ওয়ানডের শীর্ষ বোলার আফ্রিদি, ক্যারিয়ার সেরা অবস্থানে শান্ত
১৩ নভেম্বর ২০২৪, ০৪:৪৭ পিএম | আপডেট: ১৩ নভেম্বর ২০২৪, ০৭:৫২ পিএম
অস্ট্রেলিয়া সফরে দুর্দান্ত বোলিং করেন শাহিন শাহ আফ্রিদি। আইসিসি খেলোয়াড় র্যাঙ্কিংয়ে পড়েছে এর ছাপ। ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ের ১ নম্বরে ফিরেছেন এই পাকিস্তানী পেসার।
পুরুষ খেলোয়াড় র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ বুধবার প্রকাশ করে ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি।
ওয়ানডে ব্যাটারদের তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন বাবর আজম। তার মানে ওয়ানডের বোলার ও ব্যাটার- দুই তালিকাতেই শীর্ষে এখন পাকিস্তানের ক্রিকেটাররা।
সম্প্রতি তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে তাদেরই মাঠে হারিয়ে দেওয়ার পথে পাকিস্তানের হয়ে বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন আফ্রিদি। ৩ ম্যাচে ১২.৬২ গড়ে নেন ৮ উইকেট। এতে তিন ধাপ এগিয়ে শীর্ষে ফেরেন এই বাঁহাতি পেসার।
আফ্রিদি সর্বশেষ গত ওয়ানডে বিশ্বকাপের সময় বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন। এখন তাঁর রেটিং পয়েন্ট ৬৯৬, যা ক্যারিয়ার–সর্বোচ্চ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ–সেরা হওয়া পাকিস্তানের আরেক পেসার হারিস রউফ ১৪ ধাপ এগিয়ে উঠে এসেছেন ক্যারিয়ার–সর্বোচ্চ ১৩তম স্থানে। সিরিজে তিনি উইকেট নিয়েছেন ১০টি। ক্যারিয়ার–সর্বোচ্চ ৬১৮ রেটিং পয়েন্ট তার।
নাসিম শাহও অস্ট্রেলিয়া সিরিজে দারুণ বোলিং করেছেন। তিন ওয়ানডেতে ৫ উইকেট নিয়ে এগিয়েছেন ১৪ ধাপ, তাঁর অবস্থান ৫৫তম।
বোলারদের তালিকায় দুইয়ে রশিদ খান। আফ্রিদির চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে এই স্পিনার। গত সপ্তাহে শীর্ষে থাকা কেশব মহারাজ নেমে গেছেন তিনে। দক্ষিণ আফ্রিকার এই স্পিনারের রেটিং পয়েন্ট ৬৭৪। এক ধাপ নেমে চারে ভারতীয় স্পিনার কুলদীপ যাদব।
বোলারদের তালিকায় ৯ ধাপ এগিয়েছেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের এই স্পিনার এখন ২৪ নম্বরে। পেসার শরীফুল ইসলাম ১০ ধাপ নেমে ৩৪ নম্বরে। আর মোস্তাফিজুর রহমান ৬ ধাপ এগিয়ে ৩৭ নম্বরে।
সবশেষ আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ দুই ম্যাচে ৩ উইকেট নেওয়া স্পিনার নাসুম আহমেদ বোলারদের র্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন। ৪৯ ধাপ এগিয়ে উঠেছেন ৭২তম স্থানে।
বোলারদের সেরা দশে রদবদল আছে কিছু। ৫ ধাপ পিছিয়ে ৯ নম্বরে নেমে গেছেন অ্যাডাম জ্যাম্পা। জশ হেইজেলউড ৩ ধাপ পিছিয়ে নেমেছেন দশে। ফলে এগিয়েছেন বার্নার্ড শুলজ, জাসপ্রিত বুমরাহ, ট্রেন্ট বোল্ট, মোহাম্মদ সিরাজরা।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম। দুই ধাপ এগিয়ে দশ নম্বরে উঠেছেন ওয়েস্ট ইন্ডিজের শেই হোপ।
আফগানিস্তান সিরিজে ৪৭ ও ৭৬ রানের ইনিংস খেলা নাজমুল হোসেন শান্ত এগিয়েছেন ১১ ধাপ। উঠে এসেছেন ক্যারিয়ার-সেরা ২৪ নম্বরে। সিরিজের প্রথম ম্যাচের পর চোটে ছিটকে যাওয়া মুশফিকুর রহিম ৭ ধাপ পিছিয়ে আছেন ৩০তম স্থানে। শেষ ওয়ানডেতে ৯৮ রানের ইনিংস খেলা মাহমুদউল্লাহ এগিয়েছেন ১০ ধাপ। তাঁর বর্তমান অবস্থান ৪৪তম।
ওয়ানডেতে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে মোহাম্মদ নবি। ৪ ধাপ এগিয়ে চারে উঠে এসেছেন মিরাজ। এক ধাপ এগিয়ে এখন তিন নম্বরে আরেক আফগান অলরাউন্ডার রাশিদ খান।
টি-টোয়েন্টি বোলারদের তালিকায় বড় লাফ দিয়েছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৪ ধাপ এগিয়ে ২ নম্বরে উঠেছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিক করে ১০ ধাপ এগিয়ে ১৫ নম্বরে উঠেছেন লকি ফার্গুসন। বোলিং র্যাঙ্কিংয়ে এক নম্বরে আদিল রাশিদ।
টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়েও আছে বেশ কিছু পরিবর্তন। সেরা দশের ভেতরে এক ধাপ করে এগিয়েছেন ফিল সল্ট, জস বাটলার ও নিকোলাস পুরান। আপাতত দুই নম্বরে সল্ট, বাটলার ছয় ও পুরানের অবস্থান দশম।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করে ২৭ ধাপ এগিয়ে ৩৯ নম্বরে উঠেছেন সাঞ্জু স্যামসন। এছাড়া রিজা হেন্ড্রিকস দুই ধাপ এগিয়ে ১২ ও ট্রিস্টান স্টাবস ১২ ধাপ এগিয়ে ২৬ নম্বরে উঠেছেন।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন লিয়াম লিভিংস্টোন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কুরস্কে ৪০ শতাংশ এলাকার দখল হারিয়েছে ইউক্রেন
আমরা জমিদার নই,মানুষের পাহারাদার : মমতা বন্দ্যোপাধ্যায়
জর্ডানে ইসরাইলি দূতাবাসের কাছে গুলি, বন্দুকধারী নিহত
ট্রাম্পের জয়ের পর ইলন মাস্কের সম্পদ বাড়ছে রকেট গতিতে
ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাজ্য, বহু ফ্লাইট বাতিল
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ১২০ ফিলিস্তিনি
ইভেন্টের সেরা লড়াইটি উপহার দিলেন আফরা-সানজিদা
ওয়েস্ট ইন্ডিজের রান পাহাড়ের পর জয়-জাকিরকে হারিয়ে চাপে বাংলাদেশ
নাটকীয় শেষ দশ মিনিটে দুই গোল শোধ করে বার্সাকে রুখে দিল সেল্তা
বিবর্ণ সিটিকে ইতিহাদেই বিধ্বস্ত করলো টটেনহ্যাম
নটিংহ্যামকে হারিয়ে চার ম্যাচের জয়খরা কাটালো আর্সেনাল
স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবী অত্যন্ত যৌক্তিক
পাঠ্যবই ছাপায় অনিয়মে আনন্দ প্রিন্টার্সকে সতর্কতা
দক্ষিণ লেবাননে ৬ চিকিৎসাকর্মী নিহত
জনগণের সাথে জনসংযোগ বাড়াতে হবে
আমরা যুদ্ধে বিশ্বাসী না কেউ গায়ে পড়লে জবাবের প্রস্তুতি রাখতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
বাফুফের নতুন সভাপতি তাবিথের কাছে ২৭ রেফারির চিঠি
ফের বাড়লো সোনার দাম, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা
বাংলাদেশে খেলা নিয়ে অনিশ্চিয়তায় হামজা!
বঙ্গবন্ধু স্টেডিয়ামেই হবে অনূর্ধ্ব-২০ নারী সাফের খেলা