রোহিতকে পার্থ টেস্টে খেলতে বললেন সৌরভ
১৭ নভেম্বর ২০২৪, ০৮:৩০ পিএম | আপডেট: ১৭ নভেম্বর ২০২৪, ০৮:৩০ পিএম
অস্ট্রেলিয়া সফরে এখনও স্বাগতিকদের বিপক্ষে সিরিজ শুরু হয়নি ভারতীয় ক্রিকেট দলের। এরই মাঝে সেখান থেকে আসছে একের পর দুঃসংবাদ। দলের এমন করুণ দশায় পাশে নেই অধিনায়ক রোহিত শর্মাও। সদ্য পুত্র সন্তানের বাবা হওয়ায় তিনি রয়েছেন পরিবারের পাশে।
সন্তান পৃথিবীর আলো দেখে ফেলায় এখন পরিবারের চেয়ে দলের পাশে থাকাটা রোহিতের জন্য বেশি জরুরি বলে মনে করছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
রোহিত-রিতিকা দম্পতির দ্বিতীয় সন্তানের জন্ম হওয়ার সম্ভব্য তারিখ ছিল ২০ নভেম্বর। তবে দিনটি চলে আসে ১৫ নভেম্বরই। আগামী শুক্রবার শুরু পার্থ টেস্ট। এই ম্যাচে রোহিতের খেলার ব্যাপারটি এখনও ঝুলছে অনিশ্চয়তার সুতোয়।
ভারতীয় গণমাধ্যমের খবর, পার্থ টেস্টে খেলবেন না রোহিত। অধিনায়ক প্রস্তুতি নিচ্ছেন দ্বিতীয় টেস্ট থেকে খেলার। তবে সৌরভ বলছেন, রোহিতের জায়গায় তিনি থাকলে এখন আর দেরি করতেন না একটুও।
“আশা করব, রোহিত খুব দ্রুতই চলে যাবে (অস্ট্রেলিয়ায়)। কারণ, তার নেতৃত্ব দলের প্রয়োজন। গতকালই (শুক্রবার) তার স্ত্রী বাচ্চার জন্ম দিয়েছে, আমি তাই নিশ্চিত যে, সে (রোহিত) এখন যেতে পারে। যত দ্রুত সম্ভব তার চলে যাওয়া উচিত। তার জায়গায় আমি হলে এটিই করতাম। পার্থ টেস্টে তার খেলা উচিত।”
“ম্যাচ তো সপ্তাহখানেক দূরে এখনও। এটা বড় একটা সিরিজ। এবারের পর আর অস্ট্রেলিয়া সফরে যাওয়া হবে না তার। সে দারুণ এক অধিনায়ক। তার নেতৃত্ব দিয়ে শুরু করা উচিত ভারতের।
রোহিতের দলের সঙ্গে থাকার বিষয়টি জোরদার হয়েছে মূলত দলের বর্তমান দশার কারণে। লোকেশ রাহুল চোট পেয়েছেন অনুশীলনে ব্যাট করতে গিয়ে। অনুশীলন করতে গিয়ে চোট পান সরফরাজ খানও। অনুশীলনে স্লিপে ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পেয়ে প্রথম টেস্ট থেকে ইতোমধ্যে ছিটকে গেছেন শুবমান গিল। ভারতীয় গণমাধ্যমে কান পাতলে শোনা যাচ্ছে বিরাট কোহলির চোটের খবরও। রাহুলের কনুইয়ে স্ক্যান করার পাশাপাশি কোহলিকেও নাকি স্ক্যান করাতে হয়েছে।
ভারতের আরও একটি ভাবনার বিষয় কোহলির সাম্প্রতিক ফর্ম। বিরুদ্ধ কন্ডিশনে তরুণদের সঙ্গে তিনিও যদি ব্যর্থ হন তাহলে তার ফর্ম নিয়ে প্রশ্ন উঠতে পারে জোরেশোরে। এমন সময় রোহিতও যদি না থাকেন তাহলে আরও কোনঠাসা হয়ে পড়ার সম্ভাবনা দলের।
নিজেদের সবশেষ সিরিজে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ার পর সবকিছুই যেন বিপক্ষেই যাচ্ছে ভারতের। যা সফরকে আরও চ্যালেঞ্জিং করে তুলেছে দলটির জন্য।
আগামী শুক্রবার পার্থ টেস্ট দিয়ে শুরু হবে ৫ ম্যাচের এই সিরিজ। রোহিত না থাকলে দলকে নেতৃত্ব দিবেন সহ-অধিনায়ক জাসপ্রিত বুমরাহ।
সৌরভ বিসিসিআইয়ের সভাপতি থাকার সময় ভারতের টেস্ট দলের নেতৃত্ব পেয়েছিলেন রোহিত। তখন এই ওপেনারকে রাজি করাতে বেশ বেগ পোহাতে হয়েছিল বলে স্মরণ করলেন সৌরভ।
“সে রাজি ছিল না, কারণ অন্যান্য সংস্করণে ভারতের অধিনায়ক ছিল সে। ‘ওয়ার্কলোড’ তাই অনেক বেশি হয়ে যায় বলে বলছিল। তবে আমি এটায় বিশ্বাস করি না। ভারতের অধিনায়ককে টেস্ট অধিনায়ক হতেই হবে। আমি বলেছিলাম, ‘টেস্ট অধিনায়ক না হয়ে নিজের ক্যারিয়ার শেষ করো না।’ অধিনায়ক হিসেবে সে যা অর্জন করেছে, তাতে আমি বিস্মিত নই একদমই।”
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের নতুন কমিটি গঠন
মহেশপুর থেকে ভারতীয় ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ী র্যাবের হাতে আটক
যশোরে বাসের হেলপার হত্যার ঘটনার মধ্যে রহস্য উদঘাটন, আটক ১
অমিতের শতকে ঢাকার উপর ছড়ি ঘোরাচ্ছে সিলেট
নাচোলে জমিজমা নিয়ে বিরোধে রেল ষ্টেশন এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ৩, আটক ৬
আ.লীগকে বিচারের আগে নির্বাচনে অংশ নিতে দেওয়া যাবে না : হাসনাত আব্দুল্লাহ
ঘনকুয়াশায় বিমান অবতরণে বিকল্প শাহ আমানত বিমানবন্দর
সাঁথিয়ায় বিএনপির কমিটি নিয়ে বিরোধ; নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ
যবিপ্রবিতে বারির কৃষিযন্ত্র উদ্ভাবনী সেমিনার ও প্রদর্শনী
ভূরুঙ্গামারীতে আওয়ামীলীগ নেতা আটক
মানিকগঞ্জে আ'লীগ নেতাসহ ও ওয়ারেন্টের আসামি সহ গ্রেফতার ৬
"কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন আজ"
উইন্ডিজ সফরে ভালো করতে মুখিয়ে আছে ক্রিকেটাররা: সালাহউদ্দিন
হালুয়াঘাটে ব্যবসায়ী নেতার ওপর সন্ত্রাসী হামলা, পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
সাবিনা-মনিকাদের ফ্রিজ উপহার দিলো ওয়ালটন
ময়মনসিংহে মাদক মামলায় ৩ আসামির যাবজ্জীবন কারাদন্ড
দুর্ঘটনায় আহত পরিচালক হিসাবকে দেখতে হাসপাতালে নোবিপ্রবি উপাচার্য
আইপিএলে খেলা নিয়ে ‘প্রত্যাশা সীমিত’ রিশাদের
অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ দেখাতে মহাপরিকল্পনা করা হয়েছে : প্রধান উপদেষ্টা
পশ্চিমা গণতন্ত্র, পুঁজিবাদী ব্যবস্থার দেউলিয়াত্ব রাষ্ট্র সংস্কারের কাঠামো হতে পারে না