মাশরাফি খেলবেন ‘পরিস্থিতি’ বুঝে
২৯ ডিসেম্বর ২০২৪, ১২:১৩ এএম | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪, ১২:১৩ এএম
সিলেট স্ট্রাইকার্সের পথচলায় শুরু থেকেই জড়িয়ে আছে মাশরাফি বিন মুর্তজার নাম। তিনিই আগে নেতৃত্ব দিয়েছেন দলটির। এবার ড্রাফট থেকে মাশরাফিকে স্কোয়াডে নিলেও তার খেলা টুর্নামেন্ট শুরুর দুদিন আগেও নিশ্চিত হয়নি। কেন অনিশ্চয়তা নিয়ে অপেক্ষার কারণ হিসেবে দলটির প্রধান কোচ ফিটনেসের কথা বললেও তা পুরো বিষয়টি থেকে গেছে অস্পষ্ট।
আগামীকাল থেকে শুরু হবে বিপিএল, পরদিনই সিলেট তাদের প্রথম ম্যাচ খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে। গতকাল তাই মিরপুর একাডেমি মাঠে অনুশীলন করেছে দলটি। সব ক্রিকেটার থাকলেও এই অনুশীলনে ছিলেন না মাশরাফি। গণমাধ্যমকে কোচ ইমন বলেন, ‘আমাদের স্কোয়াডের অবস্থা- স্থানীয় সবাই ছিল অনুশীলনে। নিলাম থেকে যাদের নিয়েছি তারা সবাই এভেইলেবল ছিল শুধু মাশরাফি ছাড়া। আর আমাদের বিদেশি খেলোয়াড় আজকে (গতকাল) দুজন ছিল, দুজন ইতোমধ্যে হোটেলে চলে এসেছে। বাকিরা অন দ্য ওয়ে।’
মাশরাফি সর্বশেষ মাঠে নেমেছিলেন এ বছরের এপ্রিলে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে এরপর আর জনসমক্ষে দেখা যায়নি তাঁকে। একাদশ ও দ্বাদশ সংসদে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ছিলেন তিনি। সংসদ সদস্য থাকা অবস্থায়ই জাতীয় দল, ঘরোয়া ক্রিকেট ও বিপিএল চালিয়ে গেছেন। আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর মাশরাফিকে প্রকাশ্যে দেখা না গেলেও অক্টোবরে বিপিএল প্লেয়ার্স ড্রাফট থেকে তাঁকে দলে ভেড়ায় সিলেট স্ট্রাইকার্স। বিপিএলের সর্বশেষ দুই আসরে এই ফ্রাঞ্চাইজিতে ছিলেন তিনি। ড্রাফটের সময়ও মাশরাফিকে নিয়ে সিলেট আশাবাদী হলেও এখন পাওয়া যাচ্ছে ভিন্ন ইঙ্গিত। মাশরাফির খেলার সম্ভাবনা নিয়ে জিজ্ঞাসা করা হলে কোচ ইমনের বক্তব্য- ‘কথাবার্তা চলছে। কিন্তু পরিস্থিতির ওপর নির্ভর করছে।’
ফিটনেসের কারণ বোঝা গেলেও আলাদা করে ‘পরিস্থিতি’ শব্দের উপর জোর দিয়ে ইমন ইঙ্গিত দেন অন্য কিছুর দিকে। জানা গেছে, রাজনৈতিক কারণেই সাকিব আল হাসানের মতন মাশরাফির বিপিএল খেলাও পড়েছে অনিশ্চয়তায়। দুজনেই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাংসদ ছিলেন। দল ক্ষমতা হারানোর পর তাদেরকে একাধিক মামলায় আসামী করা হয়েছে। এই অবস্থায় বেশ কিছুদিন ধরেই প্রকাশ্যে আসছেন না মাশরাফি। অনুশীলনের বাইরে থাকায় ফিটনেস ঠিক থাকা স্বাভাবিকভাবেই কঠিন। তবে মাশরাফিকে নিয়ে এখনো হাল ছাড়তে চায় না সিলেট। তার জন্য আরও অপেক্ষা করা হবে জানিয়েছেন দলটির কোচ, ‘যতক্ষণ পর্যন্ত ও ফিট হবে না খেলার জন্য, আমরা মনে করি ততদিন পর্যন্ত আমরা বিবেচনায় আনবো না ওকে। আমরা ওর জন্য অপেক্ষা করবো। এটা ওর কল। ও যখনই বলবে খেলার জন্য তৈরি আছে। তারপরও একটা নির্দিষ্ট সময় আছে। যখন আর সময় থাকবে না। তখন ওই জায়গায় আমরা অন্য খেলোয়াড় ডাকবো।’
মাশরাফিকে নিয়ে অনিশ্চয়তার মতন এখনো অধিনায়ক নিয়েও সিদ্ধান্তহীনতায় সিলেট। টুর্নামেন্টের দুদিন আগেও কাকে নেতৃত্বের ভার দিবে তারা তা ঠিক করতে পারেনি। সেটা নিয়ে সভা করার কথা বললেন ইমন, ‘অধিনায়ক আমাদের এখনও সিদ্ধান্ত হয়নি। আজকে আমাদের মালিকসহ কোচিং স্টাফদের মিটিং আছে। আজকেই (গতকাল) ঘোষণা করবো।’ গতকাল সন্ধ্যায় রিপোর্টটি লেখা পর্যন্ত সেই নামটি জানা যায়নি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
চীনা রাষ্ট্রদূতের সাথে এবি পার্টি নেতৃবৃন্দের সাক্ষাৎ ও মতবিনিময়
আওয়ামী ফ্যাসিস্ট রাজনীতিকে চূড়ান্তভাবে কবর দিতে হবে: হাসনাত
বিজয়নগরে দুইটি দোকান পুড়ে ছাই
সব দল, সব ধর্ম একত্রিত হয়ে দেশটাকে ফুলের বাগান বানাতে চাই: ডা. শফিকুর রহমান
সিসিইউতে চিত্রনায়িকা অঞ্জনা রহমান
মতলবে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে ৩ টি ড্রেজার-বাল্কহেডসহ ১৩ জন আটক
মেহেরপুরের মুজিব নগরে যত্রতত্র অবৈধ ইটভাটা! নেই প্রশাসনের নজরদারী
‘বাংলাদেশ আজ রূপান্তরের সন্ধিক্ষণে দাঁড়িয়ে’
নগরবাসিকে পানিতে কষ্ট দিতে সরকারবিরোধী চক্র সক্রিয়
বিপিএল সফল করার দায়িত্ব খেলোয়াড়দেরও: তামিম
এসিআই লিমিটেড ২০ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে
কক্সবাজারের পর্যটনকে প্রমোট করলে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে
আফ্রিদি এখন ঢাকায়
বৃষ্টির বাধায় বুলাওয়ায়ো টেস্ট
হাটহাজারীতে ইটভাটায় অভিযান দুই লক্ষ টাকা জরিমানা
ইসলামী আন্দোলন নেতা আলতাফ হোসাইনের বড় ভাইয়ের ইন্তেকালে ঢাকা মহানগর নেতৃবৃন্দের শোক
রাষ্ট্র সংস্কারের ৩১ দফার মাধ্যমে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারব : আমিনুল হক
ইসলামী আন্দোলন নেতা আলতাফ হোসাইনের বড় ভাইয়ের ইন্তেকালে ঢাকা মহানগর নেতৃবৃন্দের শোক
বিশ্বনাথে কানাডা প্রবাসীকে মোবাইল ফোনে চাঁদা দাবি : না দিলে হত্যার হুমকি
মেহেরপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃত্বে বিভিন্ন গ্রামে ৩১দফা দাবি নিয়ে লিফলেট বিতরণ