স্টাবস-কোয়েটজির ব্যাটে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা
১১ নভেম্বর ২০২৪, ০৪:৫০ এএম | আপডেট: ১১ নভেম্বর ২০২৪, ০৪:৫০ এএম
লো স্কোরিং থ্রিলার যে কাল কেবল ডাম্বুলায় হয়েছে তা নয়। পোর্ট এলিজাবেথেও ভারত- দক্ষিণ আফ্রিকা পুরোনো ধাচের এক রোমাঞ্চকর টি-টোয়েন্টি উপহার দিয়েছে।চার ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত করেছিল ৬ উইকেটে ১২৪ রান। ৮৬ রানে ৭ উইকেট হারালেও এক ওভার হাতে রেখেই ম্যাচটি জিতে যায় প্রোটিয়ারা।
প্রোটিয়াদের জয়ের নায়ক ট্রিস্টান স্টাবস ও জেরাল্ড কোয়েটজি। ৮৬ রানে ৭ উইকেট খোয়ানোর পর ভারতীয়দের হতাশ করে অষ্টম উইকেটে ৪২ রানের জুটি গড়েন দুজন। চারে নামা স্টাবস ৪১ বলে ৪৭ রানে ও নয়ে নামা কোয়েটজি ৯ বলে ১৯ রান করে অপরাজিত ছিলেন।
চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন ১-১ এ সমতায়।
১২৫ রানের লক্ষ্যে নেমে ১৭ বলে ২২ রানের ওপেনিং জুটি ভেঙে যায় দক্ষিণ আফ্রিকার। তারপর বরুণের দুর্দান্ত বোলিংয়ে একে একে উইকেট হারাতে থাকে তারা।
ষষ্ঠ ওভারে এইডেন মার্করামকে নিজের প্রথম শিকার বানান বরুণ। তারপর টানা তিন ওভারে রিজা হেনড্রিকস, মার্কো ইয়ানসেন, আইনরিখ ক্লাসেন ও ডেভিড মিলারকে আউট করে ম্যাচ ঘুরিয়ে দেন ভারতীয় স্পিনার। ১৩তম ওভারে তার বোলিং কোটা শেষ হয় প্রোটিয়াদের ভীষণ চাপে রেখে।
বরুণ চার ওভার বোলিং শেষে ১৭ রান দিয়ে পাঁচ উইকেট নেন।
এরপর রবি বিষ্ণয় ও হার্দিক পান্ডিয়ার তিন ওভারে মাত্র ২১ রান নিতে পারে দক্ষিণ আফ্রিকা, হারায় আরও একটি উইকেট। ৮৬ রানে সাত উইকেট তুলে নিয়ে ভারত সিরিজে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছিল।
কিন্তু ১৭তম ওভারে আর্শদীপ সিংয়ের বলে কোয়েটজির ছক্কা ও স্টাবসের চারে দক্ষিণ আফ্রিকা ম্যাচ ঘুরিয়ে দেয়। আবেশ খানও পরের ওভারে কোয়েটজির কাছে দুটি চার হজম করেন। উল্টো চাপে পড়ে ভারত। ১৯তম ওভারে স্টাবস চারটি বাউন্ডারিতে দলের জয় নিশ্চিত করেন। তাদের জুটি ছিল ২০ বলে ৪২ রানের। ১৯ ওভারে ৭ উইকেটে ১২৮ রান করে প্রোটিয়ারা।
স্টাবস ৪১ বলে ৭ চারে ৪৭ রানে অপরাজিত থেকে ম্যাচসেরা হন। ৯ বলে দুটি চার ও এক ছয়ে ১৯ রানে অপরাজিত ছিলেন কোয়েটজি।
এর আগে দক্ষিণ আফ্রিকার বোলারদের সমন্বিত পারফরম্যান্সে ভারত চার ওভারের মধ্যে সাঞ্জু স্যামসন, অভিষেক শর্মা ও সূর্যকুমার যাদবকে হারায়। তিলক ভার্মা ভালো কিছুর ইঙ্গিত দিলেও ২০ রানের বেশি করতে পারেননি। অক্ষর প্যাটেল ২৭ রান করে দুর্ভাগ্যজনকভাবে বোলিং প্রান্তে রান আউট হন।
শেষ দিকে হার্দিকের অপরাজিত ৩৯ রানের সৌজন্যে ভারত ১২০ রান অতিক্রম করে। তারা হারায় ৬ উইকেট।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ডিভোর্সের দুদিন পরই নতুন সুখবর এ আর রহমানের
বেনাপোল বন্দরে কম শুল্কে আরও ২ লাখ ৩২ হাজার পিস ডিম খালাস
পরিচ্ছন্নতা কর্মীদের উপস্থিতি নিশ্চিতে ডিএনসিসির কমিটি
কুড়িগ্রামের আকাশে হঠাৎ ধুলি ঘূর্ণিঝড়
সিঙ্গাপুরে মাদক পাচারকারীর মৃত্যুদণ্ড কার্যকর
পীরগঞ্জে ক্রপ প্রোটেকশন এসোসিয়েশনের কমিটি গঠন
প্রকাশিত হয়েছে শহীদদের স্মরণে ' জুলাই অনির্বাণ', ভিডিও দেখে কান্নায় ভেঙে পড়েছেন সাধারণ মানুষ
সায়ানাইড প্রয়োগে হত্যায় অভিযুক্ত নারীকে মৃত্যুদণ্ড দিয়েছে থাই আদালত
ঢাকায় আসলেন বাইডেনের বিশেষ প্রতিনিধি
ইতালি নেদারল্যান্ডস কানাডায় পা রাখলেই গ্রেফতার নেতানিয়াহু
এবার আদানি গ্রুপের সঙ্গে বড় দুটি চুক্তি বাতিল করল কেনিয়া
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সাম্প্রদায়িক সহিংসতায় নিহত ৪২
সিলেট সীমান্তে ১ কোটি ২১ লক্ষ টাকার ভারতীয় চোরাই পণ্য আটক করেছে বিজিবি
বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণ ফেনসিডিল জব্দ
চীনে ৮৩ বিলিয়ন ডলারের বিশাল স্বর্ণখনির সন্ধান
টিসিবির তালিকায় আ'লীগের লোকজন বহাল থাকায় সাধারণ মানুষের ক্ষোভ
দৌলতখানে মা -মেয়েকে পিটিয়ে আহত
স্টেশন থেকে দুই কিলোমিটার দূরে থামল সীমান্ত এক্সপ্রেস
কুষ্টিয়ায় প্রতিমা ভাঙচুরের পর যুবক আটক, কথাবার্তা অসংলগ্ন
জুরাইনে পুলিশের সঙ্গে অটোরিকশা চালকদের সংঘর্ষ, রেলপথ অবরোধ