সিলেটকে উড়িয়ে জয়ের ধারায় চট্টগ্রাম
১৩ জানুয়ারি ২০২৫, ০৫:২০ পিএম | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫, ০৬:০৭ পিএম
উসমান খান ও গ্রাহাম ক্লার্কের ঝড়ো ফিফটির পর হায়দার আলির টর্নেডো ইনিংসে দল পেল বড় সংগ্রহ। পরে বল হাতে আলো ছড়ালেন মোহাম্মদ ওয়াসিম আল ইসলামরা। সিলেট স্ট্রাইকার্সকে উড়িয়ে টানা তৃতীয় জয় তুলে নিল চিটাগং কিংস।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার বিপিএলের প্রথম ম্যাচে সিলেটকে ৩০ রানে হারিয়েছে মোহাম্মদ মিথুনের নেতৃত্বাধীন দলটি। ২০৪ রানের লক্ষ্যে ৮ উইকেটে ১৭৩ রানে আটকে যায় স্থানীয় দলটি।
চট্টগ্রামের জয়ের নায়ক ক্লার্ক। এই ইংলিশ ৩৩ বলে করেন সর্বোচ্চ ৬০ রান। ৩৫ বলে ৫৩ রান করেন উসমান খান। ১৮ বলে ৪২ রানে অপরাজিত থাকেন হায়দার।
লক্ষ্য তাড়ায় দ্বিতীয় বলেই পল স্টার্লিংকে হারায় সিলেট। সিলেটের আগের দুই জয়ের নায়ক জাকির হাসান এদিনও দেন ভালো কিছুর আভাস। কিন্তু তিনি আউট হন ১৯ বলে ২৫ রান করে। রনি তালুকদারও ফেরেন দ্রুতই। অ্যারোন জোন্স ধীর ব্যাটিংয়ে ১৮ বলে ১৫ রান করে যখন আউট হন দলীয় সংগ্রহ তখন ১০.৩ ওভারে ৪ উইকেটে ৬৪।
এরপর জিততে হলে দরকার হতো টর্নেডো ইনিংস। জর্জ মানজি ৩৭ বলে চারটি করে ছক্কা-চারে ৫২ রান করলেও প্রত্যাশা মেটাতে পারেননি। জোন্সের সঙ্গে তার ৩১ বলে ২২ রানের জুটি প্রশ্নেরও জন্ম দিয়েছে অনেক। এই সময়ে ৫ ওভারে মাত্র একটি বাউন্ডারি আসে তাদের ব্যাট থেকে। দুইশোর্ধো রান তাড়ার কোনো তাড়নাই দেখা যায়নি তাদের ব্যাটে।
জাকের আলি চেষ্টা করেন নিজের মতো। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ২৩ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৪৭ রানে অপরাজিত থাকেন এই ব্যাটার।
২৫ রানে ৩ উইকেট নিয়ে চট্টগ্রামের সেরা বোলার ওয়াসিম। ৩৬ রানে ২টি নেন আল ইসলাম।
এর আগে টসে হেরে ব্যাটে নামা চট্টগ্রাম চতুর্থ ওভারে হারায় পারভেজ হোসেন ইমনকে। ব্যর্থতার ধারাবাহীকতায় এবার এই ওপেনার আউট হন ১০ বলে ৭ রান করে। এরপর ৩৯ বলে ৬৮ রানের জুটি গড়েন ক্লার্ক ও আরেক ওপেনার উসমান। উসমান ৩৫ বলে ৫৩ রানের ইনিংসটি সাজান ৮ চার ও ১ ছক্কায়।
এরপর মিথুনের সঙ্গে ৩০ বলে ৪৮ রানের জুটি গড়ে আউট হন ক্লার্ক। ইংলিশ ব্যাটারের ৩৩ বলে ৬০ রানের ইনিংসটি ৩ চার ও ৫ ছক্কায় সাজানো।
অধিনায়ক মিথুনের ব্যাট থেকে আসে ১৯ বলে ২৮ রান। ১৮ বলে অপরাজিত ৪২ রানের পথে ৪টি চার ও ৩টি ছক্কা হাঁকান পাকিস্তানি ব্যাটার হায়দার।
৩৮ রানে ২ উইকেট নিয়ে সিলেটের সফলতম বোলার তানজিম হাসান সাকিব।
সংক্ষিপ্ত স্কোর:
চিটাগং কিংস: ২০ ওভারে ২০৩/৬ (উসমান ৫৩, পারভেজ ৭, ক্লার্ক ৬০, মিঠুন ২৮, হায়দার ৪২, শামীম ১, ওয়াসিম ৩, শরিফুল ১*, নাহিদুল ৪-০-৩০-১, তানজিম ৪-০-৩৮-২, নিহাদউজ্জামান ৪-০-৩৯-০, রুয়েল ৪-০-৪৮-১, জোন্স ১-০-১৬-০, আরিফুল ৩-০-৩০-১)।
সিলেট স্ট্রাইকার্স: ২০ ওভারে ১৭৩/৮ (রনি ৭, স্টার্লিং ০, জাকির ২৫, মানজি ৫২, জোন্স ১৫, জাকের ৪৭*, আরিফুল ১২, তানজিম ০, নাহিদুল ৩, নিহাদউজ্জামান ১*; নাবিল ২-০-২৫-১, শরিফুল ৪-০-৩৪-১, আলিস ৪-০-৩৬-২, খালেদ ৪-০-৩০-১, ওয়াসিম ৪-০-২৫-৩, শামীম ২-০-১৮-০)।
ফল: চিটাগং কিংস ৩০ রানে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: গ্রাহাম ক্লার্ক।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
পিলখানা হত্যাকাণ্ড তদন্তে সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের
সন্ত্রাসী হামলায় সিকিউরিটি গার্ড নিহত, আহত ১০
ইবির আইন প্রশাসক হলেন ড. নুরুন নাহার
নাটকীয় জয়ে রংপুরের সাতে সাত
নতুন ফেসবুক পেইজের ঠিকানা দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন
ভক্তদের হঠাৎ কি বার্তা দিলেন ঢালিউড কুইন শাবনূর?
পেকুয়ায় ইউপি চেয়ারম্যান কারামুক্ত
ধ্বংস হওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের জন্যই ৩১ দফা কার্যকর প্রয়োজন: আমিনুল হক
বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যা জানাল ভারত
হাসিনার এপিএস লিকুর ১৫০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন, দুদকের ৪ মামলা
মারের কোচিংয়ে জোকোভিচের প্রথম জয়
উত্তরখানে ভূয়া পুলিশ গ্রেফতার
মাত্র ৯৫ দিনে মুহিব্বুল মুরসালিন খানের পবিত্র কুরআন হিফয সম্পন্ন
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
হাজীগঞ্জে ননদ ভাবির ঝগড়া থামাতে গিয়ে বাবার মৃত্যু
মাসরুর আরেফিন পুনরায় সিটি ব্যাংকের এমডি
নতুন বছরে টেকনোর অসাধারণ অফার
‘১৫ জানুয়ারি ফুলতলী ছাহেব কিবলাহ'র ঈসালে সাওয়াব মাহফিল সফল করুন’
মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ
বিদ্যালয়ের পাশে হাসপাতালের আবর্জনা, মালিককে অর্থদণ্ড