উইকেট উড়ালেও নাহিদ থাকছেন মাটিতেই
০৮ জানুয়ারি ২০২৫, ১২:১০ এএম | আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫, ১২:১০ এএম
ফাস্ট বোলারসুলভ ডাকাবুকো শরীরী ভাষা নেই। মাঠে মোটেও বুনো কিংবা খ্যাপাটে নন নাহিদ রানা। উদযাপনেও নেই ততটা আগ্রাসন। মাঠের বাইরে তো তিনি আরও ন¤্র, মৃদুভাষী ও পরিমিত। যখন বল হাতে ছুটতে থাকেন, কেবল তখনই ফুটে ওঠে তার ফাস্ট বোলার সত্ত্বা। তার গতি ও বাউন্সে কাবু হয় ব্যাটসম্যানরা। এছাড়া মাঠের ভেতের-বাইরে তিনি যেন ভিন্ন একজন। কে বলবে, এই মুহূর্তে দেশের ক্রিকেটের সেনসেশন তিনি, বিশ্ব ক্রিকেটেও তাকে ঘিরে আগ্রহ তুমুল! কে কী বলছে, তা নিয়ে অবশ্য মাথাব্যথাও নেই নাহিদের। তারকাসুলভ কোনো অহমিকা বা আচরণ তার চরিত্রে তো নেই-ই, নিজেকে তিনি তারকাই মনে করেন না।
গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাবের পর থেকেই যেভাবে গতির রথে ছুটছেন নাহিদ, বাংলাদেশের প্রথম বোলার হিসেবে বল করেছেন দেড়শ কিলোমেটার গতিতে, যেভাবে নাড়া দিয়েছেন ক্রিকেট বিশ্বে, সেই ধারা ধরে রেখেছেন তিনি চলতি বিপিএলেও। ৯ উইকেট নিয়ে যৌথভাবে আসরের দ্বিতীয় উইকেট শিকারি বোলার তিনি। সিলেট স্ট্রাইকার্সে বিপক্ষে মিরপুরে ৪ উইকেট নিয়ে স্বীকৃতি পেয়েছিলেন ম্যাচ-সেরার। সিলেটে গতকাল ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হলেন আবার। সব মিলিয়ে এখন তিনি দেশের ক্রিকেটের ঝলমলে এক নক্ষত্র। তবে ঢাকার বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে বললেন, নিজেকে তিনি মাটির মানুষই মনে করেন, ‘নিজেকে আমি কোনো তারকা মনে করি না। আমি আপনাদের মতো সাধারণ মানুষ। তাই সাধারণ থাকারই চেষ্টা করছি।’
নাহিদ নিজেকে সাধারণ মনে করলেও আদতে যে তিনি অসাধারণ প্রতিভা, এটি তো বলছে ক্রিকেট বিশ্বজুড়ে অনেকেই। বর্তমান-সাবেক অনেক ক্রিকেটার, ধারাভাষ্যকার-বিশেষজ্ঞ, অনেকেই উচ্ছ্বসিত প্রশংসা করেছেন তার বোলিং দেখে। দেশের ক্রিকেটে তো তিনি এখনই বড় তারকা। গতকালসহ ৯ দিনের মধ্যে ৫ ম্যাচ, নাহিদের বোলিংয়ে ধকলের ছাপ স্পষ্ট। চার ওভারের মধ্যে চার-পাঁচটি ডেলিভারি ছাড়া সবকটির গতি ছিল ১৪০ কিলোমিটারের নিচে। তার পরও দারুণ বোলিংয়ে তিন উইকেট নিয়ে সফলতম বোলার তিনিই। যৌথভাবে আসরের দ্বিতীয় সর্বোচ্চ ৯ উইকেট এখন নাহিদ ও খুশদিলের।
তবে চারপাশের এই আলোয় চোখ ধাঁধিয়ে যায়নি নাহিদের। বরং সামনে তাকিয়ে নিজের পথ আটল থাকতে চান ২২ বছর বয়সী ফাস্ট বোলার, ‘আসলে এই জিনিসগুলো থেকে আমি যত পারি, দূরে থাকার চেষ্টা করি। মানুষ মানুষের প্রশংসা করলে শুনতে ভালো লাগে অবশ্যই। তবে আমি চেষ্টা করি, যত পারি এগুলো থেকে দূরে থাকার। কারণ, নিজের ভেতরে যত সন্তুষ্টি কম আসবে, তত আমি সামনে এগোব ও আমার ভেতরে ক্ষুধাটা থাকবে পারফর্ম করার। তাই চেষ্টা করি এগুলো থেকে দূরে থাকার।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
নির্বাচনের রোড ম্যাপ দেন অতিসত্বর : আবুল কালাম আজাদ
উত্তর কোরিয়ায় নিষিদ্ধ করা হল ‘হট ডগ’
সিংগাইরে ১ সপ্তাহে আত্মহত্যা-৬
মির্জাপুরের অবৈধ সেই ৭ ইটভাটা ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে
সীমান্তে সাহসী বাংলাদেশিরা, অনুপ্রেরণা যোগাচ্ছে পুরো দেশকে
দাবানলে পুড়ছে প্যারিস হিলটন, অ্যান্টনি হপকিন্সের কোটি টাকার বাড়ি
‘অতিথি দেবতার মতো’, এই নীতিতে হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো ভারত
ভূরুঙ্গামারী মহিলা কলেজের গভর্ণিং বডির সদস্য নির্বাচনে মনোনয়ন পত্রের মূল্য ১০ হাজার টাকা
গোয়ালন্দে পাখিদের নিরাপদ আবাসনে গাছে গাছে মাটির হাঁড়ি বসাচ্ছেন একদল যুবক
নভোএয়ার এর ১২ বছরের সাফল্য উদযাপন
ফরিদপুরে বিল্ডিংয়ের দরজার পাশে পড়েছিল কেয়ারটেকারের হাত-পা বাঁধা মরদেহ
ডিএমপির ১২ ডিসিকে বদলি
আবারও অস্ট্রেলিয়ার নেতৃত্বে স্মিথ
‘৪৩তম বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবে’
বিএনপির ২২৭৬ নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যার অভিযোগ ট্রাইব্যুনালে
ভোটার এবার আগের মত ভোট হবে না-মৌলভীবাজারে প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিন
ইহুদি খ্রিস্টানদের স্বর্গরাজ্য পুড়ে ছাই হচ্ছে!
জালিয়াতির প্রশ্ন তুলে শিরোপা হারালেন মিস ইউনিভার্স
‘হাসিনা জানুয়ারিতে দেশে আসবেন দাবি সঠিক নয়’
বকশীবাজারে আদালতের কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়: মামলার বিচারক