ফিরে দেখা ২০২৪: তারুণ্যের জয়োৎসব এবং বিসিবির নতুন পথচলা
২৯ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৫ পিএম | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৫ পিএম
পুরুষ দলের মতো ২০২৪ সালটি হতাশায় কেটেছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। এ বছরকে সাফল্যে রঙীন করতে পারেনি নারীরা। তবে এশিয়া কাপের শিরোপা জিতে অনূর্ধ্ব-১৯ দলের যুবারা আবারও ক্রিকেট পাগল জাতিকে আনন্দে ভাসিয়েছে। গত বছরের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানের বড় ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়েছিলো যুবারা। এবার ফাইনালের মঞ্চে ভারতকে ৫৯ রানে হারিয়ে শিরোপা ধরে রাখে বাংলাদেশ।
সাংগঠনিক দিক থেকে আওয়ামী লীগ সরকার পতনের পর বড় ধরনের সংস্কারের মধ্য দিয়ে গিয়েছে বাংলাদেশের ক্রিকেট। বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হয়ে দেশের ক্রিকেট থেকে দুর্নীতি দূর করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন ফারুক আহমেদ।
অনূর্ধ্ব-১৯ দলের এশিয়া কাপের শিরোপা অক্ষুন্ন:
বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হলেও, টানা দ্বিতীয়বারের মতো এশিয়া কাপ জিতে বছরের শুরুর হতাশাকে মুছে ফেলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। পুরো আসরেই ব্যাট-বল হাতে আলো ছড়িয়েছে যুবারা। সেমিফাইনালে পাকিস্তানকে হারানোর পর ফাইনালে ভারতকে বিধ্বস্ত করে বাংলাদেশ।
বাংলাদেশ নারী দলের ব্যর্থতা:
পারফরমেন্স বিবেচনায় এ বছরটি হতাশায় কেটেছে বাংলাদেশ নারী দলের। এর মাঝেও বছরের শেষের দিকে নারী ক্রিকেটারদের বেতন বৃদ্ধি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বছর দু’টি ওয়ানডে সিরিজে অংশ নিয়ে ১টিতে জয় ও ১টিতে হারে নারীরা। ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হবার পর আয়ারল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারায় বাংলাদেশ।
এ বছর তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলে সবগুলোতেই হারের স্বাদ পায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার কাছে ৩-০, ভারতের কাছে ৫-০ এবং আয়ারল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে সিরিজ হারে টাইগ্রেসরা।
এছাড়াও চলতি বছর এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলেছে বাংলাদেশ। যেখানে তাদের পারফরমেন্স ছিল আরও হতাশাজনক। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে মাত্র তিনটি ম্যাচ জিতেছে বাংলাদেশ। শীর্ষস্থানীয় কোন দলকে হারাতে পারেনি তারা। দলের তিনটি জয় এসেছে থাইল্যান্ড ও মালয়েশিয়া (এশিয়া কাপ) এবং স্কটল্যান্ডের বিপক্ষে (টি-টোয়েন্টি বিশ্বকাপ)। টেস্ট মর্যাদা পাবার পর নারী ক্রিকেটারের জন্য প্রথম শ্রেনির টুর্নামেন্টও চালু করেছে বিসিবি।
বিসিবির নতুন সভাপতি ফারুক:
আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হবার পর জাতীয় দলের প্রথম ক্রিকেটার হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হন ফারুক আহমেদ। রাজনৈতিক পট পরিবর্তনের পর বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনসহ অধিকাংশ পরিচালক আত্মগোপনে চলে যান। এমন পরিস্থিতিতে বিসিবি সভাপতি নির্বাচিত হয়ে নতুনভাবে সবকিছু শুরু করেন ফারুক। নতুন বাংলাদেশের রূপকল্পের সাথে সঙ্গতি রেখে নতুন বিসিবি গঠনে নানা উদ্যোগ নেন তিনি।
প্রতিযোগিতামূলক ক্রিকেটে তামিমের ফেরা:
সদ্য শেষ হওয়া এনসিএল টি-টোয়েন্টিতে ব্যাট হাতে সেরা ছন্দ দেখিয়ে জাতীয় দলে ফেরার ইঙ্গিত দিয়েছেন তামিম ইকবাল। ঐ টুর্নামেন্টে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হবার পাশাপাশি দু’টি দারুন ইনিংস খেলেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে স্থানীয় ক্রিকেটারদের মেলে ধরার সুযোগ করে দিতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
দীর্ঘদিন পর ক্রিকেটে ফেরা তামিমের ব্যাটিং পারফরমেন্সে সন্তুষ্ঠি প্রকাশ করেন নির্বাচকরা। এজন্য তাকে আবারও জাতীয় দলে পাবার ব্যাপারে আশাবাদী নির্বাচকরা।
নাজমুল হাসান পাপন ও তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের নেতৃত্ব থাকাকালীন বিসিবির সঙ্গে বিরোধের পর গত বছর থেকে বাংলাদেশ দলে অনুপস্থিত ছিলেন তামিম।
নতুন প্রধান কোচ সিমন্স:
দু’টি বড় কারণে জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহকে বরখাস্ত করে ফারুক আহমেদের নেতৃত্বাধীন বিসিবি। হাথুরুসিংহকে বরখাস্ত করার পরপরই ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্সকে বাংলাদেশের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি।
হাথুরুসিংহের বিপক্ষে ২০২৩ বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশ জাতীয় দলের একজন ক্রিকেটারকে চড় মারা এবং কোচের দায়িত্ব পালন করার সময় বেশি ছুটি কাটানোর অভিযোগ আনে বিসিবি।
নতুন রূপে বিপিএল শুরুর উদ্যোগ বিসিবির:
নতুন রূপে বিপিএল শুরুর করার উদ্যোগ নিয়েছে বিসিবি। এর মাধ্যমে বাংলাদেশকে একটি ব্র্যান্ডে পরিণত করতে চায় তারা। প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাবে বিপিএল এর মাসকট উন্মোচনের সাক্ষী হয় বিসিবি। যা সবার মাঝে আগ্রহের বীজ বপন করেছিলো। বিপিএলের তিনটি ভেন্যু ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে মিউজিক ফেস্টেরও আয়োজন করে বিসিবি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে গিয়ে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু
শরীয়তপুর সদর হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি
মতলবে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা
নানা আয়োজনে দুমকীতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দক্ষিণ কোরিয়ার জেজু এয়ার দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু
২০২৪ আমার জীবনের শ্রেষ্ঠ বছর : উপদেষ্টা আসিফ
আশুলিয়ার বিভিন্ন স্কুলে নতুন বই পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা
ইবিতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বই বিতরণ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে : শিক্ষা উপদেষ্টা
মঞ্চে আসছে নবরসের নতুন নাটক ‘সাতকাহন’
নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্ট
অর্থহীনে যুক্ত হলেন তরুণ গিটারিস্ট মঈন
ইন্দোনেশিয়ায় অ্যাপল-গুগল নিষেধাজ্ঞা, প্রযুক্তিপ্রেমীদের হতাশা
ধারাবাহিকভাবে আচরণবিধি লঙ্ঘন করছে সকল ক্যাডারের সরকারি কর্মচারিরা
নাভাসের অশ্রুসিক্ত বিদায়
লক্ষ্মীপুরে শিক্ষা উপকরণ পেল ৩৫০ মেধাবী শিক্ষার্থী
বছরের প্রথম সূর্যোদয় দেখতে সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতে হাজার হাজার পর্যটক
প্রধান শিক্ষককে মারধরের প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন, শিক্ষকদের কর্মবিরতি
স্বাধীনতার ৯ মাস যুদ্ধ করেছি আমরা, কিন্তু স্যারেন্ডার হয়েছে ভারতের কাছে: এবিএম মোশাররফ হোসেন
শ্রীলঙ্কায় নতুন নেতা দিসানায়েকের প্রতিশ্রুতি, সংকটময় পরিস্থিতিতে চ্যালেঞ্জের মুখোমুখি