উইকেট উড়ালেও নাহিদ থাকছেন মাটিতেই
০৮ জানুয়ারি ২০২৫, ১২:১০ এএম | আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫, ১২:১০ এএম
ফাস্ট বোলারসুলভ ডাকাবুকো শরীরী ভাষা নেই। মাঠে মোটেও বুনো কিংবা খ্যাপাটে নন নাহিদ রানা। উদযাপনেও নেই ততটা আগ্রাসন। মাঠের বাইরে তো তিনি আরও ন¤্র, মৃদুভাষী ও পরিমিত। যখন বল হাতে ছুটতে থাকেন, কেবল তখনই ফুটে ওঠে তার ফাস্ট বোলার সত্ত্বা। তার গতি ও বাউন্সে কাবু হয় ব্যাটসম্যানরা। এছাড়া মাঠের ভেতের-বাইরে তিনি যেন ভিন্ন একজন। কে বলবে, এই মুহূর্তে দেশের ক্রিকেটের সেনসেশন তিনি, বিশ্ব ক্রিকেটেও তাকে ঘিরে আগ্রহ তুমুল! কে কী বলছে, তা নিয়ে অবশ্য মাথাব্যথাও নেই নাহিদের। তারকাসুলভ কোনো অহমিকা বা আচরণ তার চরিত্রে তো নেই-ই, নিজেকে তিনি তারকাই মনে করেন না।
গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাবের পর থেকেই যেভাবে গতির রথে ছুটছেন নাহিদ, বাংলাদেশের প্রথম বোলার হিসেবে বল করেছেন দেড়শ কিলোমেটার গতিতে, যেভাবে নাড়া দিয়েছেন ক্রিকেট বিশ্বে, সেই ধারা ধরে রেখেছেন তিনি চলতি বিপিএলেও। ৯ উইকেট নিয়ে যৌথভাবে আসরের দ্বিতীয় উইকেট শিকারি বোলার তিনি। সিলেট স্ট্রাইকার্সে বিপক্ষে মিরপুরে ৪ উইকেট নিয়ে স্বীকৃতি পেয়েছিলেন ম্যাচ-সেরার। সিলেটে গতকাল ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হলেন আবার। সব মিলিয়ে এখন তিনি দেশের ক্রিকেটের ঝলমলে এক নক্ষত্র। তবে ঢাকার বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে বললেন, নিজেকে তিনি মাটির মানুষই মনে করেন, ‘নিজেকে আমি কোনো তারকা মনে করি না। আমি আপনাদের মতো সাধারণ মানুষ। তাই সাধারণ থাকারই চেষ্টা করছি।’
নাহিদ নিজেকে সাধারণ মনে করলেও আদতে যে তিনি অসাধারণ প্রতিভা, এটি তো বলছে ক্রিকেট বিশ্বজুড়ে অনেকেই। বর্তমান-সাবেক অনেক ক্রিকেটার, ধারাভাষ্যকার-বিশেষজ্ঞ, অনেকেই উচ্ছ্বসিত প্রশংসা করেছেন তার বোলিং দেখে। দেশের ক্রিকেটে তো তিনি এখনই বড় তারকা। গতকালসহ ৯ দিনের মধ্যে ৫ ম্যাচ, নাহিদের বোলিংয়ে ধকলের ছাপ স্পষ্ট। চার ওভারের মধ্যে চার-পাঁচটি ডেলিভারি ছাড়া সবকটির গতি ছিল ১৪০ কিলোমিটারের নিচে। তার পরও দারুণ বোলিংয়ে তিন উইকেট নিয়ে সফলতম বোলার তিনিই। যৌথভাবে আসরের দ্বিতীয় সর্বোচ্চ ৯ উইকেট এখন নাহিদ ও খুশদিলের।
তবে চারপাশের এই আলোয় চোখ ধাঁধিয়ে যায়নি নাহিদের। বরং সামনে তাকিয়ে নিজের পথ আটল থাকতে চান ২২ বছর বয়সী ফাস্ট বোলার, ‘আসলে এই জিনিসগুলো থেকে আমি যত পারি, দূরে থাকার চেষ্টা করি। মানুষ মানুষের প্রশংসা করলে শুনতে ভালো লাগে অবশ্যই। তবে আমি চেষ্টা করি, যত পারি এগুলো থেকে দূরে থাকার। কারণ, নিজের ভেতরে যত সন্তুষ্টি কম আসবে, তত আমি সামনে এগোব ও আমার ভেতরে ক্ষুধাটা থাকবে পারফর্ম করার। তাই চেষ্টা করি এগুলো থেকে দূরে থাকার।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রভিটা গ্রুপের চেয়ারম্যানসহ স্ত্রী-ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ভারতীয় উৎসবে অংশ নেবে ছয় ইরানি চলচ্চিত্র
বাগেরহাটে বিএনপির দুই গ্রপের সংঘর্ষ, ৮ বাড়ীতে আগ্নিসংযোগ, আহত ২০
হাসিনার পরিবারকে প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহারের প্রমাণ মিলেছে
অভিনেত্রীর নেকলেস চুরি, চোর কি তবে রং মিস্ত্রী?
ভিভো এক্স২০০ এর নজর কাড়া পাঁচ দিক
ভৈরব থানার লুট হওয়া অস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার
বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের মামলায় আসামী অন্তর, ষড়যন্ত্র অব্যাহত
সিলেট কোম্পানীগঞ্জে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা, থানায় অভিযোগ
সুনামগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
মালয়াম অভিনেত্রীকে যৌন হয়রানি, আটক স্বর্ণ ব্যবসায়ী
‘উন্নয়ন চাইলেও গণতন্ত্র দরকার সংস্কার চাইলেও গণতন্ত্র দরকার’বিএনপি শীর্ষ নেতা নজরুল ইসলাম খান
কেরানীগঞ্জের অস্থায়ী আদালতে চলবে বিডিআর বিদ্রোহ মামলা
বিশ্বাসের ঘরে ষড়যন্ত্র চলছে: ফারুক
ট্রাম্পের ছেলে ডনাল্ড জুনিয়রের গ্রিনল্যান্ড ভ্রমণ নিয়ে জল্পনা-কল্পনা
সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে: প্রধান উপদেষ্টা
বিয়ের পূর্বে স্ত্রীর অন্য পুরুষের সাথে অবৈধ সম্পর্ক থাকা প্রসঙ্গে।
লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন খালেদা জিয়া
টিম কম্বিনেশনের জন্য দলের বাইরে ছিলাম: রিশাদ
ফুলপুরে তারুণ্যের উৎসব উদযাপনে ফুটবল প্রতিযোগিতায় রুপসী বিজয়ী