রেকর্ড গড়া জয়ে উইন্ডিজকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
২০ ডিসেম্বর ২০২৪, ০৯:৪১ এএম | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪, ১০:০১ এএম
জাকের আলির ক্যারিয়ার সেরা ঝড়ো ইনিংসে বড় সংগ্রহ পেল দল। পরে বল হাতে জ্বলে উঠলেন তাসকিন আহমেদ, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেনরা। শেষ টি-টোয়েন্টিতেও বিশাল ব্যবধানে জিতে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ছাড়ল বাংলাদেশও।
কিংস্টনে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের ৮০ রানে হারিয়েছে টাইগাররা। টি-টোয়েন্টিতে আইসিসি পূর্ণ সদস্য দেশের বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে বড় জয় এটি। গত বছর মার্চে চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে ৭৭ রানে জিতেছিল বাংলাদেশ। টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে সেটাই ছিল সবচেয়ে বড় জয়।
প্রথম দুই ম্যাচ জিতে আগেই ওয়েস্ট ইন্ডিজে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছিল লিটন দাসের নেতৃত্বাধীন দলটি। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এই প্রথম ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাইয়ের স্বাদ পেল বাংলাদেশ ক্রিকেট। টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্রয়ের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়েছিল বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজে সেই শোধটা তুলে নিল টাইগাররা।
নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ দাঁড় করায় ৭ উইকেটে ১৮৯ রান। ৪১ বলে ৩ চার ও ৬ ছক্কায় অপরাজিত ৭২ রান করেন জাকের। দ্বিতীয় সর্বোচ্চ ২১ বলে ৩৯ রান পারভেজের। ২৩ বলে ২৯ রান করেন মিরাজ।
জবাবে ১৬.৪ ওভারে ১০৯ রানে গুটিয়ে যায় শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ। তিন উইকেট নেন রিশাদ। দুটি করে নেন মেহেদি ও তাসকিন।
নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ব্যাটিং ও বোলিংয়ের বড় দুই ভরসা তাওহিদ হৃদয় ও মুস্তাফিজুর রহমানকে ছাড়া সিরিজটি খেলেছে বাংলাদেশ। ওয়ানডেতে হোয়াইটওয়াশড হওয়ার পর দল ছিল কোণঠাসা। সেখান থেকে বিস্ফোরক ব্যাটসম্যানে ঠাসা দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ; সত্যিকার অর্থেই দারুণ কিছু।
বল হাতেও শুরুটা দুর্দান্ত হয় বাংলাদেশের। ২ ওভারে ৭ রানে উইন্ডিজ হারায় ২ উইকেট। ইনিংসের দ্বিতীয় বলেই ব্রান্ডন কিংকে এলবিডব্লিউ করেন তাসকিন আহমেদ। পরের ওভারে অভিষিক্ত জাস্টিন গ্রেভসকে লং অনে ক্যাচ বানান শেখ মেহেদি হাসান।
এরপর জুটি গড়ার চেষ্টা করে উইন্ডিজ। এই জুটিও ভাঙেন সিরিজে দারুণ ছন্দে থাকা মেহেদি। নিচু হয়ে আসা বলে গায়ের জোরে লেগে ঘুরানোর চেষ্টায় বোল্ড হয়ে যান পুরান। ভাঙে ২৪ বল স্থায়ী ৩৮ রানের জুটি। ১০ বলে দুই চার ও এক ছক্কায় ১৫ রান করেন পুরান।
রস্টন চেইসকে রানের খাতা খুলতে দেননি হাসান মাহমুদ। একই ওভারে ুরিশাদ হোসেন সরাসরি থ্রোয়ে রান আউট জনসন চার্লস। ১৮ বলে চারটি চারে ২৩ রান করেন এই ওপেনার।
খানিক পর রিশাদের বলে উইকেটের পিছনে ক্যাচ দেন শুরু থেকেই নড়বড়ে থাকা রভম্যান পাওয়েল। ১২ বলে অধিনায়ক করেন ২ রান। ৯.৫ ওভারে ৬০ রানে তাকেও হারিয়ে মহাবিপদে পড়ে স্বাগতিকরা।
রোমারিও শেফার্ড ও গুডাকেশ মোটির ২৬ বলে ৩৫ রানের জুটি জয়ের সম্ভাবনা জাগাতে পারেনি। মোটিকে লং অফে ক্যাচ বানিয়ে জুটি ভাঙেন রিশাদ। একই ওভারে আলজারি জোসেফকে এক্সট্রা কাভাবে হাসানের হাতে ক্যাচ বানান এই লেগ স্পিনার।
পরের ওভারে শেষ বাধা শেফার্ডকে শিকারে পরিণত করেন তানজিম হাসান সাকিব। ২৭ বলে ৩ ছক্কা ও ১ চারে সর্বোচ্চ ৩৩ রান করেন শেফার্ড।
এরপর ছিল বাংলাদেশের উৎসব শুরুর অপেক্ষা। পরের ওভারে ওবি ম্যাককয়কে বোল্ড করে সেই উপলক্ষ্য এনে দেন তাসকিন।
এর আগে টসে জিতে ব্যাট বেছে নেওয়া বাংলাদেশ বড় সংগ্রহ পায় মূলত জাকেরের শেষের ঝড়ে। শেষ ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৩ রান তোলে বাংলাদেশ। এর মধ্যে জাকেরের অবদান ৩৫ বলে ৬৮। ১৫ ওভারে ছিল ৫ উইকেটে ১১৪ রান। এরপর শুরু হয় জকের শো। শেষ ওভারে ৩ ছক্কায় তোলেন ২৫ রান।
বাংলাদেশের ইনিংসে ছক্কা ১০টি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ। চলতি সিরিজেই ৯ ছক্কা ছিল আগের সর্বোচ্চ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১৮৯/৭ (লিটন ১৪, পারভেজ ৩৯, তানজিদ ৯, মিরাজ ২৯, জাকের ৭২*, শামীম ২, মেহেদি ২, তানজিম ১৭, রিশাদ ০*; সিলস ২-০-১৮-০, শেফার্ড ৪-০-৩০-২, জোসেফ ৪-০-৫৯-১, চেইস ৪-০-১৫-১, মোটি ৩-০-৩০-১, ম্যাককয় ৩-০-৩৫-০)
ওয়েস্ট ইন্ডিজ: ১৬.৪ ওভারে ১০৯ (কিং ০, চার্লস ২৩, গ্রেভস ৬, পুরান ১৫, চেইস ০, পাওয়েল ২, শেফার্ড ৩৩, মোটি ১২, জোসেফ ১, ম্যাককয় ৪, সিলস ৪*; তাসকিন ৩.৪-০-৩০-২, মেহেদি ৩-০-১৩-২, তানজিম ৩-০-৩১-১, হাসান ৩-০-৯-১, রিশাদ ৪-০-২১-৩)
ফল: বাংলাদেশ ৮০ রানে জয়ী।
ম্যাচসেরা: জাকের আলি।
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে বাংলাদেশ ৩-০তে জয়ী।
সিরিজসেরা: মেহেদি হাসান।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ফরিদপুরে মোটরসাইকেল পাল্লায় নিহত-১ আহত ২
বিশ্ব ইজতেমা ময়দানে মুসল্লিদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
ফরিদপুরে বিদেশি পিস্তলসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
বারভিডা নির্বাচন কাল ২১ ডিসেম্বর
বিশ্বব্যাংক থেকে ১১৬ কোটি ডলার ঋণের অনুমোদন পেলো বাংলাদেশ
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারী নিহত
টেস্ট ও ওয়ানডে সিরিজ থেকে আত্মবিশ্বাস পেয়েছি: লিটন
হাজী আব্দুর রশীদ আহলুল মোহাব্বাহ ইউকের উপদেষ্টা মনোনীত
মহেশপুর সীমান্ত দিয়ে পালানোর সময় ভারতীয় নাগরিক আটক
শিবগঞ্জ সীমান্তে মালিকবিহীন ৩১টি ভারতীয় মোবাইল ফোন উদ্বার
ক্রিপ্টো চুরিতে শীর্ষে উত্তর কোরিয়ার হ্যাকাররা
কুমিল্লায় মেঘনা এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত
খুনি হাসিনার শেষ ৫ বছরে ১৬ হাজারের বেশি হত্যাকাণ্ড, দৈনিক ৯ জন
রোববার বাজারে আসছে ‘আমার দেশ’ পত্রিকা
হিলিতে বিজিবি দিবসে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবির
জামায়াতের ২ মন্ত্রীর বিরুদ্ধে কেউ অণুবীক্ষণ যন্ত্র দিয়েও দুর্নীতি প্রমাণ করতে পারেনি: ডা. শফিকুর রহমান
ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সঙ্গে সমঝোতায় রাজি পুতিন
সউদীতে তাপমাত্রা নেমেছে মাইনাস ৩ ডিগ্রিতে, হচ্ছে তুষারপাত
সিরিয়ায় মার্কিন প্রতিনিধি দলের ঐতিহাসিক সফর
ঝিনাইদহে যৌথ বাহিনীর অভিযানে ৩ আগ্নেয়াস্ত্র উদ্ধার