সাকিব ইস্যুতে এবার যা বললেন ক্রীড়া উপদেষ্টা
১৩ অক্টোবর ২০২৪, ০৩:৩৬ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৪, ০৩:৩৬ পিএম
সাকিব আল হাসানের দেশে ফেরা এবং ফেরার পর তার নিরাপত্তার প্রসঙ্গটা কোনো ভাবেই যেন পিছু ছাড়ছে না। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম পরিদর্শনে এসে তাই আবারও সেই পুরোনো প্রশ্নের সম্মুখিন হলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আগের মতো কুটনৈতিক জবাবই দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা।
রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন আসিফ। তিনি বলেন, ‘একজন ক্রিকেটার তিনি খেলবেন, তিনি বাংলাদেশের নাগরিক। আসার ক্ষেত্রে তো কোনো বাধা আমি দেখি না।’
‘আমি যতটুকু জানি দেশে আসা কিংবা বাইরে যাওয়ার ক্ষেত্রে কোনো বার (বাধা) থাকার কথা না। আর আইনের বিষয়টা আইন মন্ত্রণালয় বলতে পারবে। কারণ আমি বিশেষজ্ঞও নই এবং আমি আইন মন্ত্রণালয়ের দায়িত্বেও নেই।’
ফ্যাসিবাদী ও স্বৈরাচারী আওয়ামী লীগ সকারের সংসদ সদস্য ছিলেন সাকিব। গত ৫ অগাস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানীর আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয় তার নামে। আর সেই কারণেই সাকিবের দেশে আসতে যত সংশয়। সম্প্রতি তার বিরুদ্ধে মিরপুর স্টেডিয়ামে দেওয়াল লিখনও হয়েছে। এসব কারণে সাকিব দেশে এলে গ্রেপ্তার এড়াতে পারলেও জনরোষ ঠেকানো নিয়েও রয়েছে সংশয়।
এ নিয়ে নিজের মন্তব্যে আসিফ বলেন, ‘দেওয়াল লিখনের বিষয়টা সামাজিক মাধ্যমে আমার চোখেও পড়েছে। যারা লিখেছেন, গণতান্ত্রিক দেশে সাংবিধানিক অধিকার তাদের আছে। যেকোনো কিছু করার অধিকার তারা রাখেন, তবে সেই অধিকার যেন কারোর নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে না দেয়। যদি আইনগত কোনো বিষয় থাকে, সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে পারব না। এখানে দক্ষিণ আফ্রিকা আসবে, আমাদের পরিবেশটাও ভালো রাখতে হবে। বিদেশি অতিথিরা যেন অনিরাপদ মনে না করেন।’
সাকিব আল হাসানের দেশে আসতে কোনো বাধা নেই জানিয়ে তিনি বলেন, ‘সমস্যা নেই। এখন পর্যন্ত তো আসলে এমনটাই দেখা যাচ্ছে। আইন তো আসলে আইনের মতোই চলে। আমি এই বিষয়ে কিছু বলতে পারব না। আইন উপদেষ্টাও একটা ব্যাখ্যা দিয়েছেন।’
আগের সুরেই আসিফ আবারও বলেন, ‘নাগরিকের জীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। ক্রিকেটারদের নিরাপত্তাও দেখবে রাষ্ট্র। আবেগের জায়গাটা অবশ্যই আছে। একটা আন্দোলন হয়েছে, আগের ফ্যাসিবাদি সরকারের সঙ্গে সাকিব আল হাসানের একটা সম্পর্ক রয়েছে, সেটা তিনি ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন। তারপরও কিছু আবেগ রয়ে গেছে। সেটা অন্য বিতর্ক।’
এ মাসেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট থেকে অবসরের ইচ্ছা পোষণ করেছেন সাকিব।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আবারও শীতের কবলে সৈয়দপুর
লাকসাম আল-আমিন ইনস্টিটিউটে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
ব্রিকসে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সউদী আরব
বেক্সিমকোর শ্রমিকদের গণসমাবেশ
সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ নেতা-কর্মীকে স্থায়ী বহিষ্কার
তথ্য উপদেষ্টার সঙ্গে অনলাইন এডিটরস অ্যালায়েন্সের মতবিনিময়
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন
বিএনপি নেতা সালাউদ্দিনকে বহিষ্কারের দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল
পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনের নিষেধাজ্ঞা প্রত্যাহার ট্রাম্পের
সদ্য পদোন্নতিপ্রাপ্ত মহাব্যবস্থাপকগণকে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের শুভেচ্ছা
সোনারগাঁওয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক
আবাহনীর ৬ মিনিটের ঝড়ে এলোমেলো ফকিরাপুল
পুতিনের সঙ্গে সাক্ষাত করতে চান ট্রাম্প
ইসলামি দলগুলোর ঐক্য চায় জামায়াতের আমির ও চরমোনাই পীর
শপথ নিয়েই যেসব নির্বাহী আদেশ সই করলেন ট্রাম্প
বাগবাড়ীতে ১ হাজার পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ
ইলন মাস্কের ‘নাৎসি’ অঙ্গভঙ্গি নিয়ে বিতর্ক
খুবি কেন্দ্রে ঢাবি ভর্তি পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে নানা সিদ্ধান্ত
পাকুন্দিয়ায় দুই ভাইয়ের ঝগড়া থামাতে বিএনপি নেতা খুন
গাজীপুরে মহাসড়ক ঘেঁষে ময়লা আবর্জনা, দুর্গন্ধে অতিষ্ট পথচারীরা