল ইংল্যান্ডের।ফের রানের ফোয়ারা ছুটিয়েছেন হ্যারি ব্রুক ও বেন ডাকেট।এক পর্যায়ে ৪০০ রানের ইংগিত দিচ্ছিল স্বাগতিকেরা।২০০ যখন পেরিয়ে যাত ইংল্যান্ড, তখনো তাদের হাতে ৮ উইকেট।ক্রিজে ছিলেন ঝড় তুলতে থাকা দুই ব্যাটসম্যান ব্রুক আর ডাকেট।
সল্ট (৪৫) ও উইল জ্যাকস (০) দ্রুত বিদায় নেওয়ার পর ডাকেট ও হ্যারি ব্রুকের ১৩২ রানের জুটিতে স্বাগতিকরা বড় স্কোরের আভাস দেয়। তবে এরপর স্পিনারা আসতেই ছন্দপতন।অ্যাডাম জাম্পার বলে দলীয় ২০২ রান তুলে ভাঙে এই জুটি। ব্রুক থামেন ৭২ রানে, ৫২ বলের ইনিংসে ছিল ৩ চার ও ৭ ছয়।
তারপর হঠাৎ করে ভেঙে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইন। ২ উইকেটে ২০২ রান করা স্বাগতিকরা ২৭৬ রানে হারায় ৯ উইকেট। হেড দুর্দান্ত বোলিংয়ে চার উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের বিপাকে ফেলেন। শেষ দিকে আদিল রশিদের ৩৬ রানের সৌজন্যে তিনশ ছাড়ায় তাদের স্কোর।
মাত্র ৬.২ ওভারে ২৮ রান দিয়ে চার উইকেট নেন হেড। ব্যাটিংয়েও রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তাতে ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতে। সিরিজের সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি
অস্ত্র মামলায় মামুন খালাস
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন
দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির
হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে
হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা
আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বাড়লো আদানি
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী
বেক্সিমকোর ১৬টি কারখানার ছাটাইকৃত শ্রমিকদের চাকরি ফিরে পাওয়ার সিদ্ধান্ত ২৭ জানুয়ারি
যুদ্ধবিরতির কয়েক মিনিট আগেও ইসরায়েলের হামলা গাজায় বিলম্বিত সময়ের মধ্যে নিহত ১৯
আমেরিকার স্বর্ণযুগ শুরু হচ্ছে
প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ
এবার মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এলডিপি মহাসচিবের বৈঠক
সরিষাবাড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে কম্বল বিতরণ