দক্ষিণ আফ্রিকার কাছে আজ হারলেই বাদ জ্যোতিরা!
১২ অক্টোবর ২০২৪, ১২:১০ এএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৪, ১২:১০ এএম
সংযুক্ত আরব আমিরাতে চলমান আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘বি’ গ্রুপে সেমিফাইনালের দৌড়ে ভালোভাবে টিকে থাকতে হলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততেই হতো বাংলাদেশকে। কিন্তু ব্যাটিং ব্যর্থতা আর বাজে বোলিংয়ের কারণে ক্যারিবিয়ান নারীদের কাছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে প্রায় ছিটকে পড়েছে বাংলাদেশের মেয়েরা। আজ গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারলেই বিশ্বকাপ থেকে বাদ পড়বেন নিগার সুলতানা জ্যোতিরা! দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টাইগ্রেস-প্রোটিয়াদের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। টুর্নামেন্টে টিকে থাকার ক্ষিণ সম্ভাবনা এখনও জেগে আছে বাংলাদেশের। এক্ষেত্রে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জ্যোতিদের শুধু জিতলেই চলবে না, ম্যাচে প্রোটিয়া মেয়েদের হারতে হবে বিশাল ব্যবধানে। পাশাপাশি স্কটল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারতে হবে ইংল্যান্ডকে। তবেই সেমিফাইনালে খেলতে পারবে টাইগ্রেসরা। যদিও এ আশা অনেক যদি-কিন্তুর উপর নির্ভর করছে।
বৃহস্পতিবার রাতে আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের তৃতীয় ম্যাচে আগে ব্যাট করে ৮ উইকেটে ১০৩ রান করে বাংলাদেশ। জবাবে হেইলি ম্যাথিউজ ও দিয়ান্দ্রা দতিনের ঝড়ো ব্যাটিংয়ে ২ উইকেটে ১০৪ রান করে ৪৩ বল হাতে রেখেই বড় জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। এই হারে বাংলাদেশের শেষ চারে খেলার আশা ম্লান হলেও বড় ব্যবধানে জিতে ভালো রান রেটের সঙ্গে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠলো ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়দের কাছে হেরে সেমির দৌড় থেকে প্রায় ছিটকে গেলেও ম্যাচে নিজ দলের ব্যাটারদের ব্যাটিংয়ের ধরণ সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো ব্যাটিংয়ের প্রত্যয় নিয়ে মাঠে নামা বাংলাদেশ দল এদিন ডট বল খেলেছে ৫৭টি। গোটা ইনিংসে টাইগ্রেসরা বাউন্ডারি হাঁকিয়েছে মাত্র ৯টি। প্রথম চার ব্যাটারের পর আর কেউই বল পাঠাতে পারেননি সীমানার বাইরে। এমনকি ইনিংসের শেষ ৪৯ বলে একটি বাউন্ডারিও মারতে পারেনি বাংলাদেশ! দলের ব্যাটারদের এমন হতশ্রী পারফরম্যান্সে দারুণ হতাশ বাংলাদেশ অধিনায়ক। তাই তো ম্যাচ শেষে হতাশা প্রকাশ করে জ্যোতি বলেন,‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমাদের শুরুটা খুব ভালো ছিল। তবে মাঝের সময়টায় আমরা অনেক বেশি ডট খেলেছি এবং পরে তাদেরকে উইকেটের পর উইকেট বিলিয়ে দিয়েছি। মাঝের ওভারগুলোতে তাদের বোলাররা সত্যিই অনেক ভালো বল করেছে এবং আমাদেরকে শট খেলার জায়গা দেয়নি তারা। সিঙ্গেল নেওয়ার অনেক সুযোগও আমরা হাতছাড়া করেছি,যা চাপ তৈরি করেছে আমাদের ওপর। যার ফলে বড় ব্যবধানের হার মেনে নিতে হলো।’ ব্যাটিংয়ে উন্নতির তাগিদ দিয়ে জ্যোতি আরও বলেন,‘শিক্ষণীয় অনেক কিছুই আমরা সামনে বয়ে নিতে পারি। বিশেষ করে, এই ধরনের টুর্নামেন্টে কীভাবে ইতিবাচক থাকতে হয়। আমাদের দলটা এই ধরনের টুর্নামেন্টে খুব বেশি অভিজ্ঞ নয়। আমাদের জন্য জরুরি হলো ব্যাটিং ইউনিট হিসেবে আরও বেশি তাড়না দেখানোয় মনোযোগ দেওয়া। আমাদের বোলাররা প্রতিটি ম্যাচেই তাদের কাজটা করতে পেরেছে। ব্যাটিং ইউনিট হিসেবে ব্যাটারদের দায়িত্ব আরও শক্তিশালী হওয়া প্রয়োজন বলে মনে করি।’
বিশ্বকাপের ‘বি’ গ্রুপে তিন ম্যাচ শেষে দুই জয় ও এক হারে ৪ পয়েন্ট সবার উপরে ওয়েস্ট ইন্ডিজ। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচের দু’টিতেই জিতে ৪ পয়েন্ট পেয়ে ইংল্যান্ডের অবস্থান তিনে। তিন ম্যাচে এক জয় ও দুই হারে ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশ চতুর্থ স্থানে থাকলেও সমান ম্যাচ খেলে তিন হারে কোনো পয়েন্ট না পেয়ে সবার শেষে জায়গা পেয়েছে স্কটল্যান্ড। গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে সেমিফাইনালে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
লাকসাম আল-আমিন ইনস্টিটিউটে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
ব্রিকসে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সউদী আরব
বেক্সিমকোর শ্রমিকদের গণসমাবেশ
সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ নেতা-কর্মীকে স্থায়ী বহিষ্কার
তথ্য উপদেষ্টার সঙ্গে অনলাইন এডিটরস অ্যালায়েন্সের মতবিনিময়
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন
বিএনপি নেতা সালাউদ্দিনকে বহিষ্কারের দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল
পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনের নিষেধাজ্ঞা প্রত্যাহার ট্রাম্পের
সদ্য পদোন্নতিপ্রাপ্ত মহাব্যবস্থাপকগণকে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের শুভেচ্ছা
সোনারগাঁওয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক
আবাহনীর ৬ মিনিটের ঝড়ে এলোমেলো ফকিরাপুল
পুতিনের সঙ্গে সাক্ষাত করতে চান ট্রাম্প
ইসলামি দলগুলোর ঐক্য চায় জামায়াতের আমির ও চরমোনাই পীর
শপথ নিয়েই যেসব নির্বাহী আদেশ সই করলেন ট্রাম্প
বাগবাড়ীতে ১ হাজার পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ
ইলন মাস্কের ‘নাৎসি’ অঙ্গভঙ্গি নিয়ে বিতর্ক
খুবি কেন্দ্রে ঢাবি ভর্তি পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে নানা সিদ্ধান্ত
পাকুন্দিয়ায় দুই ভাইয়ের ঝগড়া থামাতে বিএনপি নেতা খুন
গাজীপুরে মহাসড়ক ঘেঁষে ময়লা আবর্জনা, দুর্গন্ধে অতিষ্ট পথচারীরা
শেখ হাসিনাকে ফেরত না দেওয়া হবে ভারতের প্রত্যর্পণ চুক্তির লঙ্ঘন: আইন উপদেষ্টা