ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ড দলে নেই এজাজ
১৫ নভেম্বর ২০২৪, ০৫:১৭ পিএম | আপডেট: ১৫ নভেম্বর ২০২৪, ০৫:২৬ পিএম
সবশেষ ভারত সফরে দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এজাজ প্যাটেল। সবশেষ মুম্বাই টেস্টেও নিয়েছিলেন ১১ উইকেট। কন্ডিশন বিবেচনায় সেই এজাজকে বাদ দিয়েই ইংল্যান্ডের বিপক্ষে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড।
এ মাসের শেষ দিকে ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের সিরিজ খেলবে কিউইরা। এজন্য শুক্রবার ঘোষিত দলে ঠাঁই হয়নি এজাজের।
৩৬ বছর বয়সী এজাজের জন্য এই অভিজ্ঞতা অবশ্য নতুন নয়। ২০২১ সালেও মুম্বাইয়েই এক ইনিংসে ১০ ও ম্যাচে ১৪ উইকেট নেওয়ার পরও পরের টেস্টেই দলে জায়গা হারিয়েছিলেন এজাজ। সেবার ক্রাইস্টচার্সে প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। এবারও সেই ক্রাইস্টচার্সে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে আগামী ২৮ নভেম্বর।
দেশের বাইরে ১৮ টেস্টে ৮৫ উইকেট এজাজের। কিন্তু ঘরের মাঠে তিন টেস্টে এখনও উইকেটের স্বাদ পাননি!
নিউজিল্যান্ডের স্কোয়াডেই রাখা হয়নি কোনো বিশেষজ্ঞ স্পিনার। বাদ পড়েছেন ইশ সোধিও। তবে স্পিনিং অলরাউন্ডার হিসেবে দলে আছেন রাচিন রাভিন্দ্রা ও গ্লেন ফিলিপস।
প্রথম টেস্টে না থাকলেও পরের দুই টেস্টের দলে আছেন স্পিনিংস অলরাউন্ডার মিচেল স্যন্টনার। ভারত সফরে পুনে টেস্টে ১৩ উইকেট নেওয়ার পর চোটের কারণে তিনি মুম্বাইয়ে খেলতে পারেননি।
চোটের কারণে ভারত সফরের দলে না থাকা কেন উইলিয়ামসন দলে ফিরেছেন। ভারত সফরে ম্যান অব দা সিরিজ হওয়া উইল ইয়াংয়ের তাই একাদশে জায়গা অনিশ্চিত!
টেস্ট দলে প্রথমবার ডাক পেয়েছেন ন্যাথান স্মিথ। গত বুধবার স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে এই পেস বোলিং অলরাউন্ডারের।
প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৩ ম্যাচে ১৪৪ উইকেট তার, ব্যাট হাতে ২৭ গড়ে প্রায় দুই হাজার রান করেছেন এক সেঞ্চুরি ও ১৩ ফিফটিতে।
নিউজিল্যান্ডের নির্বাচক স্যাম ওয়েলস বলেন, ‘প্রথমবারের মতো টেস্ট দলে জায়গা পাওয়া ন্যাথানের জন্য এটি রোমাঞ্চকর সময়। সে একজন প্রতিভাবান ক্রিকেটার। প্রথম শ্রেণীর ক্রিকেটের রেকর্ড তেমনই প্রমাণ দিচ্ছে। আমি নিশ্চিত দলের জন্য সে অনেক সাফল্য বয়ে আনবে।’
পেসার জ্যাকব ডাফিও প্রথমবার ডাক পেয়েছেন এই সংস্করণে। ইতোমধ্যে নিউজিল্যান্ড জার্সিতে স্মিথ ১টি ওয়ানডে এবং ডাফি ৭টি ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টি খেলেছেন।
ইনজুরির কারণে বেন সিয়ার্স (হাঁটু) এবং কাইল জেমিসনের (পিঠ) দলে সুযোগ হয়নি।
ভারতের বিপক্ষে সিরিজ জয়ে আগামী বছর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা তৈরি হয়েছে নিউজিল্যান্ডের। কিন্তু সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করলেও, ফাইনাল খেলা নিশ্চিত হবে না তাদের।
ওয়েলস বলেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ বিবেচনায় এই সিরিজটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া টিম সাউদির বিদায়ী সিরিজ হওয়ায় এটির গুরুত্ব আরও বেড়ে গিয়েছে।’
এই সিরিজ দিয়েই বর্ণাঢ্য টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন নিউজিল্যান্ডের কিংবদন্তি বোলার টিম সাউদি। দল ফাইনালে উঠলে আরও এক ম্যাচ দীর্ঘায়িত হবে এই ডানহাতি পেসারের টেস্ট ক্যারিয়ার।
সিরিজের পরের দুই টেস্ট ওয়েলিংটন ও হ্যামিল্টনে।
নিউজিল্যান্ড টেস্ট দল: টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, উইল ও’রোক, গ্লেন ফিলিপস, রাচিন রাভিন্দ্রা, মিচেল স্যান্টনার (দ্বিতীয় ও তৃতীয় টেস্ট), ন্যাথান স্মিথ, টিম সাউদি, কেন উইলিয়ামসন, উইল ইয়াং।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সেনবাগে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার!
ফারুকীকে প্রত্যাহার না করলে আবারো রাজপথে নামবো মুফতি ফয়জুল করীম
কুরস্কে একদিনে কিয়েভের ৪৩০ সেনা নিহত
সুষ্ঠু নির্বাচন আয়োজন করাই অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব: মঈন খান
সেনবাগে পুকুরে ডুবে শিশুর মৃত্যু!
দিন-দুপুরে রাজধানীতে বাসায় লুটপাট, নিয়ে গেছে দুধের শিশুকেও
জামায়াত দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়-ডাঃ তাহের
ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতির নতুন কমিটিকে ঘিরে উত্তেজনা, প্রশাসক নিয়োগ দিলেন ডিসি
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
জনগণের প্রত্যাশা পছন্দের প্রার্থীকে ভোট দিবে : আমিনুল হক
উন্নত ও স্থিতিশীল রাষ্ট্র গঠনে আমানতদারিতা নিয়ে আজহারীর বার্তা
অ্যাপাচি গানশিপে যৌনমিলন, দুই সেনা গ্রেফতার
রাষ্ট্র সংস্কারে ইসলামী আন্দোলন সার্বিক সহযোগিতা করবে- সিলেট মহানগর ইসলামী আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি ডা. রিয়াজ
নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন
অগ্নিঝরা লুকে ভিকি কৌশল, পুরাণ কাহিনী নিয়ে আসছে "মহাবতার"
আন্দোলনে শহীদ ওসামার কবর জিয়ারত করলেন ইবি সমন্বয়করা
ইবি প্রফেসর ড. নাছিরের তৃতীয় বই প্রকাশিত
অক্সফোর্ডে ‘স্বাধীন কাশ্মীর’ নিয়ে বিতর্কসভা! প্রতিবাদ ভারতীয়-হিন্দুদের
প্রশাসনকে দোসরমুক্ত না করে রাষ্ট্র সংস্কার সম্ভব নয় : ডা. রফিক
কাশিয়ানী নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে ‘হয়রানীর’ অভিযোগ