আড়াই বছর পর শ্রীলঙ্কা দলে এম্বুলদেনিয়া
১৯ নভেম্বর ২০২৪, ০৬:৪৭ পিএম | আপডেট: ১৯ নভেম্বর ২০২৪, ০৬:৪৭ পিএম
স্পিনার লাসিথ এম্বুলদেনিয়া ও টপ-অর্ডার ব্যাটার ওশাদা ফার্নান্দোকে দীর্ঘদিন পর ফিরিয়ে এনে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
প্রায় আড়াই বছর পর জাতীয় দলে ফিরেছেন এম্বুলদেনিয়া। সর্বশেষ ২০২২ সালের জুনে গল-এ অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলেছেন তিনি। ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট অভিষেকের পর দেশের হয়ে শুধুমাত্র টেস্টই খেলেন এম্বুলদেনিয়া। ১৭ ম্যাচে ইনিংসে পাঁচবার পাঁচ এবং ম্যাচে একবার ১০ উইকেট নিয়েছেন তিনি। তার সর্বমোট শিকার ৭১ উইকেট।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন এম্বুলদেনিয়া। দুই ম্যাচের ঐ সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ২-০ ব্যবধানে হারিয়েছিলো শ্রীলঙ্কা। সিরিজে তিন ইনিংসে ২৩.৮৩ গড়ে ৬ উইকেট নিয়েছিলেন এই বাঁ-হাতি স্পিনার।
গত বছর মার্চে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন ওশাদা। ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকা সফরে অভিষেক হয়েছিলো তার। ঐ সিরিজে চার ইনিংসে ১টি হাফ-সেঞ্চুরিতে ১৩১ রান করেছিলেন। এখন পর্যন্ত ২১ ম্যাচে ১টি সেঞ্চুরি ও ৭টি হাফ-সেঞ্চুরিতে ১০৯১ রান করেছেন ওশাদা।
ওশাদা ও এম্বুলদেনিয়ার মতো দলে ফিরেছেন পেসার কাসুন রাজিথা। গত মার্চে বাংলাদেশ সফরে সিলেটে শ্রীলঙ্কার হয়ে সর্বশেষ টেস্ট খেলেছেন তিনি। এখন পর্যন্ত ১৮ টেস্ট খেলে ৫৫ উইকেট নিয়েছেন তিনি। ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকা সফরে ৯ উইকেট নিয়ে সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ শিকারি ছিলেন রাজিথা।
রাজিথার সাথে পেস আক্রমনে আরও আছেন আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা। সাথে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন মিলান রাজাপাকসে।
দলে জায়গা ধরে রেখেছেন গত সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া অফ-স্পিনার নিশান পেইরিস।
দল থেকে বাদ পড়েছেন অফ-স্পিনিং অলরাউন্ডার রমেশ মেন্ডিস। এ বছর মাত্র ১টি টেস্ট খেলেছেন তিনি। গল’এ নিউজিল্যান্ডের বিপক্ষে ঐ টেস্টে ৬ উইকেট নিয়েছিলেন রমেশ।
ব্যাটিং বিভাগে জায়গা ধরে রেখেছেন কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, পাথুম নিশাঙ্কারা।
আগামী ২৭ নভেম্বর থেকে ডারবানে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ৫ ডিসেম্বর শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শ্রীলঙ্কা তৃতীয় ও দক্ষিণ আফ্রিকা পঞ্চমস্থানে আছে।
শ্রীলঙ্কা টেস্ট দল: ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, দিমুথ করুনারত্নে, দীনেশ চান্ডিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুজ, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, ওশাদা ফার্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, প্রবাথ জয়াসুরিয়া, নিশান পেইরিস, লাসিথ এম্বুলদেনিয়া, মিলান রাজাপাকসে, আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা ও কাসুন রাজিথা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রুয়েটে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ৮ ফেব্রুয়ারী
মার্সেল ফ্রিজ কিনে গাড়ি পেলেন ঢাকার আনিসুর রহমান
বিএনপি ক্ষমতায় এলে গণমাধ্যম হবে মুক্ত বিহঙ্গের মতো : খোকন
শহীদদের রক্তের সঙ্গে যাতে বেঈমানি না হয়, সুষ্ঠু নির্বাচনে সর্বশক্তি দিয়ে চেষ্টা থাকবে : নতুন সিইসি
খালেদা জিয়াকে ১২ বছর সেনাবাহিনী থেকে দূরে রাখা হয়েছে : মির্জা ফখরুল
সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস ফিরে আনতে হবে -আল-কাউসার পরিষদ বাংলাদেশ
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে ছাত্র আন্দোলনের নেতাদের কুশল বিনিময়
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসি
শিখ নেতা হত্যা, মোদীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ কানাডার
দলীয় ভিত্তিতে প্রশাসন সাজিয়ে কেউ ক্ষমতায় আসতে পারবে না: এ এম এম বাহাউদ্দীন
আদানির সঙ্গে জড়িত মোদিও: রাহুল গান্ধী
আইসিসির প্রধান কৌঁসুলি ২৫ নভেম্বর ঢাকায় আসছেন
সোহেল-টুকু-হেলালসহ খালাস পেলেন বিএনপির ২২ নেতাকর্মী
ইরানে উদ্ভাবনে নারীদের অবদান ২৪ শতাংশের বেশি
প্রকাশায় ৯৩ শতাংশ নকল করেও পদোন্নতি পান রাবি অধ্যাপক সাহাল উদ্দিন
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই ঘন্টা পর লেবু বাগানে মিললো শিশুর লাশ
নাবালক ছাত্রের সঙ্গে জবরদস্তি যৌন সঙ্গম, ৩০ বছরের জেল শিক্ষিকার
সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রতিনিধি দলের অংশগ্রহণ
মার্কিন সংসদের নারী শৌচাগার ব্যবহার করতে পারবেন না রূপান্তরকামী এমপি
বাগেরহাটে হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড