আক্ষেপ আর প্রশ্ন নিয়ে হৃদয়-জ্যোতিদের ফেরা
১৪ অক্টোবর ২০২৪, ১২:১৩ এএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৪, ১২:১৩ এএম
পাকিস্তানকে তাদেরই মাটিয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের সুখস্মৃতি নিয়ে ভারতে গিয়েছিল বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। সেখানে দুই টেস্টে ও তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের একটিতে জয় তো দূরের কথা নিদেনপক্ষে লড়াইটুকুও করতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। ‘সফর হোয়াইটওয়াশ’ হয়ে দেশে ফিরেছে কোচ চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। এদিকে, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর শুরুর আগে বাংলাদেশের চাওয়া ‘বিশ্বকাপে ১০ বছরের জয়খরা’ স্কটল্যান্ডকে হারিয়ে কাটিয়েছে ঠিকই, তবে বাকি তিন ম্যাচে অসহায় আত্মসমর্পনে ফুটে উঠেছে নিগার সুলতানা জ্যোতিদের ঘাটতি। চার ম্যাচের একটিতেও দলের রান স্পর্শ করেনি ১২০। ফিফটির দেখা পাননি একজন ব্যাটারও। সোবহানা মোস্তারি ও অধিনায়ক জ্যোতি ছাড়া ব্যাট হাতে বলার মতো পারফরম্যান্স নেই একজনেরও। প্রথম ম্যাচের জয় ছাড়া কোনো ম্যাচে লড়াই জমেনি তেমন একটা। সব মিলিয়ে অনেক ঘাটতি দলে দেখতে পাচ্ছেন নিগার। সামনে তাকিয়ে সেসব ঘাটতি পূরণে অনেক প্রশ্ন নিয়ে দেশে ফিরেছে নারী দলও। গতকাল তাই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছিলনা কোনো উৎসবের আবহ, বরং ভারত ও দুবাইয়ে দেয়া হৃদয়-জ্যোতিদের হতাশামোড়া চিত্রই হয়েছে পরিলক্ষিত।
গতপরশু রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে ১৩৩ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তার আগে দুই টেস্টসহ ৫ হারের তিক্ততা এতটুকু কমেনি এদিন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সর্বোচ্চ ৬৩ রানের ইনিংস খেলা তাওহিদ হৃদয়ের। সংবাদ সম্মেলনে এসেছিলেন চোখেমুখ অন্ধকার করে। যেন ভেঙে দিয়েছে তরুণ এই ব্যাটসম্যানকে। এমন মানসিকতায় সংবাদ সম্মেলনের কথাবার্তা কেমন হতে পারে, তা তো অনুমান করাই যায়। মাঠের খেলায় বাংলাদেশ দলের অসহায় আত্মসমর্পণের মতো সংবাদ সম্মেলনে এসেও তা-ই করলেন হৃদয়। সিরিজজুড়েই নিজেদের ঘাটতির কথা মেনে নিয়েছেন হৃদয়, ‘সব জায়গাতেই কমতি ছিল। এক দিন ব্যাটিং ভালো হয়েছে তো বোলিং ভালো হয়নি, বোলিং ভালো হলে ব্যাটিং। আমরা আসলে এই রকম উইকেটে খেলি না। আমি অজুহাত দিচ্ছি না। তবে এ ধরনের উইকেটে আমরা যত খেলব, তত ভালো খেলব।’
এ ক্ষেত্রে উন্নতি আনতে হবে বিদেশের মাটিতে উইকেট পড়তে পারার দক্ষতায়ও। কিছুটা আক্ষেপের সুরও শোনা গেল হৃদয়ের কণ্ঠে, ‘আমরা বেশির ভাগ খেলোয়াড় উইকেট পড়তে পারি না। আমরা বেশির ভাগ ম্যাচ খেলি মিরপুরে। চট্টগ্রামে খেললে জানি যে কেমন উইকেট হবে। কিন্তু অন্য জায়গায় একেক দিন একেক রকম উইকেট থাকে। আমরা যদি ভালো উইকেট খেলতে থাকি, তাহলে ডে বাই ডে উন্নতি করতে পারব। রাতারাতি হবে না।’
একই রাতে দুবাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭ উইকেটের হার দিয়ে শনিবার শেষ হয়েছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অভিযান। একের পর এক ম্যাচে হতশ্রী ব্যাটিংয়ে স্বপ্নপূরণের সামান্যতম সম্ভাবনাও জাগাতে পারেনি বাংলাদেশ। বরাবরই বাংলাদেশের যেটি ম‚ল সমস্যা, সেই ব্যাটিংয়ের দুর্বলতা আরও প্রকট হয়ে ফুটে উঠেছে এই আসরে। প্রথম ম্যাচে স্কটিশদের বিপক্ষে ১১৯ রান করেও বোলারদের দারুণ পারফরম্যান্সে জয় ধরা দিয়েছে। পরের ম্যাচগুলোর অবস্থা যাচ্ছেতাই। চার ম্যাচে এক জয় নিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার পর সেই পুরোনো সমস্যার কথাই আবার তুলে ধরলেন নিগার, ‘সমস্যাটি খুবই দৃশ্যমান যে, ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ধুঁকছি। যদি পাওয়ার প্লেতে আমরা ভালো শুরু পাই, তাহলে মিডল অর্ডারে ধুঁকতে হয়। কখনও কখনও সেভাবে শেষ করতে পারি না, যেভাবে করা উচিত। অনেক প্রশ্ন নিয়েই তাই আমরা যাচ্ছি। সামনের পথচলায় প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হবে আমাদের।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আবারও শীতের কবলে সৈয়দপুর
লাকসাম আল-আমিন ইনস্টিটিউটে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
ব্রিকসে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সউদী আরব
বেক্সিমকোর শ্রমিকদের গণসমাবেশ
সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ নেতা-কর্মীকে স্থায়ী বহিষ্কার
তথ্য উপদেষ্টার সঙ্গে অনলাইন এডিটরস অ্যালায়েন্সের মতবিনিময়
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন
বিএনপি নেতা সালাউদ্দিনকে বহিষ্কারের দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল
পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনের নিষেধাজ্ঞা প্রত্যাহার ট্রাম্পের
সদ্য পদোন্নতিপ্রাপ্ত মহাব্যবস্থাপকগণকে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের শুভেচ্ছা
সোনারগাঁওয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক
আবাহনীর ৬ মিনিটের ঝড়ে এলোমেলো ফকিরাপুল
পুতিনের সঙ্গে সাক্ষাত করতে চান ট্রাম্প
ইসলামি দলগুলোর ঐক্য চায় জামায়াতের আমির ও চরমোনাই পীর
শপথ নিয়েই যেসব নির্বাহী আদেশ সই করলেন ট্রাম্প
বাগবাড়ীতে ১ হাজার পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ
ইলন মাস্কের ‘নাৎসি’ অঙ্গভঙ্গি নিয়ে বিতর্ক
খুবি কেন্দ্রে ঢাবি ভর্তি পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে নানা সিদ্ধান্ত
পাকুন্দিয়ায় দুই ভাইয়ের ঝগড়া থামাতে বিএনপি নেতা খুন
গাজীপুরে মহাসড়ক ঘেঁষে ময়লা আবর্জনা, দুর্গন্ধে অতিষ্ট পথচারীরা