পাকিস্তানকে উড়িয়ে দিল জিম্বাবুয়ে
২৫ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম
লক্ষ্যটা নাগালেই রেখেছিলেন বোলাররা। কিন্তু ব্যর্থতার চরম প্রদর্শনী শুরু করলেন পাকিস্তানের ব্যাটাররা। লো স্কোরিং ম্যাচেও বৃষ্টি আইনে তাদের বিশাল ব্যবধানে হারল স্বাগতিক জিম্বাবুয়ে।
বুলাওয়েতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে রোববার পাকিস্তানকে ৮০ রানে হারিয়েছে জিম্বাবুয়ে। ২০৬ রান তাড়ায় পাকিস্তানের রান যখন ২১ ওভারে ৬ উইকেটে ৬০, তখন হানা দেয় বৃষ্টি। এরপর লম্বা সময় অপেক্ষা করেও আর খেলা শুরু করা সম্ভব হয়নি।
দলের জয়ের নায়ক ব্যাটে-বলে দারুণ অবদান রাখা সিকন্দার রাজা। কঠিন সময়ে ব্যাট হাতে ৩৯ রানের পর বল হাতে ৭ রানে নেন ২ উইকেট। একই ওভারে ২ উইকেট নিয়ে পাকিস্তানকে ধ্বসের মধ্যে ফেলে দেন এই স্পিনিং অলরাউন্ডার।
২০১৫ সালের অক্টোবরের পর ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে মূল ম্যাচে জিম্বাবুয়ের এটি প্রথম জয় এবং সব মিলিয়ে ৬৩ ম্যাচে ষষ্ঠ জয় (সুপার ওভারে জয়সহ)।
এই সংস্করণে দুই দলের সবশেষ দেখায় ২০২০ সালের নভেম্বরে রাওয়ালপিন্ডিতে মূল ম্যাচ ‘টাই’ হওয়ার পর সুপার ওভারে জিতেছিল জিম্বাবুয়ে।
পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয় থেকে স্রেফ এক জয় দূরে জিম্বাবুয়ে।
ব্যাটিং দূরহ উইকেটে কুইন্স স্পোর্টস ক্লাবে টসভাগ্যে হাসে পাকিস্তান। বল হাতেও তাদের শুরুটা মন্দ ছিল না। যদিও পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৬২ রান তোলে জিম্বাবুয়ে। এরপর আগা সালমান ও ফয়সাল আকরামের বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তাদের স্কোরবোর্ড হয়ে য়ায় ৭ উইকেটে ১২৫ রান।
এরপর রাজা ও রিচার্ড নাগারাভা মিলে গড়েন ৬৯ বলে ৬২ রানের জুটি। রাজাকে ফিরিয়ে জুটি ভাঙেন অভিষিক্ত ফয়সাল।
জিম্বাবুয়ে দুইশ পার করতে পারে মূলত নাগারাভার সৌজন্যে। এই লোয়ার অর্ডার ৫২ বলে করেন ব্যক্তিগত সর্বোচ্চ ৪৮ রান।
অভিষেকে ফয়সাল ৮ ওভারে ২৪ রানে নেন ৩ উইকেট। সালমান ৩ উইকেট নেন ৪২ রান খরচায়।
পাকিস্তানের হয়ে এদিন অভিষেক হয়েছে আরও দুই জনের। তাদের একজন পেসার আমের জামাল ৭ ওভারে ১ মেডেনসহ ৪২ রানে নেন ১ উইকেট। অভিষিক্ত অন্যজন হাসিবুল্লাহ খান। ব্যাটিংয়ে যিনি মাত্র ২ বল খেলে বোল্ড হন রাজার বলে।
জিম্বাবুয়ের হয়ে এদিন অভিষেক হয়েছে দুই জনের। দলের বিপদে ২০ বলে ২০ রান করেছেন তাদের একজন ব্রাইন বেনেত্তি। আরেক অভিষিক্ত ট্রেভর গোয়ান্দু ৫ বলে ৩ রানে অপরাজিত থাকেন।
লক্ষ্য তাড়ায় তৃতীয় ওভারে আব্দুল্লাহ শফিককে হারিয়ে পাকিস্তানের ব্যাটারদের আসা-যাওয়া শুরু। নিজের পরের ওভারে আরেক ওপেনার সাইম আয়ুবকেও কট বিহাইন্ড করেন ব্লেসিং মুজারাবানি।
এরপর কিছুটা সময় কাটান কামরান গুলাম। তিনি ফেরেন ২৮ বলে ১৭ রান করে কেন উইলিয়ামসের বলে কট বিহাইন্ড হয়ে। খানিক পর ২ বলের ব্যবধানে আগা সালমান ও হাসিবুল্লাহকে শিকারে পরিণত করেন রাজা। ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করে দলীয় ৫৮ রানে ষষ্ঠ ব্যাটার হিসেবে বিদায় নেন ইরফান খান।
৪৩ বলে ১৯ রানে অপরাজিত থেকে সতীর্থদের আসা-যাওয়া দেখেছেন দলপতি মোহাম্মদ রিজওয়ান। এদিন দলে ছিলেন না তাদের ব্যাটিংয়ের সবচেয়ে বড় নাম বাবর আজম।
রাজার মতো মুজারাবানি ও উইলিয়ামসও নেন ২টি করে উইকেট।
সিরিজের দ্বিতীয় ওয়ানডে একই মাঠে মঙ্গলবার।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে: ৪০.২ ওভারে ২০৫ (গাম্বি ১৫, মারুমানি ২৯, মায়ার্স ৮, আরভিন ৬, উইলিয়ামস ২৩, রাজা ৩৯, বেনেট ২০, মাভুটা ১, এনগারাভা ৪৮, মুজারাবানি ০, গোয়ান্ডু ৩*; জামাল ৭-১-৪২-১, হাসনাইন ৭.২-০-৪৩-১, সাইম ২-০-১২-০, সালমান ৯-০-৪২-৩, রউফ ৭-১-৩৬-১, ফয়সাল ৮-০-২৪-৩)
পাকিস্তান: ২১ ওভারে ৬০/৬ (সাইম ১১, শাফিক ১, কামরান ১৭, রিজওয়ান ১৯*, সালমান ৪, হাসিবউল্লাহ ০, ইরফান ৭, জামাল ০*; মুজারাবানি ৫-১-৯-২, এনগারাভা ৫-০-১৮-০, উইলিয়ামস ৬-০-১২-২, গোয়ান্ডু ২-০-১৪-০, রাজা ৩-০-৭-২)
ফল: ডিএলএস পদ্ধতিতে জিম্বাবুয়ে ৮০ রানে জয়ী
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে জিম্বাবুয়ে
ম্যান অব দা ম্যাচ: সিকান্দার রাজা
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
হাজীদের সর্বোত্তম স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন
শরীয়তপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মী সভা
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় সিকিউরিটি গার্ড নিহত
১৫ দিন রিমান্ড শেষে কারাগারে আব্দুর রাজ্জাক
লক্ষ্মীপুরে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৫০ জন
নির্বাচিত সরকারই দেশকে পুনর্গঠন করতে পারে : তারেক রহমান
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটিতে অচেনা ৭ জন
মৌলভীবাজারে কৃষি ও প্রযুক্তি মেলা শুরু
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মডেল উদ্ভাবন
ব্রহ্মপুত্রে অবৈধ ড্রেজার বসিয়ে চলছে বালু ব্যবসা
বাঘায় কৃষি শ্রমিককে গলা কেটে হত্যা
কেশবপুরে অবৈধ ইটভাটা বন্ধে বিভিন্ন দফতরে অভিযোগ
হামলার শিকার হয়েও মুখ খুলতে পারছে না বোয়ালমারীর বহু পরিবার
ইসলামী আন্দোলনের গণসমাবেশে আ.লীগ নিষিদ্ধের দাবি
বিপিএলের প্রথম দিনই মাঠে নামছে বসুন্ধরা-মোহামেডান
সাগরে মিলছে না আশানুরূপ ইলিশ হতাশায় মীরসরাইয়ের জেলেরা
পাকশী ডিভিশনে মালবাহী ট্রেনের আয় কমে গেছে : চলছে আয় বৃদ্ধির চেষ্টা
ভঙ্গুর শিক্ষাব্যবস্থা দ্রুত সংস্কার করবো
সৌন্দর্যবর্ধনে সংকুচিত হচ্ছে রাঙামাটি পৌরমাঠ
সীমান্তর লক্ষ্য এসএ গেমসের হ্যাটট্রিক স্বর্ণ জয়