খুলনাকে গুটিয়ে জয়ে ফিরল রাজশাহী
১০ জানুয়ারি ২০২৫, ০৫:৪২ পিএম | আপডেট: ১০ জানুয়ারি ২০২৫, ০৬:০০ পিএম
লক্ষ্যটা খুব বড় ছিল না। কিন্তু প্রশ্নবিদ্ধ ধীর ব্যাটিংয়ে কাজটা কঠিন করে দিয়ে গেলেন মোহাম্মদ নাইম ও আফিফ হোসেন। পরের ব্যাটাররা দ্রুত রান তোলার চেষ্টায় আউট হলেন দ্রুত। খুলনা টাইগার্সকে গুটিয়ে জয়ে ফিরল দুর্বার রাজশাহী।
চলমান বিপিএলের ১৫তম ম্যাচে শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খুলনাকে ২৮ রানে হারিয়েছে এনামুল হাকের নেতৃত্বাধীন দলটি। ১৭৯ রানের লক্ষ্যে ৩ বল বাকি থাকতে ১৫০ রানে গুটিয়ে যায় খুলনা।
টানা দুই জয়ে আসর শুরুর পর খুলনা খেলতে নেমেছিল এক সপ্তাহের বিরতির পর। কিন্তু মোমেন্টাম ধরে রাখতে পারল না। অন্যদিকে টানা দুই হারের পর জয়ের দেখা পেল রাজশাহী। আসরে ৫ ম্যাচে এটি তাদের দ্বিতীয় জয়।
ব্যাট হাতে দুই রানে জীবন পেয়ে ২৯ বলে অপরাজিত ৪৮ রান ও বল হাতে ১৩ রানে ২ উইকেট নিয়ে রাজশাহীর জয়ের নায় রায়ান বার্ল।
লক্ষ্য তাড়ায় কোনো সময়ই মনে হয়নি জয়ের জন্য খেলছে খুলনা। জিশান আহমেদের করা প্রথম ওভারে বিদায় নেন উইলিয়ান বসিসতো। চতুর্থ ওভারে খুলনা দলপতি মেহেদি হাসান মিরাজ অউট হন ৭ বলে ১ রান করে।
এরপর সেই আফিফ-নাইম জুটি। ৪১ বলে এই জুটি থেকে আসে স্রেফ ৩৩ রান। ২৮ বলে ২৪ রানের প্রশ্নবিদ্ধ ইনিংস খেলে আউট হন ওপেনার নাইম। দলীয় রান তখন ১০.৩ ওভারে ৫৯।
ধীর শুরুর পর হাত খোলার আভাস দিয়ে আফিফ আউট হন ৩০ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩৩ রান করে। এরপর দ্রুত রান তোলার চেষ্টায় আউট হয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন (১১ বলে ১৮), ইমরুল কায়েস (৬ বলে ১৭), আবু হায়দার (৪ বলে ৪), মোহাম্মদ নেওয়াজ (৫ বলে ৯), নাসুম আহমেদরা (১৫ বলে ১৮)।
রাজশাহী অধিনায়ক এনামুল হক সাতজন বোলার ব্যবহার করেন। বিমুখ হননি কেউই; প্রত্যেকেই পান উইকেটের দেখা। বার্লের পাশাপাশি দুটি করে নেন তাসকিন আহমেদ এবং সোহাগ গাজি।
এর আগে টসে হেরে ব্যাটে নেমে ৫.৩ ওভারে ৪৪ রানের উদ্বোধনী জুটি পায় রাজশাহী। ২৩ রানের ব্যবধানে তারা হারায় ৪ উইকেট। হারিস ২০ বলে ২৭ ও জিশান ২২ বলে ২৩ রান করেন। দ্রুত বিদায় নেন এনামুল হক (৮ বলে ৭) ও মেহেরব (৭ বলে ৫)।
এরপর বার্ল ও ইয়াসির গড়েন ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া ৫১ বলে ৮৮ রানের জুটি। ২৫ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪১ রান করেন ইয়াসির।
ইয়াসির আউট হলে আকবরকে নিয়ে ১০ বলে অবিচ্ছিন্ন ২৩ রানের জুটি গড়েন বার্ল। ২৯ বলে ৭ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৪৮ রানে অপরাজিত থাকেন বার্ল। ৯ বলে ৩ চার ও ১ ছক্কায় অপরাজিত ২১ রান করেন আকবর।
৩ ওভারে ২০ রানে ২ উইকেট নিলেও পরে আর তাকে বল দেননি খুলনা অধিনায়ক মিরাজ। মিরাজ নিজে ৩ ওভারে ২৬ রানে নেন ১ উইকেট। সবচেয়ে খরুচে ছিলেন আবু হায়দার। এই পেসার ৩ ওভারে দেন ৩৩ রান, নেন ১ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
দুর্বার রাজশাহী: ২০ ওভারে ১৭৮/৫ (হারিস ২৭, জিসান ২৩, এনামুল ৭, মেহরব ৫, ইয়াসির ৪১, বার্ল ৪৮*, আকবর ২১*; নাসুম ৩-০-২০-২, হাসান ৪-০-৩৩-০, ইরশাদ ৪-০-৩৮-০, নাওয়াজ ৩-০-২৭-১, মিরাজ ৩-০-২৬-১, আবু হায়দার ৩-০-৩৩-১।
খুলনা টাইগার্স: ১৯.৩ ওভারে ১৫০ (বসিস্টো ৬, নাঈম ২৪, মিরাজ ১, আফিফ ৩৩, মাহিদুল ১৮, ইমরুল ১৭, আবু হায়দার ৪, নাওয়াজ ৯, নাসুম ১৮, হাসান ৩, ইরশাদ ৫*; জিসান ৪-০-১৮-১, তাসকিন ৩.৩-০-৩০-২, মেহরব ৪-০-২৫-১, সোহাগ ৩-০-২৭-২, মৃত্যুঞ্জয় ২-০-৩১-১, বার্ল ২-০-১৩-২, শফিউল ১-০-৩-১)।
ফল: দুর্বার রাজশাহী ২৮ রানে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: রায়ান বার্ল।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বাংলাদেশ ও জাইকা’র মধ্যে রেকর্ড অব ডিসকাশন স্বাক্ষর
বিরলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল, শীত বস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
লক্ষ্মীপুরে সমন্বয়ককে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ইসলামী ছাত্র মজলিসের সমাবেশ
জিয়ার আদর্শ মানুষের মনে প্রবল উদ্দীপনা জাগিয়ে তোলে: সিলেটে খন্দকার মুক্তাদির
শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশের লক্ষ্য নিউজিল্যান্ডের
গফরগাঁওয়ে তাবলীগ জামায়াতের সাদপন্থীদের বিচারের দাবিতে প্রতিবাদ বিক্ষোভ মিছিল
শ্রীমঙ্গলে ট্যুরিজম বোর্ডের ৩ দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যাল মেলার উদ্বোধন
লক্ষ্মীপুরে ৫০০ ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ
ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত, আহত ৪
ঢাকা জেলা উত্তর ছাত্রশিবিরের সভাপতি সুফিয়ান, সেক্রেটারি রাকিব
মনিরামপুরে পলিথিনের বিকল্প পাট জাতীয় পণ্য প্রশিক্ষনে ঝুকছেন নারীরা
‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে আলেমদের অবদান উল্লেখ থাকতে হবে’
কালীগঞ্জে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে জরিমানা
৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে একটি কল্যাণমূখী রাষ্ট্র গড়ে তোলা হবে: সাইদ সোহরাব
এবার শেরপুর সীমান্তে সোয়া দুই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
ইবি’র প্রাক্তন শিক্ষার্থীদের ২৫তম ফ্যামিলি ডে উদযাপন
মাদারীপুরে শিক্ষকদের পেশাগত দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
বগুড়ায় বিএনপি নেতা সাজুর ওপর হামলার প্রতিবাদে সভা
ডিআরইউ সদস্য ও সদস্য সন্তানদের উশু প্রশিক্ষণ শুরু