পাকিস্তানের হৃদয় ভেঙে রোমাঞ্চকর জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দ. আফ্রিকা
২৯ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৭ পিএম | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৭ পিএম
তিন বছরেরও বেশি সময় পর দলে ফিরে বল হাতে আলো ছড়ালেন মোহাম্মদ আব্বাস। তার ক্যারিয়ারে সেরা বোলিংয়ে দারুণ এক জয়ের সম্ভাবনা তৈরি করল পাকিস্তান। কিন্তু নবম উইকেটে তাদের হতাশ করলেন কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেন। তাদের অবিচ্ছিন্ন ফিফটি জুটিতে রোমাঞ্চকর এবং ঐতিহাসিক জয়ে সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।
সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্টে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এগিয়ে গেছে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে।
স্রেফ ১৪৮ রানের লক্ষ্যে ৯৯ রানে অষ্টম হারানো দলকে চতুর্থ দিন লাঞ্চের পরপরই জয়ের বন্দরে নিয়ে যান রাবাদা ও ইয়ানসেন। নবম উইকেটে অবিচ্ছিন্ন এই জুটি থেকে আসে ৮ ওভারে ৫১ রান। রাবাদা ২৬ বলে ৩১ ও ইয়ানসেন ২৪ বলে ১৬ রানে অপরাজিত থেকে ঐতিহাসিক এক জয় নিয়ে মাঠ ছাড়েন।
এই জয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা।
লাঞ্চের আগেও অবিশ্বাস্য এক জয়ের ছক আটছিল পাকিস্তান। সেটা সম্ভব হয়েছিল ৩৫ ছুঁই ছুঁই আব্বাসের আগুনঝরা এক স্পেলে। ক্যারিয়ারসেরা বোলিংয়ে এই পেসার ৫৪ রানে নেন ৬ উইকেট।
জয়ের ধুসর স্বপ্ন আগের দিনই দেখতে শুরু করেছিল পাকিস্তান। ১৯ রানের মধ্যে তারা তুলে নেয় ৩ উইকেট, যার দুটিই ছিল আব্বাসের।
৩ উইকেটে ২৭ রান নিয়ে দিন শুরু করা দক্ষিণ আফ্রিকা প্রথম ঘণ্টা কাটিয়ে দেয় কোনো বিপদ ছাড়াই। পানি পানের বিরতির পর ওঠে ঝড়। এইডেন মার্করামকে বোল্ড করে শুরুটা করেছিলেন আব্বাসই। ২২ রানে দিন শুরু করা মার্করাম ফেরেন ৬৩ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করে।
খানিক পর অধিনায়ক টেম্বা বাভুমাকেও সাজঘরের পথ ধরান আব্বাস। শূন্য রানে দিন শুরু করা বাভুমা আব্বাসের লেন্থের কাছে পরাস্থ হয়ে ৭৮ বলে ৪০ রান করে ক্যাচ দেন উইকেটের পিছনে।
পরের ওভারে কাইল ভেরেন্নাকে বোল্ড করে দেন নাসিম শাহ। লাইন লেন্থের পসরা সাজিয়ে পরের ওভারেই টানা দুই বলে উইকেটের পিছনে আব্বাস ক্যাচ বানান ডেভিড বেডিংহ্যাম ও কর্বিন বশকে। ৯৯ রানে দাঁড়িয়ে ৩ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকার স্কোরবোর্ড তখন ৯৯/৮।
লাঞ্চের আগের তিন ওভারে আর বিপদ হতে দেননি দ্বিতীয় ইনিংসে বল হাতে ৫২ রানে ৬ উইকেট নেওয়া মার্কো ইয়ানসেন ও কাগিসো রাবাদা। বিরতি থেকে ফিরে ঐতিহাসিক জয় সঙ্গী করেই হুঙ্কার দিতে দিতে মাঠ ছাড়েন দুজন।
তবে দুই ইনিংসে ৮৯ ও ৩৭ রান করে ম্যাচের সেরা মার্করাম।
২০০৭ সালের পর থেকে এ নিয়ে দক্ষিণ আফ্রিকায় টানা ৯টি টেস্টে হারল পাকিস্তান।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু আগামী শুক্রবার, কেপ টাউনে।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১ম ইনিংস: ২১১
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৩০১
পাকিস্তান ২য় ইনিংস: ২৩৭
দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: (লক্ষ্য ১৪৮) (আগের দিন ২৭/৩) ৩৯.৩ ওভারে ১৫০/৮ (মার্করাম ৩৭, বাভুমা ৪০, বেডিংহ্যাম ১৪, ভেরেইনা ২, ইয়ানসেন ১৬*, বশ ০, রাবাদা ৩১*; শাহজাদ ১০-০-৪৭-১, আব্বাস ১৯.৩-৬-৫৪-৬, নাসিম ৯-০-৩৪-১, জামাল ১-০-১১-০)
ফল: দক্ষিণ আফ্রিকা ২ উইকেটে জয়ী
সিরিজ: ২ ম্যাচের সিরিজে প্রথমটির পর ১-০তে এগিয়ে দক্ষিণ আফ্রিকা
ম্যান অব দা ম্যাচ: এইডেন মার্করাম
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
অর্থহীনে যুক্ত হলেন তরুণ গিটারিস্ট মঈন
ইন্দোনেশিয়ায় অ্যাপল-গুগল নিষেধাজ্ঞা, প্রযুক্তিপ্রেমীদের হতাশা
ধারাবাহিকভাবে আচরণবিধি লঙ্ঘন করছে সকল ক্যাডারের সরকারি কর্মচারিরা
নাভাসের অশ্রুসিক্ত বিদায়
লক্ষ্মীপুরে শিক্ষা উপকরণ পেল ৩৫০ মেধাবী শিক্ষার্থী
বছরের প্রথম সূর্যোদয় দেখতে সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতে হাজার হাজার পর্যটক
প্রধান শিক্ষককে মারধরের প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন, শিক্ষকদের কর্মবিরতি
স্বাধীনতার ৯ মাস যুদ্ধ করেছি আমরা, কিন্তু স্যারেন্ডার হয়েছে ভারতের কাছে: এবিএম মোশাররফ হোসেন
শ্রীলঙ্কায় নতুন নেতা দিসানায়েকের প্রতিশ্রুতি, সংকটময় পরিস্থিতিতে চ্যালেঞ্জের মুখোমুখি
বই উৎসবের নামে গত দেড় দশকে অর্থের অপচয় হয়েছে: এনসিটিবি চেয়ারম্যান
আগামীতে বাণিজ্য মেলা হবে দেশজুড়ে : প্রধান উপদেষ্টা
চূড়ান্ত বিচ্ছেদে পিট-জোলির সম্পর্ক
আবারও ৪ দিনের রিমান্ডে কামরুল ইসলাম
শনিবারসহ ২০২৫ সালে মাদ্রাসায় ছুটি ৭৫ দিন
বন্ধ ৯ কারখানা খুলছে এস আলম গ্রুপের
বুড়িচংয়ে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে র্যালি ও সমাবেশ
নারায়ণগঞ্জে বর্ষবরণ অনুষ্ঠানে ৩ বন্ধুকে ছুরিকাঘাত, নিহত ১
সাতক্ষীরা-সুন্দরবনে কাঁকড়া ধরার ২ মাসের নিষেধাজ্ঞা শুরু
নিউইয়র্কের টাইমস স্কয়ারে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বছরের শুরু
থার্টি ফার্স্ট নাইটে জাবিতে ৯ শিক্ষার্থী আটক