সিলেটকে ‘হ্যাটট্রিক’ উপহার দিয়ে বরিশালের টানা দ্বিতীয় জয়
০৮ জানুয়ারি ২০২৫, ১২:১০ এএম | আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫, ১২:১০ এএম
ঢাকা থেকে হেরে ঘরের মাঠে এসেও ভাগ্য বদল হলো না সিলেট স্ট্রাইকার্সের। তাদের হ্যাটট্রিক হারের তিক্ততা উপহার দিয়ে বিপিএলের একাদশ আসরে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ফরচুন বরিশাল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে মঙ্গলবারের দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের ৭ উইকেটে হারিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। রিশাদ হোসেন, জাহানাদাদ খানদের বোলিংয়ে সিলেটকে স্রেফ ১২৫ রানে গুটিয়ে তারা ম্যাচ জিতে নিয়েছে ১০.৩ ওভারেই।
ব্যাট হাতে ঝড় তুলে ৩১ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৫৯ রান করে জয় সঙ্গে নিয়ে ফেরেন কাইল মেয়ার্স। ২৭ বলে ৮ চার ও ২ ছক্কায় ৪৮ রান করেন তাওহিদ হৃদয়।
তবে ১৮ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের নায়ক জাহানাদাদ। ৪ ওভারে ১ মেডেনসহ ১৫ রানে ৩ উইকেট নিয়েছেন রিশাদও।
স্থানীয় দল হিসেবে সিলেটের এটি ছিল দ্বিতীয় ম্যাচ। প্রথম দিনের তুলনায় এদিন গ্যালারী ছিল দর্শকে ঠাসা। তাদের শুরুটাও ছিল আশা জাগানিয়া। কিন্তু শেষ পর্যন্ত সমর্থকদের হতাশাই উপহার দিল দলটি। ৮ ওভারে ২ উইকেটে ৭৬ রান থেকে ১০ বল বাকি থাকতেই ১২৫ রানে গুটিয়ে যায় সিলেট।
২৯ বলে সর্বোচ্চ ৩৬ রান করেন অধিনায়ক আরিফুল হক। ১৩ বলে ২৮ রান করেন জর্জ মুনসি। রাকিম কর্নওয়াল (১২ বলে ১৮) এবং জাকির হাসানও (২৬ বলে ২৫) ভালো শুরু টেনে নিতে পারেননি।
লক্ষ্য তাড়ায় তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত- দুজনেই আজ ব্যর্থ। আগের ম্যাচে কিপার খেলানোর কারণে বাদ পড়া শান্ত এবার ফেরেন কিপার-ব্যাটার হিসেবে। ইনিংসের প্রথম বলেই ইনফর্ম তামিমকে বোল্ড করে দেন কর্নওয়াল। পরের ওভারে শান্তর স্টাস্পও ছিটকে দেন তানজিম হাসান সাকিব। এরপর ১১৬ রানের জুটি গড়ে দলকে জয়ের খুব কাছে নিয়ে আউট হন হৃদয়।
চার ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়েই আছে বরিশাল। তিন ম্যাচে শতভাগ হারে পয়েন্ট তালিকার তলানীতে সিলেট।
সংক্ষিপ্ত স্কোর:
সিলেট স্ট্রাইকার্স: ১৮.২ ওভারে ১২৫ (রনি ০, কর্নওয়াল ১৮, জাকির ২৫, মানজি ১৮, জোন্স ০, জাকের ১, আরিফুল ৩৬, তানজিম ১, রুয়েল ১, টপলি ৫*, আল আমিন ০; মেয়ার্স ২-১-৬-১, আফ্রিদি ৪-০-৪০-১, তানভির ১-০-৮-০, ফাহিম ৩.২-০-২৩-২, মাহমুদউল্লাহ ১-০-১০-০, জাহান্দাদ ৩-০-১৮-৩, রিশাদ ৪-১-১৫-৩)।
ফরচুন বরিশাল : ১০.৩ ওভারে ১২৬/৩ (তামিম ০, শান্ত ৪, মেয়ার্স ৫৯*, হৃদয় ৪৮, জাহানদাদ ৪*, মুশফিক ৩৪*; কর্নওয়াল ২-০-১৬-১, তানজিম ৩.৩-০-৩৭-২, টপলি ২-০-২৫-০, আল আমিন ২-০-২৫-০, রুয়েল ১-০-১৮-০)।
ফল: ফরচুন বরিশাল ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: জাহানদাদ খান।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
টিম কম্বিনেশনের জন্য দলের বাইরে ছিলাম: রিশাদ
ফুলপুরে তারুণ্যের উৎসব উদযাপনে ফুটবল প্রতিযোগিতায় রুপসী বিজয়ী
নাগরিক অধিকার না হলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে না মুফতী ফয়জুল করীম
মানিকগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঘিওর উপজেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড.আব্দুল আলীম বহিষ্কার
অনলাইনে ফি আদায়ে গণপূর্ত মন্ত্রণালয়ের সাথে সোনালী ব্যাংকের চুক্তি
নোবিপ্রবিতে আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
নোবিপ্রবিতে কর্মকর্তাদের অংশগ্রহণে ‘এমপাওয়ার্ড মাইন্ড থ্রু ইমোশনাল ইন্টেলিজেন্স’ শীর্ষক কর্মশালা
ফিলিপাইন রাষ্ট্রদূতের সঙ্গে বিপিসিসিআই-এর প্রতিনিধিদলের সাক্ষাৎ
চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলে ফিরতে চান ফখর
জনতা ব্যাংকের ৮৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর ৪১৩তম পরিষদ সভা অনুষ্ঠিত
জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় নির্বাচন দেওয়া দরকার: ভিপি নুর
ইনজেকশন কলম তৈরি ইরানের, লাগবে যে কাজে
সদরপুরে অবৈধভাবে ফসলী জমি নষ্ট করে বালু উত্তোলনের দায়ে ৩ জন গ্রেপ্তার
ইউএনডিপির সঙ্গে বৈঠকে বসবেন নাসির উদ্দিন কমিশন
মেক্সিকো উপসাগরের পর ট্রাম্পের ‘নজর’ গ্রিনল্যান্ডে
৯৯৩ কোটি টাকা আত্মসাৎ : এস আলমের ছেলেসহ ৫৪ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন
পুলিশ বাহিনীকে কলঙ্কমুক্ত করা না হলে পরিণতি ভালো হবে না: সারজিস
সরিষাবাড়ীতে ট্রেনের ধাক্কায় ট্রাক খণ্ড-বিখণ্ড, ৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক
পতাকা বৈঠকে সিদ্ধান্ত: অনুমতি ছাড়া সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নয়