অ্যান্টিগায় হাসান মুরাদের হ্যাটট্রিক, রান পেলেন ব্যাটসম্যানরা
২০ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২০ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম
প্রথম দিনের শেষ বিকেলে ক্রেইগ ব্র্যাথওয়েটকে তুলে নিয়েছিলেন হাসান মাহমুদ। দ্বিতীয় দিনের শুরুটা ভাসিয়ে নেয় বৃষ্টি। লম্বা বিরতির পর যতটুকু খেলা হয়েছে তাতে একচ্ছত্র প্রাধান্য বাংলাদেশের বোলারদের। তারমধ্যে হাসান মুরাদ হ্যাটট্রিক করে ঝলক দেখিয়েছেন। সিøপ থেকে সিলি মিড অনের মধ্যে তিন ফিল্ডার দাঁড়ালেন ব্যাটসম্যানকে ঘিরে। পরে লেগ সিøপেও একজনকে দাঁড় করালেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাটসম্যানকে চেপে ধরার এই আয়োজন মুরাদের হ্যাটট্রিকের জন্য। তবে কোনো ফিল্ডারকে প্রয়োজন হলো না টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা বাঁহাতি এই স্পিনারের। তার দারুণ একটি ডেলিভারি পিচ করে উইথ দ্য আর্ম ভেতরে ঢুকে ছোবল দিল ব্যাটসম্যানের প্যাডে। জোরাল আবেদনে একটু ভেবে আঙুল তুলে দিলেন আম্পায়ার। হ্যাটট্রিক!
আগের দুই উইকেট নিয়ে সেভাবে উদযাপনই করেননি মুরাদ ও বাংলাদেশ দলের কেউ। তবে প্রস্তুতি ম্যাচ হলেও হ্যাটট্রিক তো ভিন্ন ব্যাপার! এবার তাই মুরাদকে মধ্যমণি করে উদযাপন হলো খানিকটা। স্বীকৃত কোনো ম্যাচ নয় বলে এই হ্যাটট্রিক অবশ্য থাকবে না রেকর্ড বইয়ে। হ্যাটট্রিকের রেশ থাকতে থাকতেই ফুটবল নিয়ে মাঠে নেমে পড়লেন বাইরে থাকা লিটন কুমার দাস, জাকের আলিরা। যেটির মানে, ম্যাচের সমাপ্তি ওখানেই। শুধু মুরাদ নয়, বৃষ্টিবিঘিœত দিনে যতটুকু খেলা হলো, তাতে প্রস্তুতি খারাপ হলো না তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও অন্য বোলারদের।
অ্যান্টিগায় দুই দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে গতপরশু প্রথম দুই সেশন খেলাই হয়নি বৃষ্টির কারণে। পরে ২৫.৪ ওভার খেলা হয়। ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশ ৯ উইকেটে ৮৭ রান তোলার পর ড্র হয় ম্যাচ। ১.৪ ওভার বোলিং করে ১ রানে ৩ উইকেট নেন মুরাদ। তাসকিন ও হাসানের শিকার দুটি করে উইকেট, শরিফুল ইসলাম ও মিরাজের একটি করে।
আগের দিন শেষ বিকেলে শূন্য রানে আউট হয়েছিলেন ক্যারিবিয়ানদের এই ম্যাচের অধিনায়ক ও তাদের টেস্ট অধিনায়ক ব্র্যাথওয়েট। ১ উইকেটে ৫ রান নিয়ে তারা শুরু করে দ্বিতীয় দিন। বৃষ্টি শেষে খেলা শুরুর পর বাংলাদেশকে খুব একটা অপেক্ষা করতে হয়নি প্রথম উইকেটের জন্য। তাসকিনের ফুল লেংথ বল দ্বিতীয় সিøপে মিরাজের হাতে তুলে দেন জশুয়া ডর্ন। আগের দিন দারুণ ডেলিভারিতে ব্র্যাথওয়েটকে আউট করা হাসান আরেকটি উইকেট নিতেও খুব দেরি করেননি। পাঁচ সিøপ নিয়ে তিনি বোলিং করছিলেন জর্ডান জনসনের জন্য। ভেতরে ঢোকা দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড করে দেন বাঁহাতি ব্যাটসম্যানকে।
তাসকিনের দ্বিতীয় শিকার কিমানি মেলিয়াস। ২৩ রান করা ওপেনার তাসকিনের শর্ট ডেলিভারিতে আলতো পুল শটে বল তুলে দেন শর্ট মিড উইকেটে শরিফুলের হাতে। ওয়েস্ট ইন্ডিজের টেস্ট স্কোয়াডে থাকা টেভিন ইমলাখও ভালো কিছু করতে পারেননি। শরিফুলের ভেতরে ঢোকা ডেলিভারি না খেলে ছেড়ে দিয়ে ৬ রানে এলবিডবিøউ হন ডানহাতি এই ব্যাটসম্যান। টেস্ট স্কোয়াডে থাকা জাস্টিন গ্রিভস ও তরুণ ড্যানিয়েল বেকফোর্ড এরপর একটু লড়াইয়ের চেষ্টা করেন। বাংলাদেশের পেস সামাল দিয়ে ৪২ রানের জুটি গড়েন তারা।
বল হাতে নিয়ে প্রথম ডেলিভারিতেই এই জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। যদিও এখানে কৃতিত্ব বেশি ফিল্ডারের। মিরাজের প্রথম বলটিই সøগ করে তুলে মারেন ২০ রানে থাকা গ্রিভস। মিড উইকেট সীমানা থেকে অনেকটা দৌড়ে দুর্দান্ত ডাইভিং ক্যাচ নেন মাহমুদুল হাসান জয়। পরের ওভারেই মুরাদের হ্যাটট্রিক। ওভারের দ্বিতীয় বলে এলবিডবিøউ হন ১৯ রানে থাকা বাঁহাতি বেকফোর্ড। পরের বলটি তো কিছুই বুঝতে পারেননি নেভিন বিদেইজি। বল টার্ন করে বাঁহাতি ব্যাটসম্যানের ব্যাট-প্যাডের ফাঁক গলে আঘাত করে স্টাম্পে। পরের বলে শেইম হোল্ডারকে এলবিডবিøউ করে হ্যাটট্রিক পূর্ণ করেন মুরাদ। এরপরই ম্যাচ শেষের ইশারা করেন বাংলাদেশ কোচ ফিল সিমন্স।
দুদিনের এই প্রস্তুতি ম্যাচে আগের দিন ব্যাটিংয়ে খুব একটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ৭ উইকেটে ২৫৩ রান তুলে সফরকারীরা। টপ অর্ডারে কিছুটা সাবলীল খেরা মুমিনুল হক আউট হন ৩১ রান করে। তবে মিডল অর্ডারে দেখা যায় আস্থার ছবি। লিটন কুমার দাস (৩১), জাকের আলি (৪৮) ও মাহিদুল ইসলাম অঙ্কন (৪১) দেখা পান রানের। তিন ব্যাটসম্যানই স্বেচ্ছাবসরে যান অন্যদের সুযোগ দিতে।
প্রস্তুতি ম্যাচ শেষে এবার মূল লড়াইয়ের অপেক্ষা। দুই ম্যাচ সিরিজের প্রথমটি অ্যান্টিগায় শুরু শুক্রবার। তার আগে দুদিনের এই প্রস্তুতি ম্যাচটা খুব একটা
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
শহীদদের রক্তের সঙ্গে যাতে বেঈমানি না হয়, সুষ্ঠু নির্বাচনে সর্বশক্তি দিয়ে চেষ্টা থাকবে : নতুন সিইসি
খালেদা জিয়াকে ১২ বছর সেনাবাহিনী থেকে দূরে রাখা হয়েছে : মির্জা ফখরুল
সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস ফিরে আনতে হবে -আল-কাউসার পরিষদ বাংলাদেশ
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে ছাত্র আন্দোলনের নেতাদের কুশল বিনিময়
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসি
শিখ নেতা হত্যা, মোদীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ কানাডার
দলীয় ভিত্তিতে প্রশাসন সাজিয়ে কেউ ক্ষমতায় আসতে পারবে না: এ এম এম বাহাউদ্দীন
আদানির সঙ্গে জড়িত মোদিও: রাহুল গান্ধী
আইসিসির প্রধান কৌঁসুলি ২৫ নভেম্বর ঢাকায় আসছেন
সোহেল-টুকু-হেলালসহ খালাস পেলেন বিএনপির ২২ নেতাকর্মী
ইরানে উদ্ভাবনে নারীদের অবদান ২৪ শতাংশের বেশি
প্রকাশায় ৯৩ শতাংশ নকল করেও পদোন্নতি পান রাবি অধ্যাপক সাহাল উদ্দিন
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই ঘন্টা পর লেবু বাগানে মিললো শিশুর লাশ
নাবালক ছাত্রের সঙ্গে জবরদস্তি যৌন সঙ্গম, ৩০ বছরের জেল শিক্ষিকার
সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রতিনিধি দলের অংশগ্রহণ
মার্কিন সংসদের নারী শৌচাগার ব্যবহার করতে পারবেন না রূপান্তরকামী এমপি
বাগেরহাটে হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড
অন্তবর্তীকালীন সরকারের নির্দেশনা পালনের প্রত্যয় ব্যক্ত করলেন জিওসি
কুড়িগ্রামের উলিপুরে অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু
ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্ত থেকে দুই নারী উদ্ধার