তামিমকে মুশফিক-মাহমুদ উল্লাহদের বিদায়ী বার্তা
১১ জানুয়ারি ২০২৫, ০৩:৩২ পিএম | আপডেট: ১১ জানুয়ারি ২০২৫, ০৩:৩৯ পিএম
১৮ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় জানানোর পর একের পর এক অভিনন্দনে সিক্ত হচ্ছেন তামিম ইকবাল। এই তালিকায় রয়েছেন তার দীর্ঘ দিনের মাঠের সতীর্থরাও।
শুক্রবার এক ফেসবুক পোস্টের মাধ্যমে আর বাংলাদেশের হয়ে না খেলার ঘোষণা দেন তামিম।
তামিমের ১৮ বছরের ক্যারিয়ারকে সবচেয়ে কাছ থেকে দেখেছেন মুশফিকুর রহিম। তামিমের আগে থেকেই বাংলাদেশ দলে খেলছেন এই কিপার-ব্যাটার। বাংলাদেশের হয়ে দুজন এজসঙ্গে ব্যাট করেছেন ৭২ ইনিংস। বন্ধুর বিদায় নিজের ভেরিফায়েড ফ্যান পেজে ‘দোস্ত’কে নতুন জীবনের শুভকামনা জানিয়েছেন মুশফিক।
‘তামিম, তোমার এই অবসরের সময়ে তোমার অর্জনের জন্য আমি কতটা গর্বিত, সেটি বলছি। দোস্ত, তুমি বাংলাদেশ ক্রিকেটের অসাধারণ এক দূত এবং বিশ্বমানের ব্যাটার। দুবাইয়ে আমাদের জুটিটি আমি সব সময় মনে রাখব, বিশেষ করে তুমি যখন ভাঙা আঙুল নিয়ে ব্যাট করেছিলে। এতে দেশের প্রতি তোমার নিবেদন ও খেলার প্রতি ভালোবাসাটা বোঝা যায়। অবসর শুভ হোক, দোস্ত। মাঠে তোমাকে মিস করব। তবে ক্রিকেটের মাধ্যমে অসাধারণ এক বন্ধু পাওয়ার জন্য আমি কৃতজ্ঞ।’
তামিমের সঙ্গে ৯ বছরে ১০৬টি ম্যাচ খেলেছেন সৌম্য সরকার। একসাথে ওপেন করেছেন ৮১ ইনিংস। সৌম্য মনে করেন তামিমের এই বিদায় নতুন কিছুর শুরু। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সৌম্য নিজের ভেরিফায়েড ফ্যান পেজে তামিমের অবসর নিয়ে লিখেছেন, ‘নতুন শুরুর জন্য শুভকামনা। অবসর মানে শেষ নয়, এটা সুন্দর এক নতুন অধ্যায়ের শুরুও। সামনের অভিযাত্রা উপভোগের। অবসর শুভ হোক, ভাই। মাঠে আপনাকে মিস করব।’
মাঠে লম্বা সময় তামিমের সতীর্থ ছিলেন মাহমুদউল্লাহও। ৩৮ ইনিংস একসঙ্গে ব্যাট করেছেন দুজন। মূলত দুজন দুই পজিশনের ব্যাটার হওয়ায় খুব একটা একসঙ্গে ব্যাটিং করা হয়নি তাদের। তবু সতীর্থের অবদান তুলে ধরে তাকে মিস করার কথা জানিয়েছেন মাহমুদউল্লাহ। পোস্ট করেছেন দুজনের একসঙ্গে ব্যাটিং করার ছবিও।
‘তামিম, দীর্ঘ এবং দুর্দান্ত আন্তর্জাতিক ক্যারিয়ারে সুন্দর সব অর্জনের জন্য তোমাকে অনেক অভিনন্দন। তোমার অর্জন অনেক এবং বাংলাদেশ দলে অবদানও প্রচুর। আমার মনে হয়, বাংলাদেশ দলের হয়ে এটাই আমাদের শেষবার একসঙ্গে ব্যাট করার ছবি (পোস্টের ছবি)। তোমার সঙ্গে খেলাটা ছিল আনন্দের এবং মাঠ ও মাঠের বাইরে অনেক স্মৃতি আমাদের। অবসর সুখের হোক এই কামনা করি এবং ভবিষ্যতের জন্যও শুভকামনা রইল। তোমার অবদান সব সময় মনে রাখা হবে।’
জাতীয় দলের বাইরে থাকা ওপেনার মোহাম্মদ নাঈম তামিমের অবসর নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, ‘আপনার অবসরের মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটে একটি যুগের অবসান ঘটল। দেশের অন্যতম সেরা ওপেনার হিসেবে নিজের দক্ষতা, নিবেদন ও নেতৃত্বগুণ দিয়ে আপনি এই খেলায় অমোচনীয় ছাপ রেখে গেলেন। বড় সেঞ্চুরি কিংবা চাপের মুখে দারুণ সব পারফরম্যান্সের অবদান আপনাকে বাংলাদেশ ক্রিকেটের সত্যিকারের আইকন বানিয়েছে।’
তিন সংস্করণ মিলিয়ে ৩৮৭ ম্যাচ আর ১৫ হাজার ৪২৯ রান নিয়ে শেষ হলো তামিমের ক্যারিয়ার। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে আন্তজার্তিক ক্রিকেটে সফলতম তিনিই। ১৫ হাজার ৩০০ রান নিয়ে ঠিক পেছনেই আছেন মুশফিকুর রহিম।
২০২৩ সালের সেপ্টেম্বরে দেশের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের জার্সিতে শেষবার মাঠে নেমেছেন তিনি। ওই সিরিজের পর ওয়ানডে বিশ্বকাপের দল থেকে নিজেকে সরিয়ে নেন। এরপর আর তার ফেরা হলো না আন্তর্জাতিক ক্রিকেটে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বাংলাদেশ সিভিল সার্ভিসে বৈষম্য কতটা প্রকট: সাধারণের অবস্থান কোথায়
কোরআন তেলাওয়াত আমাদের হৃদয়ে প্রশান্তি দান করে: কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ
ড. ইউনূসের ৫ মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ
শেরপুরে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত
চুয়াডাঙ্গা শহরের জান্নাতুল মাওলা কবরস্থান থেকে হাত-পা মুখ বাঁধা অবস্থায় এক অচেতন সেনা সদস্য উদ্ধার
আফগানিস্তানে এবার ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের
মাওলানা মামুনুল হক আমির জালালুদ্দীন মহাসচিব নির্বাচিত
বসুন্ধরায় ফ্যাশন ব্রান্ড ‘হিজাবিয়ানা’র আউটলেট উদ্বোধন
‘সরকার এতই যোগ্য যে, থানা থেকে ওসি পালিয়ে যায় কিন্তু টেরই পায় না’: মাহমুদুর রহমান মান্না
সাংবাদিকতা হতে হবে পুরো সত্য, আংশিক নয়: কাদের গনি চৌধুরী
জিয়া পরিবারের জন্য বাংলাদেশের অস্তিত্ব টিকে আছে - যুবদল নেতা রেজাউল কবীর পল
বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন অভিশংসিত প্রেসিডেন্ট
কুষ্টিয়ায় ৮ ঘন্টার ব্যবধানে দুটি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত-৩
তারেক রহমানকে আমন্ত্রণ জানালেন ডোনাল্ড ট্রাম্প
২০২৪ সালে সড়কে নিহত ৭ হাজারের বেশি, দায় নিলেন সড়ক উপদেষ্টা
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
মাদারীপুরের কালকিনিতে মটরসাইকেলের ধাক্কায় কিশোর নিহত
ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিলেটে একটি হাসপাতাল উদ্বোধন করলেন ড. ইউনুস
বাংলাদেশ মাঠ প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতি টাঙ্গাইল জেলা শাখার কমিটি গঠন
জানুয়ারির মধ্যেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে : ড. বিধান রঞ্জন