ঢাকা   বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫ | ২৫ পৌষ ১৪৩১
ছোট ম্যাচে বড় জয় তামিমের বরিশালের

‘ছোট মাঠ’ বলেই বড় রানের ম্যাচ!

Daily Inqilab ইমরান মাহমুদ

০৮ জানুয়ারি ২০২৫, ১২:১০ এএম | আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫, ১২:১০ এএম

এবার বিপিএলে স্পোর্টিং উইকেটের প্রশংসা হচ্ছে। তবে উইকেটের কারণেই যে শুধু বড় রান হচ্ছে তা না, সীমানা কমিয়ে দেওয়াতেও বাউন্ডারির সংখ্যা বেড়েছে অনেক। অনেক মিসটাইমিংও ছক্কা হচ্ছে। যেসব বল ক্যাচ হওয়ার কথা সেসব পড়ছে বাউন্ডারির বাইরে। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ধাপে এই দৃশ্য দেখার পর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে যেন সীমানা আরও ছোট। মাঠের বাউন্ডারি সীমানা যে অনেক ছোট, ধরা পড়ে একদম খালি চোখেই। তামিম ইকবাল মাঠে ঢুকে উইকেট দেখার পরই খেয়াল করলেন বাউন্ডারি। এগিয়ে গিয়ে খানিকটা কাছ থেকেও দেখলেন তিনি। পরে মাঠকর্মীদের সঙ্গে কথা বললেন কিছু নিয়ে। তখন যা ছিল তার মনে, দুর্বার রাজশাহীর বিপক্ষে ম্যাচের পর তা কণ্ঠেও ফুটিয়ে তুললেন ফরচুন বরিশালের অধিনায়ক। বিপিএলে চার-ছক্কা-রান বাড়ানোর জন্য সীমানা ছোট করে দেওয়ার কৌশল ভালো লাগেনি অভিজ্ঞ এই ক্রিকেটারের।
মিরপুরে মাঠের তিন দিকে সীমানা ৬০ মিটারের চেয়েও কম, আরেক দিকে ¯্রফে ৬০ মিটার। ৬০ মিটারের চেয়ে বেশি আছে তিনদিকে, এরমধ্যে মাত্র একদিকে সেটা ৭০ মিটারের সামান্য বেশি। এত ছোট বাউন্ডারি খালি চোখে লাগে দৃষ্টিকটু। সিলেটে সেই বাউন্ডারির আকার আরও কম, বল গিয়ে সীমানার বাইরে পড়লে দূরত্ব দেখাচ্ছে ৫২ মিটার। অর্থাৎ বাউন্ডারির সীমানা ৫০ মিটারের আশেপাশে! যা বিস্ময়কররকমভাবে কম। এতে ব্যাটাররা বাড়তি সুবিধা পেলেও ব্যাটারদেরই অভিজ্ঞ একজন তামিম ইকবাল সেটা ভালো চোখে দেখছেন না। তিনি চান চার-ছক্কার সীমানা যেন বাড়ানো হয়।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সীমানা এমনিতেই খুব বড় নয়। এবার বিপিএলের জন্য তা কমিয়ে দেওয়া হয় আরও। সীমানা ছোট করা হয়েছিল ঢাকা পর্বে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেও। তবে সিলেটে এতটা কমিয়ে দেওয়া হয়েছে যে, মাঠে ঢুকে সবার আগে নজরে পড়ে এটিই। বিশেষ করে, প্রেস বক্স প্রান্তের সোজাসুজি বাউন্ডারি তো ৩০ গজের বৃত্তের পর আর ৩০ গজও রাখা হয়নি। এই ছোট মাঠেও বাউন্ডারি সীমানা বাইরে বাড়তি জায়গা পড়ে আছে অঢেল। ব্যাটিং স্বর্গ উইকেটের সঙ্গে ছোট সীমানার কারণে সিলেট পর্বের প্রথম ম্যাচে হয়েছে ছক্কার রেকর্ড। সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের ম্যাচে ৩১টি ছক্কা হয়েছে, যা বিপিএল রেকর্ড। সেই ম্যাচে সিলেটের ২০৫ রান তাড়ায় অনায়াসে জিতে যায় রংপুর। দিনের পরের ম্যাচে দুর্বার রাজশাহীকে ১৬৮ রানে আটকে রেখে বরিশাল ৭ উইকেটে জিতে গেছে ১৫ বল বাকি রেখেই। ৪৮ বলে অপরাজিত ৮৬ রান করে ম্যান অব দ্য ম্যাচ এ দিন তামিম।
ব্যাটসম্যান হিসেবে ছোট সীমানাতে খুশিই হওয়ার কথা তামিমের। তবে তিনি শুধু একটি দিক থেকে না ভেবে তুলে ধরছেন বৃহত্তর দৃষ্টিভঙ্গি, ‘যেভাবে মাঠ প্রস্তুত করা হয়েছে, তা খুব ভালো। আমি যা দেখতে চাই, তা হলো আরও বড় সীমানা। জায়গা যখন আছে, তাহলে ৫৮-৬০ গজের বাউন্ডারিতে আমরা কেন খেলছি, জানি না। আন্তর্জাতিক ক্রিকেটে ৬৫-৭০ গজের বাউন্ডারি দেখা যায়। তখন বোলারদের জন্য কিছুটা সুযোগ থাকে। উইকেট এবার এত ভালো...! কিউরেটরদের অনেক কৃতিত্ব দিতে হবে। দুর্দান্ত উইকেট তৈরি করেছেন তারা। তবে উইকেট যখন এত ভালো, তখন সীমানা বাড়িয়ে দেওয়া উচিত, বিশেষ করে যদি জায়গা থাকে। তাহলে বোলারদের জন্যও সুযোগ থাকে। এই মুহূর্তে বোলারদের জন্য কিছু নেই। শীর্ষ কর্তারা যারা সিদ্ধান্ত যা গ্রহণ করেন, আমার আশা ও প্রার্থনা, তারা আমার কথা শুনছেন এবং এই বাউন্ডারি আরেকটু পিছিয়ে দেবেন। কারণ জায়গা তো আছেই।’
মাঠে বাড়তি জায়গা আছে অনেক। তবে শীর্ষ কর্তাদের ভাবনায় জায়গায় কতটা পরিবর্তন আনা গেল, সেটিই বোঝা যাবে সময়ে। সিলেট পর্বের দ্বিতীয় দিনে গতকাল ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হয় রংপুর রাইডার্স। সীমানা বড় করেছে কি-না জানা যায়নি। তবে বিস্ময়করভাবে ম্যাচটি হয়েছে লো স্কোরিং। আগে ব্যাট করে ১৬.৩ ওভারে মাত্র ১১১ রানেই গুটিয়ে যায় ঢাকা। যদিও জবাব দিতে নেমে ৪০ বল হাতে রেখেই লক্ষ্য পেরিয়ে যায় রংপুর। গোটা ম্যাচে ছক্কা হয়েছে মোটে ৭টি! দিনের পরের ম্যাচে তামিমের বরিশালের প্রতিপক্ষ ছিল সিলেট স্ট্রাইকার্স। আগে ব্যাট করতে নেমে ১৮.২ ওভারে স্বাগতিকদের দেয়া ১২৫ রানর লক্ষ্য ৫৭ বল আর ৭ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় বরিশাল। যদিও এদিন ব্যাট হাতে গোল্ডেন ডাক মারেন তামিম!


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

নোয়াখালীতে বাসচাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২

নোয়াখালীতে বাসচাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২

মৃদু শৈত্যপ্রবাহের কবলে নওগাঁ

মৃদু শৈত্যপ্রবাহের কবলে নওগাঁ

নির্বাচনের রোড ম্যাপ দেন অতিসত্বর : আবুল কালাম আজাদ

নির্বাচনের রোড ম্যাপ দেন অতিসত্বর : আবুল কালাম আজাদ

উত্তর কোরিয়ায় নিষিদ্ধ করা হল ‘হট ডগ’

উত্তর কোরিয়ায় নিষিদ্ধ করা হল ‘হট ডগ’

সিংগাইরে ১ সপ্তাহে আত্মহত্যা-৬

সিংগাইরে ১ সপ্তাহে আত্মহত্যা-৬

মির্জাপুরের অবৈধ সেই ৭ ইটভাটা ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে

মির্জাপুরের অবৈধ সেই ৭ ইটভাটা ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে

সীমান্তে সাহসী বাংলাদেশিরা, অনুপ্রেরণা যোগাচ্ছে পুরো দেশকে

সীমান্তে সাহসী বাংলাদেশিরা, অনুপ্রেরণা যোগাচ্ছে পুরো দেশকে

দাবানলে পুড়ছে প্যারিস হিলটন, অ্যান্টনি হপকিন্সের কোটি টাকার বাড়ি

দাবানলে পুড়ছে প্যারিস হিলটন, অ্যান্টনি হপকিন্সের কোটি টাকার বাড়ি

‘অতিথি দেবতার মতো’, এই নীতিতে হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো ভারত

‘অতিথি দেবতার মতো’, এই নীতিতে হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো ভারত

ভূরুঙ্গামারী মহিলা কলেজের গভর্ণিং বডির সদস্য নির্বাচনে মনোনয়ন পত্রের মূল্য ১০ হাজার টাকা

ভূরুঙ্গামারী মহিলা কলেজের গভর্ণিং বডির সদস্য নির্বাচনে মনোনয়ন পত্রের মূল্য ১০ হাজার টাকা

গোয়ালন্দে পাখিদের নিরাপদ আবাসনে গাছে গাছে মাটির হাঁড়ি বসাচ্ছেন একদল যুবক

গোয়ালন্দে পাখিদের নিরাপদ আবাসনে গাছে গাছে মাটির হাঁড়ি বসাচ্ছেন একদল যুবক

নভোএয়ার এর ১২ বছরের সাফল্য উদযাপন

নভোএয়ার এর ১২ বছরের সাফল্য উদযাপন

ফরিদপুরে বিল্ডিংয়ের দরজার পাশে পড়েছিল কেয়ারটেকারের হাত-পা বাঁধা মরদেহ

ফরিদপুরে বিল্ডিংয়ের দরজার পাশে পড়েছিল কেয়ারটেকারের হাত-পা বাঁধা মরদেহ

ডিএমপির ১২ ডিসিকে বদলি

ডিএমপির ১২ ডিসিকে বদলি

আবারও অস্ট্রেলিয়ার নেতৃত্বে স্মিথ

আবারও অস্ট্রেলিয়ার নেতৃত্বে স্মিথ

‘৪৩তম বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবে’

‘৪৩তম বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবে’

বিএনপির ২২৭৬ নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যার অভিযোগ ট্রাইব্যুনালে

বিএনপির ২২৭৬ নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যার অভিযোগ ট্রাইব্যুনালে

ভোটার এবার আগের মত ভোট হবে না-মৌলভীবাজারে প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিন

ভোটার এবার আগের মত ভোট হবে না-মৌলভীবাজারে প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিন

ইহুদি খ্রিস্টানদের স্বর্গরাজ্য পুড়ে ছাই হচ্ছে!

ইহুদি খ্রিস্টানদের স্বর্গরাজ্য পুড়ে ছাই হচ্ছে!

জালিয়াতির প্রশ্ন তুলে শিরোপা হারালেন মিস ইউনিভার্স

জালিয়াতির প্রশ্ন তুলে শিরোপা হারালেন মিস ইউনিভার্স