সব রেকর্ড গুড়িয়ে ভারতের ২৯৭
১৩ অক্টোবর ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৪, ১২:০৫ এএম
বাংলাদেশের বোলারদের এত অসহায় আগে কখনও দেখা গেছে বলে মনে হয় না। তাসকিন-মুস্তাফিজদের উপর দিয়ে রীতিমতো তাণ্ডবলীলা চালালেন ভারতীয় ব্যাটাররা। তাতে একের পর এক গুড়িয়ে গেল সব রেকর্ড।
সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে হায়দরাবাদের রাজীব গান্দি স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ২৯৭ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যা দ্বিতীয় সর্বোচ্চ রান। মঙ্গোলিয়ার বিপক্ষে গত বছরের সেপ্টেম্বরে ২০ ওভারে ৩১৪ রান তুলেছিল নেপাল।
তবে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে এটিই সর্বোচ্চ রানের রেকর্ড। ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের ২৭৮ ছিল আগের সর্বোচ্চ।
আর ভারতের আগের সর্বোচ্চ ছিল ২০১৭ সালে ইন্দোরে শ্রীলঙ্কার বিপক্ষে, ২৬০ রান। এবারের ইনিংসে ছক্কা হয়েছে ২২টি, চার ২৫টি।
৪০ বলে ক্যারিয়ারের প্রথম ও ভারতের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করে সান্জু স্যামসন থেমেছেন ৪৭ বলে ১১টি চার ও ৮ ছক্কায় ১১১ রান করে। সূর্যকুমার যাদব করেন ৩৫ বলে ৮ চার ও ৫ ছক্কায় ৭৫ রান। দ্বিতীয় উইকেটে দুজনে গড়েন নিজেদের রেকর্ড ৭০ বলে ১৭৩ রানের জুটি।
১০ রানের ব্যবধানে আউট হন দুজন। এরপর এসে একই ঝড় তোলেন হার্দিক পান্ডিয়া ও রিয়ান পরাজ। দুজনে গড়েন স্রেফ ২৬ বলে ৭০ রানের জুটি। ১৩ বলে ৪ ছক্কা ও ১ চারে ৩৪ রানের ক্যামিও দিয়ে যান পরাজ। পান্ডিয়া থামেন ১৮ বলে চারটি করে ছক্কা-চারে ৪৭ রান করে।
একটা সময় আগ্রহের বিষয় তৈরি হয় ভারত ৩০০ স্পর্শ করতে পারবে কি না। শেষ পর্যন্ত তা হয়নি শেষ ওভারে তানজিম সাকিব হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করলে।
স্রেফ দুটি ওভারে রান এসেছে দশের নীচে, দুটিই মেহেদী হাসোন করা, ম্যাচের প্রথম ও নবম ওভার। বাকি ১৮ ওভারেই রান এসেছে ওভারপ্রতি দশের উপরে। সব ধরণের টি-টোয়েন্টিতে যা রেকর্ড। ১৭টি ওভারে দশ করে রানের রেকর্ড আছে তিনবার। দুটি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে, অন্যটি অস্ট্রেলিয়া তুলেছিল শ্রীলঙ্কার বিপক্ষে, ২০১৬ সালে কলম্বোয়।
সবচেয়ে বড় ঝড় গেছে তানজিম হাসানের উপর দিয়ে। এই তরুণ পেসার ৪ ওভারে দিয়েছেন ৬৬ রান। উইকেট নিয়েছেন সর্বোচ্চ ৩টি। বাকিদের মধ্যে ওভারপ্রতি সবচেয়ে কম দিয়েছেন একাদশে সুযোগ পাওয়া মেহেদী হাসান, ৪ ওভারে ৪৫। তাসকিন ৪ ওভারে ১ উইকেট নেন ৫১ রানের বিনিময়ে। ৪ ওভারে ৫২ রানে এক উইকেট মুস্তাফিজের।
রিশাদ হোসেন ২ ওভারে ৪৬ রান দেওয়ার পর তাকে আর বোলিংয়ে আনার সাহস পাননি বাংলাদেশ অধিনায়ক। ২ ওভারে ২৬ রান দিয়েছেন ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামা মাহমুদউল্লাহ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আমরা আল্লাহর উপরে ভরসা করি আর হাসিনার ভরসা ভারতে -দুলু
বাংলাদেশের গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন
২০২৫ সালের মধ্যে নির্বাচনের পক্ষে মত বিএনপির যুগপৎ সঙ্গীদের
ঢাকায় ‘হযরত ফাতিমা জাহরা (সা.আ.) বিশ্বের নারীদের আদর্শ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চার ভাগে ফিরবেন ক্রিকেটাররা
চাঁদাবাজদের ক্ষমতায় আসতে দেবেন না: হাসনাত
এমএ আজিজ স্টেডিয়ামের বরাদ্দ পেল বাফুফে
ইজতেমা মাঠকে যারা খুনের মাঠে পরিণত করেছে তারা সন্ত্রাসী
আসছে ভিভোর এক্স সিরিজের নতুন ফ্ল্যাগশিপ
বেনাপোল চেকপোস্ট দিয়ে ২ ভারতীয় নাগরিককে স্বদেশে ফেরত
মুন্সীগঞ্জে বিএনপি’র দু পক্ষে সংঘর্ষ,৩ জন গুলিবিদ্ব সহ আহত ১০
চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব-তামিমকে পাওয়া যাবে: ফারুক
ইজতেমা মাঠে হত্যাযজ্ঞে জড়িতদের দ্রুত গ্রেফতার করুন
কলাপাড়ায় অটোরিকশা উল্টে শিশুর মৃত্যু
আগামীকাল পঞ্চগড়ে বিএনপির জনসমাবেশ
ব্যাক্তিস্বার্থ পরিহার করে, দেশ ও দলের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: ইলিয়াস পাটোয়ারী
সখিপুরে বিদ্যুৎষ্পৃষ্টে ডিস ব্যবসায়ীর মৃত্যু
যারাই সুযোগ পেয়েছে তারাই দেশের সাথে বেঈমানী করেছে: ডা. মু. তাহের
পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হলো মৌমাছি ও মধু সম্মেলন
শীতের দিনে ঝিরঝিরে বৃষ্টি স্থবির খুলনা শহুরে জীবন