আবেগাপ্লুত নাফিস, মুশফিক-মাহমুদউল্লাহর স্মৃতিচারণ

‘তোমার লেগ্যাসি চির অম্লান’

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

১২ জানুয়ারি ২০২৫, ১২:০৭ এএম | আপডেট: ১২ জানুয়ারি ২০২৫, ১২:০৭ এএম

আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ইকবাল এখন ‘সাবেক ক্রিকেটার’। সামাজিক যোগাযোগমাধ্যম বার্তায় বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক জানিয়ে দিয়েছেন, জাতীয় দলের হয়ে আর মাঠে ফিরছেন না। আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি ঘটে গেছে। তামিমের অবসরে তাঁকে বিভিন্নভাবে শুভেচ্ছা, অভিনন্দন ও বিদায় জানিয়েছেন তার সতীর্থরা। তামিমের অবসরে এবার আবেগঘন পোস্ট লিখেছেন নাফিস ইকবাল। দুজনের বড় পরিচয় ছোট ভাই-বড় ভাই। তবে তামিমকে শুধু পরিবারের একজন হিসেবেই নয়, ক্রিকেটাঙ্গনেও বিভিন্ন রূপে দেখেছেন নাফিস। কখনো ঘরোয়া ক্রিকেটে একই দলের খেলোয়াড় হিসেবে, কখনো প্রতিপক্ষ দলের খেলোয়াড় হিসেবে আর কখনোবা জাতীয় দলে অধিনায়ক-ম্যানেজার হিসেবে। মোটের ওপর মাঠে ও মাঠের বাইরের তামিমকে এবং তার ভালো-মন্দ প্রতিটি মুহূর্তকেই খুব কাছ থেকে দেখেছেন নাফিস। তামিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর নাফিসের বিদায়ী-বার্তায় তাই উঠে এলো সব প্রসঙ্গই।
২০২৫ সালের জানুয়ারিতে এসে অবসরের কথা জানালেও তামিম বাংলাদেশ দলের হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন ২০২৩ সালের সেপ্টেম্বরে। সে বছর ওয়ানডে বিশ্বকাপের দল থেকে তামিমের বাদ পড়াকে কেন্দ্র করে দেশের ক্রিকেটে তোলপাড় উঠেছিল। সে ঘটনাকে পুরো পরিবারের জন্য ‘দুঃসহ’ উল্লেখ করে নাফিস লিখেছেন, তামিম হয়তো সেই ধাক্কা থেকে বের হতে পারেনি, ‘২০২৩ বিশ্বকাপের আগে ওর সঙ্গে যা হয়েছে, এটা ওর জন্য ছিল প্রচ- এক ধাক্কা, যা সহ্য করার মতো নয়। ওই ব্যাপারটায় তখন আমি ভুগেছি, আমাদের পরিবার ভুগেছে। পুরো পরিবারকে দুঃসহ সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। কিছু মানুষ এসব জায়গা থেকে বের হতে পারে, কেউ পারে না। তামিম হয়তো পারেনি।’
মাঠের ক্রিকেটে তামিমকে ভিন্ন ভিন্ন ভূমিকায় দেখার অভিজ্ঞতা তুলে ধরে নাফিস লিখেছেন, ‘মাঠে প্রতিপক্ষ হিসেবেও ওকে পেয়েছি আমি। খুবই কঠিন এবং আপসহীন প্রতিপক্ষ। আমার মনে আছে, পোর্ট সিটি ক্রিকেট লিগে আমার বিপক্ষ দলে ছিল তামিম। আমাকে প্রচ- সেøজিং করেছিল। আমি খুবই বিব্রত হয়েছিলাম। ভাবতেও পারিনি, ওর কাছ থেকে এ রকম কিছু পাব। সেদিন বুঝেছিলাম, মাঠের লড়াইয়ের ওর কাছে সবকিছুর আগে নিজের দল। আবার একসঙ্গে যতটুকু খেলতে পেরেছি জাতীয় লিগে চট্টগ্রাম বিভাগের হয়ে, ঢাকা লিগে ব্রাদার্স, মোহামেডান, বিমানে, দেখেছি ওর চেয়ে ভালো সতীর্থ আর হয় না।
পরে জাতীয় দলে আমি যখন ম্যানেজার, ওকে পেয়েছি অধিনায়ক হিসেবে। আমার কাজের জায়গা থেকে বললে, খুবই আউটস্ট্যান্ডিং ছিল ও। সতীর্থদের তো বটেই, ম্যানেজমেন্টের যে কোনো প্রয়োজনেও ওকে দেখেছি পাশে থাকতে। এমন নয় যে সব সময় সবকিছুতে আমরা একমত ছিলাম। তবে আমি ম্যানেজার হিসেবে ওকে কিছু বোঝাতে চাইলে, বুঝত খুব ভালোভাবে।’ ক্রিকেটার পরিচয়ের বাইরে পরিবারে তামিম খুবই যতœশীল উল্লেখ করে নাফিস জানিয়েছেন, তাঁদের পরিবারের যত বাচ্চা আছে, সবাই তামিমের ২৮ নম্বর জার্সি পরে খেলে। নাফিসের ভাষায় ‘ও যেমন আমাদের আপনজন, তেমনি আমাদের সুপারস্টার।’
ছোট্ট তামিমের প্রথমবার ব্যাট হাতে নেওয়া, দেশের হয়ে প্রথম ম্যাচ খেলতে নামার স্মৃতিচারণও করেছেন নাফিস। ‘বাংলাদেশের জার্সিতে তামিমকে আর দেখব না, এখনো যেন ঠিক বিশ্বাস করতে পারছি না’ দিয়ে পোস্ট শুরু করা নাফিস শেষ করেছেন এভাবে, ‘তামিম, আবারও বলছি, “তোমাকে আমরা ভালোবাসি ও তোমাকে নিয়ে সবাই অসম্ভব গর্বিত। কোথাও না কোথাও থেকে আব্বাও তৃপ্তির হাসিতে বলছেন, ওয়েল ডান”।’
২০০৭ সালে তামিমের আন্তর্জাতিক অভিষেক থেকে যুগলবন্দির শুরু। পরের ১৬ বছরের বেশি সময়ে বাংলাদেশের হয়ে প্রায় সাড়ে তিনশ ম্যাচ তার সঙ্গে খেলেছেন মুশফিকুর রহিম। বন্ধুত্ব অবশ্য ছিল তাদের বয়সভিত্তিক ক্রিকেট থেকেই। পরে জাতীয় দলে একসঙ্গে এই দীর্ঘ পথচলায় দুজনের ঘনিষ্ঠতা বেড়েছে আরও। প্রিয় বন্ধুর বিদায়ে হৃদয় ভেঙে গেলেও ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন মুশফিক, ‘তোর অবসরে আমি শুধু এটুকুই জানাতে চাই, তোর প্রতিটি অর্জনে আমি কতটা গর্বিত, দোস্ত। তুই বাংলাদেশ ক্রিকেটের অসাধারণ একজন দূত এবং বিশ্বমানের ব্যাটসম্যান।’
প্রায় দেড় যুগের ক্যারিয়ারে বাংলাদেশের জার্সিতে ৩৮৭ ম্যাচ খেলেছেন তামিম। এর মধ্যে ৩৪৫টিতেই তিনি সতীর্থ হিসেবে পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদকে। সাফল্যম-িত ক্রিকেট ক্যারিয়ারের জন্য তামিমকে অভিনন্দন জানিয়ে অভিজ্ঞ এই অফলরাউন্ডার লেখেন, ‘দীর্ঘ ও অসাধারণ ক্যারিয়ারে দারুণ সব অর্জনের জন্য অনেক অভিনন্দন, তামিম। তুমি অনেক কিছু অর্জন করেছ এবং বাংলাদেশের ক্রিকেটে অনেক অবদান রেখেছো।’ সামাজিক মাধ্যমের ওই বার্তায় তামিমের সঙ্গে নিজের শেষ জুটি বাধার ছবি জুড়ে দেন মাহমুদউল্লাহ, ‘আমার মনে হয়, সেদিনই আমরা বাংলাদেশের হয়ে শেষবার একসঙ্গে ব্যাটিং করেছিলাম। তোমার সঙ্গে খেলা এবং মাঠ ও মাঠের বাইরে হাজারও স্মৃতি খুবই আনন্দময় ছিল। অবসর ও ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা। তামার লেগ্যাসি সবসময় মনে রাখা হবে।’
২০০৭ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তামিমের অভিষেক ম্যাচে উদ্বোধনী জুটির সঙ্গী ছিলেন শাহরিয়ার নাফীস। ওই বছরেই বিশ্বকাপে ভারতের বিপক্ষে তামিমের ক্রিজ ছেড়ে বেরিয়ে মারা ছক্কার ভিডিও পোস্ট করেন সাবেক বাঁহাতি ওপেনার।
এছাড়া ছোট্ট আরেক বার্তায় তামিমকে অভিনন্দন জানান নাফীস, ‘আন্তর্জাতিক ক্রিকেটে তোমার অবদান বাংলাদেশ সবসময় মনে রাখবে... তামিম ইকবাল।’ ক্যারিয়ারের বড় অংশে উদ্বোধনী সঙ্গী হিসেবে তামিমকে পেয়েছেন সৌম্য সরকার। অগ্রজ ওপেনারের বিদায়ে তার সঙ্গে খেলা সময়ের স্মৃতি রোমন্থন করেন সৌম্য, ‘নতুন শুরু ও সারাজীবন মনে রাখার মতো স্মৃতির জন্যও শুভেচ্ছা। অবসর মানে কোনো সমাপ্তি নয়। নতুন এক অধ্যায়ের সূচনা মাত্র। সামনের সময়টা উপভোগ করুন। অবসরের জন্য শুভকামনা ভাই। মাঠে আপনাকে মিস করব।’
সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় জাতীয় দলে অবদানের জন্য তামিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সাবেক ওপেনার ও বর্তমান নির্বাচক হান্নান সরকার, ‘দুর্দান্ত সব অবদানের জন্য বাংলাদেশ ক্রিকেট সবসময় তোমাকে মনে রাখবে। ধন্যবাদ তামিম ইকবাল খান।’ বর্তমান জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের কাছে অনুপ্রেরণার বাতিঘর তামিম। বিদায়বেলায় তাই অগ্রজের প্রতি কৃতজ্ঞতাই জানালেন তিনি, ‘একটি যুগের সমাপ্তি। তামিম ভাই, আপনি আমাদের সকলের জন্য এক অনুপ্রেরণার বাতিঘর। আপনার আবেগ, নিবেদন, এবং অটল নেতৃত্ব এমন এক ছাপ রেখে গেছে যা শব্দে প্রকাশ করা সম্ভব নয়। আমি চিরকাল কৃতজ্ঞ আপনার কাছ থেকে পাওয়া শিক্ষার জন্য। শুধু ক্রিকেট নয়, জীবনের বিষয়েও। এই খেলা, ভক্তরা এবং যাদের সঙ্গে আপনি মিশেছেন সবাই আপনার উপস্থিতি মিস করবে। সবকিছুর জন্য ধন্যবাদ, তামিম ভাই। আপনার লেগেসি চিরকাল বেঁচে থাকবে!’
তামিমের সঙ্গে দীর্ঘদিন একসঙ্গে খেলা তাইজুল ইসলাম মানতেই পারছেন না অবসরের সিদ্ধান্ত। বাঁহাতি স্পিনারের কাছে ক্রিকেটারের তামিমের মতোই বড় তারকা ব্যক্তি তামিম, ‘তামিম ভাই, অভিনন্দন গৌরবময় একটা ক্রিকেট ক্যারিয়ার উপহার দেওয়ার জন্য। নিজেকে সব সময় সৌভাগ্যবান মনে করেছি আপনার মত একজন কিংবদন্তির সঙ্গে জাতীয় দলে খেলতে পেরে। আপনাকে আর জাতীয় দলের জার্সিতে সহযোদ্ধা হিসেবে পাব না এটাও মেনে নিতে পারতেছি না। ক্রিকেট দিয়ে যে দেশপ্রেম আপনার মধ্যে দেখেছি... এশিয়া কাপ এর সেই এক হাতে ব্যাটিং আমৃত্যু মনে থাকবে। আন্তর্জাতিক ক্রিকেট আপনি যত বড়ই তারকা হন না কেন, ব্যক্তি তামিম যে আমার কাছে আরও বড় তারকা। আল্লাহ যেন আগামীতে আপনার চলার পথ সহজ,সুন্দর ও গৌরবময় করেন।’


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত

যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত

অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে

অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে

দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল

দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল

গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১

গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১

নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে

নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে

অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন

অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন

ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের

ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের

পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ

পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ

মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি

মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি

রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী

রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী

বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের

বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের

আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া

আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া

ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার

ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার

দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী

দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী

সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির

সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির

রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান

ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান

সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার

সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার

উন্মুক্ত মঞ্চে তরুণদের উচ্ছ্বাস

উন্মুক্ত মঞ্চে তরুণদের উচ্ছ্বাস