অল্পতেই গুটিয়ে গেল ভারত
০৩ জানুয়ারি ২০২৫, ১২:৪৮ পিএম | আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫, ০৩:২২ পিএম
মাঠের বাইরে অস্থির সময় কাটানো ভারত খাবি খাচ্ছে বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ ম্যাচেও। সিরিজ বাঁচানোর লড়াইয়ে নেমে প্রথম ইনিংসে দুইশ’র আগেই গুটিয়ে গেছে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাকে ছাড়াই খেলতে নামা সফরকারী দলটি।
সিডিনি ক্রিকেট গাউন্ডে বৃহস্পতিবার টসে জিতে ব্যাট বেছে নেওয়া ভারত প্রথম ইনিংসে ৭২.২ ওভারে গুটিয়ে গেছে ১৮৫ রানে। এ নিয়ে সবশেষ ৮ টেস্টে সপ্তমবার ৮০ ওভারের আগে শেষ হয়ে গেল তাদের প্রথম ইনিংস।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে গত ৩০ বছরে চতুর্থবার দুইশর আগে থেমে গেল কোনো দলের প্রথম ইনিংস। এখানে এই অভিজ্ঞতা সবশেষ হয়েছিল ভারতেরই। ২০১২ সালে ১৯১ রানে থেমেছিল তাদের প্রথম ইনিংস।
দিনের শেষ বলে উসমান খাওয়াজাকে হারিয়ে ৯ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম দিন শেষে স্বাগতিকরা পিছিয়ে ১৭৬ রানে।
ভারতের ইনিংসে সর্বোচ্চ ৪০ রান করেন রিশাভ পান্ত। চার উইকেট নেন স্কট বোল্যান্ড, তিনটি নেন মিচেল স্টার্ক, দুটি প্যাট কামিন্স।
বাজে ফর্মের কারণে আলোচনায় থাকা রোহিত নিজেকে এই ম্যাচ থেকে সরিয়ে নেন। দলকে নেতৃত্ব দিচ্ছেন জাসপ্রিত বুমরাহ। টপ অর্ডারে ফেরেন শুবমান গিল। চোটের কারণে ছিটকে যাওয়া আকাশ দিপের জায়গায় একাদশে আসেন আরেক পেসার প্রসিদ্ধ কৃষ্ণ।
পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট এটি। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া।
একাদশে বদল আসলেও বদল আসেনি পারফরম্যান্সে। প্রথম সেশনেই হারায় ৩ উইকেট। সেশনের নাথান লায়নের করা শেষ বলে স্লিপে স্টিভেন স্মিথের হাতে ক্যাচ দেন একাদশে ফেরা গিল (৬৪ বলে ২০)।
ওপেনে ফেরা লোকেশ রাহুল সোজা স্কয়ারে বাউ কনস্টাসকে ক্যাচ দিয়ে ফেরেন। পঞ্চম ওভারে তখন বোলার ছিলেন সিচেল স্টার্ক। দুই ওভার পর ইয়াসভি জয়সওয়ালকে (২৬ বলে ১০) তৃতীয় স্লিপে অভিষিক্ত বাউ ওয়েবস্টারের হাতে ক্যাচ বানান স্কট বোল্যান্ড।
দ্বিতীয় সেশনে কেবল বিরাট কোহলিকে হারায় ভারত। লাঞ্চের পর বোল্যান্ডের সপ্তম ওভারে এবারও তৃতীয় স্লিপে ক্যাচ নেন ওয়েবস্টার। ফর্মের সঙ্গে লড়তে থাকা কোহলি এবার ফেরেন ৬৯ বলে ১৭ রান করে। ৭২ রানে চতুর্থ উইকেট হারায় ভারত।
এরপর সবচেয়ে বড় জুটির দেখা পায় ভারত। ১৫১ বলে ৪৮ রানের জুটি গড়েন রিশাভ পান্ত ও রাবীন্দ্র জাদেজা। ৯৮ বলে ৪০ রান করা পান্ত বোল্যান্ডের শর্ট বলে পুল করতে গিয়ে মিড অনে প্যঅট কামিন্সকে ক্যাচ দিয়ে ফেরেন।
আগের টেস্টের সেঞ্চুরিয়ান নীতীশ কুমার রেড্ডি ফেরেন বোল্যান্ডের বলে প্রথম বলেই দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট বিলিয়ে দুইশর আগেই গুটিয়ে যায় ভারত।
সবচেয়ে বড় আঘাত আসে বোল্যান্ডের কাছ থেকে। এই পেসার ২০ ওভারে ৮ মেডেনসহ ৩১ রানে নেন ৪ উইকেট। ৪৯ রানে তিনটি নেন স্টার্ক। ৩৭ রানে দুটি নেন কামিন্স। অভিষিক্ত ওয়েবস্টার ১৩ ওভারে ৪ মেডেনে ২৯ রানে ছিলেন উইকেটশূন্য।
জবাবে তিন ওভার খেলার সুযোগ পেয়েছে অস্ট্রেলিয়া। দিনের শেষ বলে উসমান খাওয়াজাকে দ্বিতীয় স্লিপে ক্যাচ বানান জাসপ্রিত বুমরাহ।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ৭২.২ ওভারে ১৮৫ (জয়সওয়াল ১০, রাহুল ৪, গিল ২০, কোহলি ১৭, পান্ত ৪০, জাদেজা ২৬, নিতিশ ০, ওয়াশিংটন ১৪, প্রাসিধ ৩, বুমরাহ ২২, সিরাজ ৩*; স্টার্ক ১৮-৫-৪৯-৩, কামিন্স ১৫.২-৪-৩৭-২, বোল্যান্ড ২০-৮-৩১-৪, ওয়েবস্টার ১৩-৪-২৯-০, লায়ন ৬-২-১৯-১)
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৩ ওভারে ৯/১ (কনস্টাস ৭*, খাওয়াজা ২; বুমরাহ ২-০-৭-১, সিরাজ ১-০-২-০)
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্লোজ
পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান অতিরিক্ত সচিব মো: রেজানুর রহমান
ভারী তুষারপাতে যুক্তরাজ্যে বিপর্যস্ত জনজীবন
ডিসেম্বরে ইসরায়েলি হামলায় ১০ ফিলিস্তিনি সাংবাদিক নিহত
এখন পর্যন্ত তারেক রহমানের দেশে ফেরার উপযুক্ত পরিবেশ আমরা তৈরি করতে পারিনি : সালাহউদ্দিন
স্ত্রীসহ তাপসের ৮০ কোটির সম্পদ, ৬১৫ কোটি টাকার সন্দেভাজন লেনদেন
দোয়ারাবাজারে ভুমিখেকোদের দখলে মৌলা খালের নালা!
মহাত্মা গান্ধী পাকিস্তানের জনক, ভারতের নয়ঃ অভিজিৎ ভট্টাচার্য
দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সেনা সদস্যদের প্রস্তুত থাকতে হবে: প্রধান উপদেষ্টা
যমুনা রেল সেতু দিয়ে দ্রুত গতিতে চলল পরীক্ষামূলক ট্রেন
সুন্দরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
আমরা বেশি দিন থাকব না, কিছু ভালো কাজের উদাহরণ রেখে যেতে চাই: অর্থ উপদেষ্টা
সেনাবাহিনীর মহড়া দেখতে রাজবাড়ীতে প্রধান উপদেষ্টা
দৌলতখানে বিলুপ্তির পথে খেজুর রস
লামায় ১ জন অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবী
পাগল করা গারো পাহাড়ের অপরূপ-বৈচিত্র্য টানছে পর্যটকদের
সৈয়দপুরে মুক্তা নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী রানা আটক
নগরকান্দায় মাটিতে পোঁতা অবস্থায় মিলল অ্যাম্বুলেন্স চালকের গলাকাটা লাশ
মেট্রোরেলের দরজায় আটকা পড়েন নারী
জাতিসংঘ প্রধান সাইপ্রাস সমস্যার সমাধানে নতুন পথ সন্ধানের আহ্বান জানিয়েছেন