উইলিয়ামসের পর তিন অঙ্কে আরভিন ও বেনেট, জিম্বাবুয়ের রেকর্ড
২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৪২ পিএম | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৪ পিএম
আগের দিনের সেঞ্চুরি ইনিংসটা এদিন খুব একটা টেনে নিতে পারলেন না শেন উইলিয়ামস। তবে তার দেখানে পথ ধরে তিন অঙ্কের দেখা পেলেন ক্রেইগ আরভিন ও ব্রয়ান বেনেট। আফগানিস্তানের বোলারদের নিয়ে ছেলেখেলা করে রেকর্ড সংগ্রহ গড়েছে জিম্বাবুয়েও।
বুলাওয়েতে বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিন চা বিরতির ঠিক আগে ১৩৫.২ ওভারে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। তার আগে স্কোরবোর্ডে জমা করে ৫৮৬ রানের রেকর্ড সংগ্রহ। জবাবে ২ উইকেটে ৯৫ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে আফগানিস্তান। প্রথম ইনিংসে হাতে ৮ উইকেট নিয়ে এখনও তারা ৪৯১ রানে পিছিয়ে।
টেস্টে জিম্বাবুয়ের আগের সর্বোচ্চ ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ২০০১ সালে হারারেতে ৯ উইকেটে ৫৬৩ রান তুলে ইনিংস ঘোষণা প্রায়াত হিথ স্ট্রিকের নেতৃত্বাধীন দল।
উইলিয়ামসের ১৫৪ রানের পর আরভিন ১০৪ রান করেন। অপরাজিত ১১০ রানের ইনিংসে সেঞ্চুরি উৎসবে নাম লেখান বেনেটও। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি ইনিংসটি তিনি সাজান ১২৪ বলে ৫ চার ও ৪ ছক্কায়।
৪ উইকেটে ৩৬৩ রান নিয়ে দিন শুরু করে জিম্বাবুয়ে। ১৪৫ রানে শুরু করা উইলিয়ামস আউট হন দিনের ষষ্ঠ ওভারেই, ১৭৪ বলে ১০ চার ও ৩ ছক্কায় ১৫৪ রান করে।
আরভিন-উইলিয়ামসের ২১২ বলে ১৬৩ রানের জুটি বিচ্ছিন্ন হওয়ার পর বেনেটকে নিয়ে ১১৯ বলে ৮২ রান যোগ করেন আরভিন। ৫৬ রান নিয়ে দিন শুরু করা অধিনায়ক ১৬৭ বলে পূর্ণ করেন ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি।
১৭৬ বলে ১০০ চারে ১০৪ রান করে তার বিদায়েই ভাঙে জুটি। জিয়া-উর০রহমানের একই ওভারে এক বল পরে আউট হন ব্রেন্ডন মাভুতাও। তবে শেষ তিন ব্যাটারকে নিয়ে যথাক্রমে ৪১, ৪২ ও ৩৮ রানের জুটি গড়েন বেনেট। সেখানে নিউমান নায়াম্বুরি (৩৮ বলে ২৬) ও ব্লেসিং মুজারাবানির অবদানও কম নয়।
এই দুজন আউট হওয়ার পর হুমকির মুখে পড়ে বেনেটের সেঞ্চুরি। কিন্তু শেষ এসে তাকে দারুণ সঙ্গ দেন ট্রেভর গুয়ান্দু। শেষ উইকেটে ২৫ বলে ৩৮ রানের জুটিতে তার অবদান ৯ বলে ৩। টি-টোয়েন্টি মেজাজে ব্যাট চালিয়ে ১২১ বলে সেঞ্চুরি তুলে নেন বেনেট। জিম্বাবুয়েও পায় রেকর্ড সংগ্রহ।
অভিষিক্ত আল্লাহ মোহাম্মদ গাজানফার ১২৭ রানের খরচায় নেন ৩ উইকেট। দুটি করে নেন নাভিন জাদরান, জহির খান ও জিয়-উর-রহমান।
জবাবে দ্বিতীয় ওভারেই অভিষিক্ত সেদিকুল্লাহ আতালকে হারানো আফগানিস্তানকে কিছু দূর টেনে নেন আব্দুল মালিক ও রহমত শাহ।৫৫ বলে ২৩ রান করা মালিকের বিদায়ে ভাঙে দ্বিতীয় উইকেটে ৬৩ রানের জুটি। এরপর অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদিকে নেয় দিনের বাকি সময় পার করেন রহমত। ৯৫ বলে ৪৯ রানে রহমত ও ২৪ বলে ১৬ রানে শাহিদি ব্যাট করছেন।
সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ১৩৫.২ ওভারে ৫৮৬ (আগের দিন ৩৬৩/৪) (উইলিয়ামস ১৫৪, আরভিন ১০৪, বেনেট ১১০*, মাভুটা ০, নিয়ামহুরি ২৬, মুজারাবানি ১৯, গুয়ান্ডা ৩; নাভিদ ২৩-১-১০৯-২, ওমারজাই ১৯-১-৬৬-১, গাজানফার ৩০.২-৩-১২৭-৩, জাহির ২৮-০-১২৭-২, জিয়া ২৬-২-১০১-২, মালিক ৬-১-২৩-০, শাহিদি ৩-০-১৬-০)
আফগানিস্তান ১ম ইনিংস: ৩০ ওভারে ৯৫/২ (সেদিকউল্লাহ ৩, মালিক ২৩, রেহমাত ৪৯*, শাহিদি ১৬*; মুজারাবানি ৮-৩-১৫-১, গুয়ান্ডা ৪-০-১৬-১, নিয়ামহুরি ৪-০-১৫-০, উইলিয়ামস ৮-১-২৫-০, মাভুটা ৪-০-১৮-০, বেনেট ২-০-৩-০)
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রামগতিতে কৃষকের ধান পুড়িয়ে দিল দুর্বৃত্তরা
পানামা খাল নিয়ে ট্রাম্পের অভিযোগ অমূলক : জোসে রাউল মুলিনো
৫৫ লাখ টাকা নিয়ে উধাও বিকাশের ডিএসও ইমরান গ্রেপ্তার
কোন সুদী সরকারই আর চাই না: অধ্যাপক মজিবুর রহমান
টিকটক নিষেধাজ্ঞা ঠেকাতে সুপ্রিম কোর্টে ট্রাম্পের আবেদন
কুষ্টিয়ায় বিএনপির কর্মীসভায় দলীয় নেতার মতো বক্তব্য দিয়ে ভাইরাল ওসি
পাকিস্তান-তালেবান সম্পর্কে শীতলতা, ইতিহাস থেকে বর্তমান
কটিয়াদীতে অপহরণের ৫ দিন পর শিশুর লাশ উদ্ধার
বিকিনি নয় মনোকিনি পরে অভিনেত্রীর স্কাই ড্রাইভিং
বিমানবন্দর থানায় যোগ দিলেন নারী ওসি
চাকরিবিধি লঙ্ঘনের দায়ে আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : নাহিদ ইসলাম
সোমালিয়ায় নতুন মিশন অনুমোদন ইউএন-এর
জাসদ নেতা ও সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম মিন্টু অস্ত্রসহ গ্রেপ্তার
নতুন বছরের বন্দি বিনিময়ের আশায় ইউক্রেন
রামগতি-কমলনগরে চলছে ৫৮ টি অবৈধ ইটভাটা সংবাদ প্রকাশের পরও টনক নড়েনি প্রশাসনের
সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিষিদ্ধ করে যা জানালো প্রধান উপদেষ্টার প্রেস উইং
সদরপুরে হেরোইনসহ দুই যুবক আটক
নিউইয়র্কে কারাগারে বন্দি হত্যার ভিডিও প্রকাশ, তদন্ত শুরু
জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়-হারুনুর রশিদ
সড়ক দুর্ঘটনায় পবিপ্রবির উপপরিচালকের মৃত্যু