ঢাকা   শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১
বোর্ডার-গাভাস্কার ট্রফি

হুঙ্কার দিয়ে মাঠে অস্ট্রেলিয়া-ভারত

Daily Inqilab স্পোর্টস ডেস্ক :

২২ নভেম্বর ২০২৪, ১২:১৩ এএম | আপডেট: ২২ নভেম্বর ২০২৪, ১২:১৩ এএম

ঘরের মাঠে বোর্ডার-গাভাস্কার ট্রফি পুনরুদ্ধারে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামছে অস্ট্রেলিয়া। পার্থে বাংলাদেশ সময় আজ সকাল ৮ টা ২০ মিনিটে শুরু হবে দুদলের লড়াই। গত কয়েক বছরে দারুণ সব সাফল্যের স্রোতে ভেসেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট। কিন্তু একটি জায়গায় তাদের শূন্যতা রয়েই গেছে। গত ১০ বছর বোর্ডার-গাভাস্কার ট্রফি জেতেনি অজিরা। শেষবার তারা এই ট্রফি জিতেছিলো ২০১৪-১৫ মৌসুমে। এবার অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্সের হাত ধরে বোর্ডার-গাভাস্কার ট্রফি ঘরে তুলতে চায় তারা। ভারতে ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার শিরোপা জয়ের এক বছর পূর্তি হলো মাত্রই। গত বছর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ভারতকে হারিয়ে ট্রফি জেতে তারা। ইংল্যান্ডে অ্যাশেজের চ্যালেঞ্জেও কামিন্সের দল ধরে রাখে ট্রফি। বছর তিনেক আগে টি-টোয়েন্টি বিশ্বকাপেও তারা চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু বোর্ডার-গাভাস্কার ট্রফির সবশেষ চার সিরিজেই জয়ী দলের নাম ভারত। এই সময়ে দুই দফায় অস্ট্রেলিয়ায় গিয়েও সিরিজ জিতে ফিরেছে ভারত। সবশেষ সফরে তো অধিনায়ক ভিরাট কোহলি প্রথম টেস্টের পর দেশে ফিরে গেলেও চোট-জর্জর জোড়াতালি দেওয়া দল নিয়েও স্মরণীয় সাফল্য পায় তারা। অথচ এই দুইবারের আগে অস্ট্রেলিয়ায় সিরিজ জয়ের স্বাদ ভারতীয় ক্রিকেটের ইতিহাসেই ছিল না। এবার দুই দল আবারও অপেক্ষায় মহারণের। বৃহস্পতিবার ম্যাচ পুর্ববর্তী সংবাদ সম্মেলনে প্যাট কামিন্স বলেন, ‘আমার মনে হয়, ড্রেসিং রুমের অর্ধেক সদস্যই বোর্ডার-গাভাস্কার ট্রফি জেতেনি। আমাদের জন্য তাই এটা শেষ একটি লক্ষ্য, যেটি পূরণ করার বাকি আছে। গত কয়েক বছরে অন্য প্রায় সব চ্যালেঞ্জেই আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছি এবং ভালো করেছি। আরও একটি বছর, আরেকটি অস্ট্রেলিয়ান গ্রীষ্মে সেটি করতে পারলে সবকিছু একটা পূর্ণতা পাবে। এটা দুই-তিন মৌসুমের ব্যাপার শুধু নয়, প্রায় অর্ধেক প্রজন্মের ব্যাপার। বিশ্বের সেরা দলগুলির একটি ভারতকে এখানে পেয়ে আমরা তাই দারুণ রোমাঞ্চিত।’ তবে ভারতের ক্রিকেটারদের প্রতিও সমীহের কমতি নেই কামিন্সের ‘আমাদের দলের প্রায় সবাই আইপিএলে খেলেছি এবং দেখেছি, নতুনরা কীভাবে এসে সরাসরিই মানিয়ে নেয়। ওরা এবার নিয়মিত দু-একজনকে পাচ্ছে না, তবে আমরা খুব ভালো করেই জানি, যাদেরকে তারা বেছে নেবে, তারা টেস্ট ক্রিকেট খেলার মতো যথেষ্টই ভালো।’ অস্ট্রেলিয়া দলেও আছে নতুন এক মুখ। পার্থ টেস্ট দিয়েই অভিষেক হবে ওপেনার ন্যাথান ম্যাকসুয়েনির। ডেভিড ওয়ার্নারের অবসরের পর চার টেস্টে ওপেন করেছেন স্টিভেন স্মিথ। সেই পরীক্ষা শেষে তিনি এখন ফিরছেন চেনা পজিশনে। ম্যাকসুয়েনি শুরু করছেন তার অধ্যায়। ওয়ার্নারের মতো অতটা আগ্রাসী নন ম্যাকসুয়েনি, খেলার ধরন পুরোই আলাদা। তাকে নিজের মতো খেলারই পরামর্শ দিলেন কামিন্স। এদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে বোর্ডার-গাভাস্কার ট্রফিটা নিজেদের কাছেই রাখতে চায় ভারত। অস্ট্রেলিয়ায় সবশেষ সিরিজে পর্যাপ্ত প্রস্তুতি নিতে না পারার আক্ষেপ করেছিলেন তৎকালীন অধিনায়ক বিরাট কোহলি। যদিও শেষ পর্যন্ত সিরিজ জিতেছিল ভারতই। তাই এবার সিরিজের আগে ম্যাচ অনুশীলনের দাবি তুলেছিলেন তিনি। তবে প্রস্তুতি নিয়ে দারুণ সন্তুষ্ট অধিনায়ক জাসপ্রিত বুমরাহ। একই সঙ্গে অস্ট্রেলিয়াকে তাদের মাঠে হারাতে আত্মবিশ্বাসী অধিনায়ক। পারিবারিক কারণে প্রথম টেস্টে ভারত পাচ্ছে না অধিনায়ক রোহিত শার্মাকে। তার জায়গায় নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক জাসপ্রিত বুমরাহ। অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি তো স্কোয়াডেই নেই চোটের কারণে। অনুশীলনে চোট পেয়ে প্রথম টেস্টে অনিশ্চিত শুবমান গিলও। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার অনুপস্থিতিতে গুরু দায়িত্ব পড়েছে বুমরাহর কাঁধে। এর আগে দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থাকলেও এবার পরিস্থিতি ভিন্ন। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়ার বিস্মৃতি এখনও তরতাজা। অস্ট্রেলিয়াকে হারিয়েই সেই স্মৃতি ভুলে যেতে চান তারা। এই সিরিজের জন্য দুই সপ্তাহ আগেই দেশটিতে পা রাখে দলটি। সেখানে রুদ্ধদ্বারে চলছিল অনুশীলন। যদিও কোহলিসহ দলের অনেকের দাবি ছিল ম্যাচ খেলে প্রস্তুতি নেওয়ার। তবে প্রস্তুতিতে কোনো ঘাটতি হয়নি বলেই জানান ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক। ম্যাচের আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে উঠে আসে ম্যাচ অনুশীলনের প্রসঙ্গে। তার উত্তরে অধিনায়ক বললেন, ‘আমাদের প্রস্তুতি ভালো হয়েছে, আমরা অনেকটা সময় আগেই এখানে চলে এসেছিলাম। আমরা ওয়াকায় ভালো সময় কাটিয়েছি। আমাদের দলে প্রচুর তরুণ ক্রিকেটার রয়েছে যারা প্রথমবার অস্ট্রেলিয়া সফর করছে। এর আগে আমরা যখন এখানে প্রথমবার এসেছিলাম তখন কম সময় পেয়েছিলাম প্রস্তুতির জন্য। তারপরও আমরাই সিরিজ জিতেছিলাম। আমরা সব সময় আত্মবিশ্বাসী। যখন যেখানেই খেলা হোক না কেন, প্রস্তুতির নিরিখে আমি এটা বলতে পারি আমরা ভালো জায়গায় রয়েছি। শুধু মানসিক ভাবে শুরু করার অপেক্ষা। আমরা এরজন্য প্রস্তুত, আশা করি সব ঠিক হবে। নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ার প্রসঙ্গে বুমরাহ বলেন, ‘আপনি যখন জয় পান তখনও আপনি পরের ম্যাচটা আবার শূন্য থেকে শুরু করেন, আবার তেমনি হারলেও তখন শূন্য থেকেই শুরু করতে হয়।’ ঘরের মাঠে হারের স্মৃতি ঘরেই রেখে এসেছেন বলে জানান বুমরাহ, ‘আমরা ভারতে হারের বোঝা কাঁধে করে নিয়ে আসেনি। হ্যাঁ, অবশ্যই আমরা নিউজিল্যান্ডের কাছে হার থেকে শিক্ষা নিয়েছি, তবে সেটা আলাদা পরিস্থিতি ছিল আর এখানে ফল আলাদা হবে।’


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

বাংলাদেশের বিপক্ষে যে একাদশ দিয়ে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
অনূর্ধ্ব-২০ দলের মেয়েদের সাফ প্রস্তুতি শুরু ২৯ নভেম্বর
এমন ‘চ্যালেঞ্জ’ জিততে মরিয়া মোহামেডান-কিংস
‘ডক্টর মঈন আলী’
আরও

আরও পড়ুন

বাংলাদেশের বিপক্ষে যে একাদশ দিয়ে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশের বিপক্ষে যে একাদশ দিয়ে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ

কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার কামালসহ তিনজন গ্রেফতার

কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার কামালসহ তিনজন গ্রেফতার

প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ

প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ

বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

গাজায় যুদ্ধবিরতি ছাড়া বন্দী বিনিময় হবে না : হামাস

গাজায় যুদ্ধবিরতি ছাড়া বন্দী বিনিময় হবে না : হামাস

শান্তিরক্ষা মিশন মোতায়েন করতে চায় জাতিসংঘ হাইতিতে

শান্তিরক্ষা মিশন মোতায়েন করতে চায় জাতিসংঘ হাইতিতে

চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক

চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক

পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না : সার্বিয়া

পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না : সার্বিয়া

ক্লাইমেট অর্থায়ন ইস্যুতে দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব

ক্লাইমেট অর্থায়ন ইস্যুতে দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব

লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

ট্রাম্পের অ্যাটর্নির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আটকে গেল

ট্রাম্পের অ্যাটর্নির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আটকে গেল

‘ফিলিস্তিনের পর ইরান, সউদী ও তুরস্ক হবে পরবর্তী টার্গেট’

‘ফিলিস্তিনের পর ইরান, সউদী ও তুরস্ক হবে পরবর্তী টার্গেট’

প্রতি বছর ৩ লাখ নথিবিহীন অভিবাসীকে বৈধতা দানের ঘোষণা স্পেনের

প্রতি বছর ৩ লাখ নথিবিহীন অভিবাসীকে বৈধতা দানের ঘোষণা স্পেনের

প্রেম-ভালোবাসা নিয়ে সবচেয়ে অসুখী দেশ জাপান-কোরিয়া

প্রেম-ভালোবাসা নিয়ে সবচেয়ে অসুখী দেশ জাপান-কোরিয়া

মুসলিম চিকিৎসক

মুসলিম চিকিৎসক

শীর্ষে দিল্লি

শীর্ষে দিল্লি

সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা

সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা

ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা

ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা

বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান

বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান