‘ছোট মাঠ’ বলেই বড় রানের ম্যাচ!
০৮ জানুয়ারি ২০২৫, ১২:১০ এএম | আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫, ১২:১০ এএম
এবার বিপিএলে স্পোর্টিং উইকেটের প্রশংসা হচ্ছে। তবে উইকেটের কারণেই যে শুধু বড় রান হচ্ছে তা না, সীমানা কমিয়ে দেওয়াতেও বাউন্ডারির সংখ্যা বেড়েছে অনেক। অনেক মিসটাইমিংও ছক্কা হচ্ছে। যেসব বল ক্যাচ হওয়ার কথা সেসব পড়ছে বাউন্ডারির বাইরে। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ধাপে এই দৃশ্য দেখার পর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে যেন সীমানা আরও ছোট। মাঠের বাউন্ডারি সীমানা যে অনেক ছোট, ধরা পড়ে একদম খালি চোখেই। তামিম ইকবাল মাঠে ঢুকে উইকেট দেখার পরই খেয়াল করলেন বাউন্ডারি। এগিয়ে গিয়ে খানিকটা কাছ থেকেও দেখলেন তিনি। পরে মাঠকর্মীদের সঙ্গে কথা বললেন কিছু নিয়ে। তখন যা ছিল তার মনে, দুর্বার রাজশাহীর বিপক্ষে ম্যাচের পর তা কণ্ঠেও ফুটিয়ে তুললেন ফরচুন বরিশালের অধিনায়ক। বিপিএলে চার-ছক্কা-রান বাড়ানোর জন্য সীমানা ছোট করে দেওয়ার কৌশল ভালো লাগেনি অভিজ্ঞ এই ক্রিকেটারের।
মিরপুরে মাঠের তিন দিকে সীমানা ৬০ মিটারের চেয়েও কম, আরেক দিকে ¯্রফে ৬০ মিটার। ৬০ মিটারের চেয়ে বেশি আছে তিনদিকে, এরমধ্যে মাত্র একদিকে সেটা ৭০ মিটারের সামান্য বেশি। এত ছোট বাউন্ডারি খালি চোখে লাগে দৃষ্টিকটু। সিলেটে সেই বাউন্ডারির আকার আরও কম, বল গিয়ে সীমানার বাইরে পড়লে দূরত্ব দেখাচ্ছে ৫২ মিটার। অর্থাৎ বাউন্ডারির সীমানা ৫০ মিটারের আশেপাশে! যা বিস্ময়কররকমভাবে কম। এতে ব্যাটাররা বাড়তি সুবিধা পেলেও ব্যাটারদেরই অভিজ্ঞ একজন তামিম ইকবাল সেটা ভালো চোখে দেখছেন না। তিনি চান চার-ছক্কার সীমানা যেন বাড়ানো হয়।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সীমানা এমনিতেই খুব বড় নয়। এবার বিপিএলের জন্য তা কমিয়ে দেওয়া হয় আরও। সীমানা ছোট করা হয়েছিল ঢাকা পর্বে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেও। তবে সিলেটে এতটা কমিয়ে দেওয়া হয়েছে যে, মাঠে ঢুকে সবার আগে নজরে পড়ে এটিই। বিশেষ করে, প্রেস বক্স প্রান্তের সোজাসুজি বাউন্ডারি তো ৩০ গজের বৃত্তের পর আর ৩০ গজও রাখা হয়নি। এই ছোট মাঠেও বাউন্ডারি সীমানা বাইরে বাড়তি জায়গা পড়ে আছে অঢেল। ব্যাটিং স্বর্গ উইকেটের সঙ্গে ছোট সীমানার কারণে সিলেট পর্বের প্রথম ম্যাচে হয়েছে ছক্কার রেকর্ড। সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের ম্যাচে ৩১টি ছক্কা হয়েছে, যা বিপিএল রেকর্ড। সেই ম্যাচে সিলেটের ২০৫ রান তাড়ায় অনায়াসে জিতে যায় রংপুর। দিনের পরের ম্যাচে দুর্বার রাজশাহীকে ১৬৮ রানে আটকে রেখে বরিশাল ৭ উইকেটে জিতে গেছে ১৫ বল বাকি রেখেই। ৪৮ বলে অপরাজিত ৮৬ রান করে ম্যান অব দ্য ম্যাচ এ দিন তামিম।
ব্যাটসম্যান হিসেবে ছোট সীমানাতে খুশিই হওয়ার কথা তামিমের। তবে তিনি শুধু একটি দিক থেকে না ভেবে তুলে ধরছেন বৃহত্তর দৃষ্টিভঙ্গি, ‘যেভাবে মাঠ প্রস্তুত করা হয়েছে, তা খুব ভালো। আমি যা দেখতে চাই, তা হলো আরও বড় সীমানা। জায়গা যখন আছে, তাহলে ৫৮-৬০ গজের বাউন্ডারিতে আমরা কেন খেলছি, জানি না। আন্তর্জাতিক ক্রিকেটে ৬৫-৭০ গজের বাউন্ডারি দেখা যায়। তখন বোলারদের জন্য কিছুটা সুযোগ থাকে। উইকেট এবার এত ভালো...! কিউরেটরদের অনেক কৃতিত্ব দিতে হবে। দুর্দান্ত উইকেট তৈরি করেছেন তারা। তবে উইকেট যখন এত ভালো, তখন সীমানা বাড়িয়ে দেওয়া উচিত, বিশেষ করে যদি জায়গা থাকে। তাহলে বোলারদের জন্যও সুযোগ থাকে। এই মুহূর্তে বোলারদের জন্য কিছু নেই। শীর্ষ কর্তারা যারা সিদ্ধান্ত যা গ্রহণ করেন, আমার আশা ও প্রার্থনা, তারা আমার কথা শুনছেন এবং এই বাউন্ডারি আরেকটু পিছিয়ে দেবেন। কারণ জায়গা তো আছেই।’
মাঠে বাড়তি জায়গা আছে অনেক। তবে শীর্ষ কর্তাদের ভাবনায় জায়গায় কতটা পরিবর্তন আনা গেল, সেটিই বোঝা যাবে সময়ে। সিলেট পর্বের দ্বিতীয় দিনে গতকাল ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হয় রংপুর রাইডার্স। সীমানা বড় করেছে কি-না জানা যায়নি। তবে বিস্ময়করভাবে ম্যাচটি হয়েছে লো স্কোরিং। আগে ব্যাট করে ১৬.৩ ওভারে মাত্র ১১১ রানেই গুটিয়ে যায় ঢাকা। যদিও জবাব দিতে নেমে ৪০ বল হাতে রেখেই লক্ষ্য পেরিয়ে যায় রংপুর। গোটা ম্যাচে ছক্কা হয়েছে মোটে ৭টি! দিনের পরের ম্যাচে তামিমের বরিশালের প্রতিপক্ষ ছিল সিলেট স্ট্রাইকার্স। আগে ব্যাট করতে নেমে ১৮.২ ওভারে স্বাগতিকদের দেয়া ১২৫ রানর লক্ষ্য ৫৭ বল আর ৭ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় বরিশাল। যদিও এদিন ব্যাট হাতে গোল্ডেন ডাক মারেন তামিম!
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রভিটা গ্রুপের চেয়ারম্যানসহ স্ত্রী-ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ভারতীয় উৎসবে অংশ নেবে ছয় ইরানি চলচ্চিত্র
বাগেরহাটে বিএনপির দুই গ্রপের সংঘর্ষ, ৮ বাড়ীতে আগ্নিসংযোগ, আহত ২০
হাসিনার পরিবারকে প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহারের প্রমাণ মিলেছে
অভিনেত্রীর নেকলেস চুরি, চোর কি তবে রং মিস্ত্রী?
ভিভো এক্স২০০ এর নজর কাড়া পাঁচ দিক
ভৈরব থানার লুট হওয়া অস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার
বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের মামলায় আসামী অন্তর, ষড়যন্ত্র অব্যাহত
সিলেট কোম্পানীগঞ্জে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা, থানায় অভিযোগ
সুনামগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
মালয়াম অভিনেত্রীকে যৌন হয়রানি, আটক স্বর্ণ ব্যবসায়ী
‘উন্নয়ন চাইলেও গণতন্ত্র দরকার সংস্কার চাইলেও গণতন্ত্র দরকার’বিএনপি শীর্ষ নেতা নজরুল ইসলাম খান
কেরানীগঞ্জের অস্থায়ী আদালতে চলবে বিডিআর বিদ্রোহ মামলা
বিশ্বাসের ঘরে ষড়যন্ত্র চলছে: ফারুক
ট্রাম্পের ছেলে ডনাল্ড জুনিয়রের গ্রিনল্যান্ড ভ্রমণ নিয়ে জল্পনা-কল্পনা
সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে: প্রধান উপদেষ্টা
বিয়ের পূর্বে স্ত্রীর অন্য পুরুষের সাথে অবৈধ সম্পর্ক থাকা প্রসঙ্গে।
লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন খালেদা জিয়া
টিম কম্বিনেশনের জন্য দলের বাইরে ছিলাম: রিশাদ
ফুলপুরে তারুণ্যের উৎসব উদযাপনে ফুটবল প্রতিযোগিতায় রুপসী বিজয়ী