রংপুরের পাঁচে ৫ হারের বৃত্তে ঢাকা
০৮ জানুয়ারি ২০২৫, ১২:১০ এএম | আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫, ১২:১০ এএম
ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) হারের বৃত্তেই রয়েছে চিত্র নায়ক শাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটাল। চার ম্যাচ খেলে সবগুলোতেই হেরে পয়েন্ট শূন্য থেকে তলানীতে তারা। অন্যদিকে এবারের বিপিএলে যেন উড়ছে রংপুর রাইডার্স। পাঁচ ম্যাচের সবগুলোতে জিতে ১০ পয়েন্ট পেয়ে তালিকার শীর্ষ স্থান ধরে রেখেছে দলটি। গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের পঞ্চম ম্যাচে ঢাকা ক্যাপিটালকে ৭ উইকেটে হারিয়ে শিরোপার পথে দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে রংপুর রাইডার্স। আগে ব্যাট করে পেসার নাহিদ রানা, আকিফ জাভেদ ও স্পিনার খুশদিল শাহ’র বিধ্বংসি বোলিংয়ে ১৬.৩ ওভারে ১১১ রানে গুটিয়ে যায় ঢাকা। জবাবে অ্যালেক্স হেলস ও খুশদিল শাহ’র মারকুটে ব্যাটিংয়ে ১৩.২ ওভারে ৩ উইকেটে ১১৩ রান করে ৪০ বল হাতে রেখেই বড় জয় তুলে নেয় রংপুর। এর আগে চলতি বিপিএলে রংপুর রাইডার্সের বিপক্ষে ১৫১ রান করেও ৪০ রানে হেরেছিল ঢাকা।
কাল টস জিতে ঢাকাকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। এ ম্যাচে জয়ের আশায় জেসন রয়, হাবিবুর রহমান সোহান, সাব্বির রহমান ও মোসাদ্দেক হোসেন সৈকতকে নতুন করে একাদশে নিয়েছিল ঢাকা ক্যাপিটাল। ব্যাপক রদবদল এনেও কোনো লাভ হলো না শাকিব খানের দলের। ব্যাট করতে নেমে ঢাকার হয়ে বড় ইনিংস খেলতে পারেনি কেউই। সর্বোচ্চ ইনিংসটি ২০ রানের, তানজিদ হাসান তামিমের। তার ১৬ বলের ইনিংসে ছিল ৩ চার ও ১ ছক্কার মার। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে আগের দিন দলে যোগ দেওয়া ইংলিশ ব্যাটার জেসন রয়ের ব্যাট থেকে। তিনি ১২ বলে ২ চার ও ১ ছয়ের মারে করেন ১৮ রান। ওপেনার হাবিবুর রহমান সোহান আউট হন ১২ বলে তিন বাউন্ডারির মারে ১৪ রান করে। কয়েক বল নষ্ট করা ছাড়া কিছুই করতে পারেননি সাব্বির (৭ বলে ২ রান)। প্রথম বলেই বোল্ড হন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা।
বরাবরের মতই ব্যর্থ লিটন দাস। নতুন বলে খেলতে পারেন না। কাল নেমেছিলেন চার নম্বরে। ব্যাটিংঅর্ডার পরিবর্তন করেও কোনা লাভ হলো না। ১৩ বলে ৯ রান করে নাহিদ রানার বলে ক্যাচ হন আজিজুল হাকিম তামিমের হাতে। একাদশে নতুন করে যুক্ত হওয়া সৈকত থামেন ৯ বলে ১ ছক্কায় ১২ রান করে। শেষ দিকে আলাউদ্দিন বাবুর ১৬ বলে ১৬ রানের ইনিংসের উপর ভর করেই ১০০ পার করে ঢাকা। বাবুর ইনিংসে ছিল ২ চারের মার। দলের শেষ ব্যাটার মুস্তাফিজুর রহমান ৫ বলে ১ রান করে আউট হলে শেষ হয় ঢাকার ছোট ইনিংস। রংপুরের হয়ে বল হাতে ২১ রানে ৩ উইকেট শিকার করেন পেসার নাহিদ রানা। আকিফ জাভেদ ১৩ ও খুশদিল শাহ ১৪ রান খরচায় পান ২টি করে উইকেট।
জয়ের জন্য মামুলি লক্ষ্য তাড়ায় নেমে আরও একবার ব্যর্থ হন রংপুরের ওপেনার যুব দলের ক্রিকেটার আজিজুল হাকিম তামিম। ১৪ বল খেলে ৫ রান করে আউট হয়ে যান তিনি। তবে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান অ্যালেক্স হেলস আরেকবার ঝড় তুলেছেন। ২৭ বলে ৪ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৪৪ রান করেন তিনি। সাইফ হাসান ১৫ বলে ১৩ রানের ধীর ইনিংস খেলে ফেরেন। এরপর দ্রুতই ম্যাচ শেষ করে দেন খুশদিল শাহ। ১৩ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় ২৭ রানে অপরাজিত থেকে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন পাকিস্তানি এই অলরাউন্ডার। সঙ্গে আরেক পাকিস্তানি ইফতিখার আহমেদ অপরাজিত ছিলেন ১২ বলে ৯ রানে।
ঢাকার তারকা বোলার মুস্তাফিজ ৪ ওভার বল করে ২৩, আলাউদ্দিন ৩৩ ও মোসাদ্দেক ১৩ রান খরচায় পান ১টি করে উইকেট। ম্যাচ সেরা হন রংপুরের নাহিদ রানা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
নোয়াখালীতে বাসচাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২
মৃদু শৈত্যপ্রবাহের কবলে নওগাঁ
নির্বাচনের রোড ম্যাপ দেন অতিসত্বর : আবুল কালাম আজাদ
উত্তর কোরিয়ায় নিষিদ্ধ করা হল ‘হট ডগ’
সিংগাইরে ১ সপ্তাহে আত্মহত্যা-৬
মির্জাপুরের অবৈধ সেই ৭ ইটভাটা ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে
সীমান্তে সাহসী বাংলাদেশিরা, অনুপ্রেরণা যোগাচ্ছে পুরো দেশকে
দাবানলে পুড়ছে প্যারিস হিলটন, অ্যান্টনি হপকিন্সের কোটি টাকার বাড়ি
‘অতিথি দেবতার মতো’, এই নীতিতে হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো ভারত
ভূরুঙ্গামারী মহিলা কলেজের গভর্ণিং বডির সদস্য নির্বাচনে মনোনয়ন পত্রের মূল্য ১০ হাজার টাকা
গোয়ালন্দে পাখিদের নিরাপদ আবাসনে গাছে গাছে মাটির হাঁড়ি বসাচ্ছেন একদল যুবক
নভোএয়ার এর ১২ বছরের সাফল্য উদযাপন
ফরিদপুরে বিল্ডিংয়ের দরজার পাশে পড়েছিল কেয়ারটেকারের হাত-পা বাঁধা মরদেহ
ডিএমপির ১২ ডিসিকে বদলি
আবারও অস্ট্রেলিয়ার নেতৃত্বে স্মিথ
‘৪৩তম বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবে’
বিএনপির ২২৭৬ নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যার অভিযোগ ট্রাইব্যুনালে
ভোটার এবার আগের মত ভোট হবে না-মৌলভীবাজারে প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিন
ইহুদি খ্রিস্টানদের স্বর্গরাজ্য পুড়ে ছাই হচ্ছে!
জালিয়াতির প্রশ্ন তুলে শিরোপা হারালেন মিস ইউনিভার্স