আয়ুবের তৃতীয় দ্রুততম শতকে উড়ে গেল জিম্বাবুয়ে
২৬ নভেম্বর ২০২৪, ০৫:৫৭ পিএম | আপডেট: ২৬ নভেম্বর ২০২৪, ০৭:০২ পিএম
প্রথমে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিলেন অভিষিক্ত আরবার আহমেদ ও আগা সালমান। সহজ লক্ষ্যে পরে ব্যাট হাতে ঝড়ো শতক উপহার দিলেন সাইম আয়ুব। জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজে ফিরল পাকিস্তানও।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকদের ১০ উইকেটে হারিয়েছে সফরকারী দলটি। ১৪৫ রানের লক্ষ্য তারা পেরিয়ে যায় স্রেফ ১৮.২ ওভারেই।
৬২ বলে ১৭টি চার ও ৩ ছক্কায় অরাপজিত ১১৩ রানের ইনিংস খেলেন আয়ুব। ৪৮ বলে ৩২ রানে অপরাজিত থাকেন আরেক ওপেনার আব্দুল্লাহ শফিক।
এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা টানল পাকিস্তান।
৫৩ বলে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূর্ণ করেন আয়ুব, পাকিস্তানের হয়ে যা যৌথভাবে তৃতীয় দ্রুততম। ৩৭ বলে সেঞ্চুরি হাকিয়ে রেকর্ডটা সাবেক তারকা শহিদ আফ্রিদির। ৪৫ ও ৫৩ বলে সেঞ্চুরি করে পরের দুটি নামও আফ্রিদির।
এর আগে জয়ের ক্ষেত্র প্রস্তুত করেন দুই স্পিনার আবরার ও সালমান। ৮ ওভারে ২ মেডেনসহ ৩৩ রানে ৪ উইকেট নিয়েছেন লেগ স্পিনার আবরার। ওয়ানডে অভিষেকে তার চেয়ে বেশি উইকেট নিতে পারেননি দেশটির আর কেউ। জাকির খান, আব্দুল কাদির ও সারফরাজ নাওয়াজও নিয়েছিলেন ৪টি করে উইকেট।
৭ ওভারে ২৬ রানে ৩টি শিকার ধরেছেন সালমান।
টসে জিতে ব্যাটে নামা জিম্বাবুয়ে পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে তোলে ৫১ রান। এরপরই নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। দুজন খেলতে পারেন ত্রিশোর্ধো ইনিংস- তরুণ ব্যাটার ডিওন মেয়ার্স (৩০ বলে ৩৩) ও শেন উইলিয়ামস (৩৯ বলে ৩১)।
২৩ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর সর্বোচ্চ ৩৮ রানের জুটি আসে তৃতীয় উইকেটে। এসময় মেয়ার্স পাশে পান দলপতি কেইগ আরভিনকে (৩৫ বলে ১৮)। ৩২.৩ ওভারে তারা অলআউট হয়েছেন ১৪৫ রানে।
প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের ২০৫ রানের জবাবে ২১ ওভারে ৬ উইকেটে ৬০ রান করেছিল মোহাম্মদ রিজওয়ানের দল। ডিএলএস পদ্ধতিতে তারা হেরেছিল ৮০ রানে। এবার দেখা গেছে উল্টো চিত্র। কোনো উইকেট না হারিয়ে ১৯০ বল হাতে রেখে জয় তুলে নিয়েছে পাকিস্তান। এই সংস্করণে পঞ্চমবার কোনো উইকেট না হারিয়ে জয়ের স্বাদ পেল দলটি।
একই মাঠে সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডে আগামী বৃহস্পতিবার।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে: ৩২.৩ ওভারে ১৪৫ (গাম্বি ৫, মারুমানি ৪, মায়ার্স ৩৩, আরভিন ১৮, উইলিয়ামস ৩১, রাজা ১৭, বেনেট ১৪, মাভুটা ৩, এনগারাভা ২, মুজারাবানি ১১, গোয়ান্ডু ১*; জামাল ৪-১-২৪-০, আবরার ৮-২-৩৩-৪, রউফ ৪-০-২৬-০, সালমান ৭-০-২৬-৩, সাইম ৪-০-১৬-১, ফাইসাল ৫.৩-০-১৯-১)
পাকিস্তান: ১৮.২ ওভারে ১৪৮/০ (সাইম ১১৩*, শাফিক ৩২*; মুজারাবানি ৫-০-৩০-০, এনগারাভা ৩-০-১৭-০, গোয়ান্ডু ২-০-২৪-০, রাজা ৪.২-০-৩০-০, মাভুটা ৪-০-৪৭-০)
ফল: পাকিস্তান ১০ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: সাইম আইয়ুব
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ১-১ সমতা
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কোটা পূরণে হজ নিবন্ধনের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করুন
আইপিএলের দশ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড (দামসহ)
আতঙ্ক নয়, পুলিশ হবে জনগণের শেষ ভরসাস্থল - জিএমপি পুলিশ কমিশনার
শাহজালাল বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকবে কি না জানা যাবে কাল
আতিফের কনসার্টে সাইবার হামলা,আটক হয়েছে অপরাধী
চট্টগ্রামে মসজিদে ইসকন সমর্থকদের হামলা-ভাঙচুর
বগুড়ায় পুলিশ কনস্টেবল পরীক্ষায় প্রক্সি দেওয়া ১৬ গ্রেপ্তার
তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক
ইসকন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে বিদেশের হস্তক্ষেপের ক্ষেত্র তৈরি করছে
ইসকনের আন্দোলনে দেশি-বিদেশি ইন্ধন রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাষ্ট্রপক্ষের আইনজীবী হত্যার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ
মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের তাফসিরুল কুরআন মহাসম্মেলন আগামী শনিবার
ভালো নিয়ত থাকলে, ভালো কিছু করতে পারব আমরা- সিলেটে তারেক রহমান
ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, শনাক্ত ৯৯০
সংস্কার করতে করতে আসল বিষয় যেন হারিয়ে না যায় - গয়েশ্বর চন্দ্র রায়
চিন্ময়ের মুক্তির দাবীতে সিলেট সনাতনীতের কর্মসূচী : নৈপথ্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তৎপরতা
কোনো উসকানিতে সাড়া না দেওয়ার আহ্বান জানালেন উপদেষ্টা আসিফ
পাকিস্তানে সংঘর্ষ, ৪ নিরাপত্তা সদস্যসহ নিহত ৫
আদানির গ্রেপ্তারের দাবিতে বিহার বিধানসভার সামনে বিক্ষোভ
কুষ্টিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী যুবকের মৃত্যু