বিসিবির হুঁশিয়ারি, রাজশাহীর প্রতিশ্রুতি
১৭ জানুয়ারি ২০২৫, ১২:০৮ এএম | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫, ১২:০৮ এএম
ফ্র্যাঞ্চাইজির সঙ্গে খেলোয়াড়দের চুক্তি অনুযায়ী, টুর্নামেন্ট শুরুর আগে প্রত্যেক খেলোয়াড়কে পাওনা টাকার ৫০ শতাংশ দিয়ে দেওয়ার কথা ফ্র্যাঞ্চাইজিদের। টুর্নামেন্ট চলাকালীন দিতে হবে আরও ২৫ শতাংশ। বাকি ২৫ শতাংশ টাকা দিতে হবে টুর্নামেন্ট শেষে। তবে অন্যান্যবারের মতো এবারও বিপিএল শুরু হওয়ার আগে চুক্তি মেনে কোনো দলই ক্রিকেটারদের প্রতিশ্রুত টাকা পরিশোধ করেনি। এখনো অনেক দলের ক্রিকেটাররা প্রতিশ্রুত পুরো টাকা পাননি বলে জানা গেছে। এরই মধ্যে কোনো টাকাই পায়নি দুর্বার রাজশাহীর ক্রিকেটারা! বিষয়টি সামনে আসে টাকা না পাওয়ার অভিযোগে দলের ক্রিকেটাররা গতকাল অনুশীলন বয়কট করলে। তবে বিসিবি ও ফ্র্যাঞ্চাইজি মালিকদের আশ্বাসে গতকাল সকালে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে তারা অনুশীলন করেন। অনুশীলন শেষে দলের ম্যানেজার মেহরাব হোসেন সংবাদমাধ্যমকে বলেছেন, খেলোয়াড়েরা মানসিকভাবে ঠিকঠাক আছেন। গতকালের মধ্যে তারা প্রতিশ্রুত টাকা পেয়ে যাবেন।
তবে জানা গেছে, এর আগে বিসিবির কড়া ধমকই খেয়েছে দুর্বার রাজশাহী কর্তৃপক্ষ। বিসিবির একটি সূত্র জানিয়েছে, বিষয়টি নিয়ে কাল বোর্ড সভাপতি ফারুক আহমেদ কথা বলেছেন দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয় ও ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের সঙ্গে। এনামুলের মাধ্যমে দলের ক্রিকেটারদের সমস্যা সমাধানে আশ্বস্ত করার পাশাপাশি ফারুক ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষকে দিয়েছেন কড়া আলটিমেটাম। বিসিবির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, গতকালের মধ্যে প্রতিশ্রুত টাকা না দিলে তাদের ফ্র্যাঞ্চাইজি বাতিল করা হবে। নতুন মালিক পাওয়া না গেলে দুর্বার রাজশাহীর দায়িত্ব নিতে পারে বিসিবি।
খেলোয়াড়দের সময়মতো টাকা দিতে না পারায় বোর্ড সভাপতির কাছে দুঃখ প্রকাশ করেছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। বিসিবি সভাপতি তাদের বলেন, প্রতিশ্রুত সময়ের মধ্যে (গতকাল) খেলোয়াড়দের পারিশ্রমিকের ২৫ শতাংশ টাকা নগদ দিতে হবে। এ ছাড়া ২৫ শতাংশ টাকার চেক দিতে হবে, যা আগামী তিন কর্মদিবসের মধ্যে উত্তোলনযোগ্য। এর অন্যথা হলে দুর্বার রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি বাতিল করা হবে বলেও জানিয়ে দিয়েছেন সভাপতি। বোর্ড সূত্রে জানা গেছে, ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার আগে সন্ধ্যায় জুম মিটিং করে এ ব্যাপারে অন্য বোর্ড পরিচালকদের মতামত নিয়েছেন ফারুক। সেখানে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বিসিবির চুক্তির শর্তাবলি নিয়ে আলোচনা হয়েছে। এ ধরনের পরিস্থিতিতে কী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে, তা নিয়ে বিসিবির আইনি উপদেষ্টাদের মতামত নেওয়ারও সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে বিসিবি সভাপতির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি তাঁকে।
ওদিকে কাল বিসিবি সভাপতির সঙ্গে আলোচনা শেষে দুর্বার রাজশাহীর পক্ষে অপারেশন ইনচার্জ জায়েদ আহমেদ ফ্র্যাঞ্চাইজি থেকে দেওয়া এক ভিডিও বার্তায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গতকালের মধ্যেই তারা খেলোয়াড়দের ২৫ শতাংশ টাকা নগদ এবং ২৫ শতাংশ টাকার চেক দিয়ে দেবেন। এর আগে খেলোয়াড়দের দেওয়া চেক বাউন্সের অভিযোগও উঠেছিল দুর্বার রাজশাহীর বিপক্ষে। এ ব্যাপারে জায়েদ আহমেদের ব্যাখ্যা, ফ্র্যাঞ্চাইজি মালিকের স্ত্রী চিকিৎসার জন্য ব্যাংককে থাকায় খেলোয়াড়দের বলা হয়েছিল চেক যেন তখন ব্যাংকে জমা না দেওয়া হয়। তিনি আসার পর যেন চেক জমা দেওয়া হয়, নয়তো চেকে যার সই, সেই মালিকের স্ত্রীকে ফোনে পাওয়া যাবে না। কিন্তু তারপরও দু-একজন খেলোয়াড় ‘ভুলবশত’ চেক জমা দিতে গিয়েছিলেন। পারিশ্রমিকের টাকা দিতে না পারলেও প্রথম ম্যাচ জেতার পর সিলেটে দলকে উইনিং বোনাস দেওয়া হয়েছে। এর বাইরে খেলোয়াড়দের উৎসাহিত করতে স্থানীয় ১৪ খেলোয়াড়কে এক লাখ টাকা করে ‘উপহার’ দেওয়া হয়েছে। সময়মতো টাকা দিতে না পারার জন্য দুঃখ প্রকাশ করলেও জায়েদ দাবি করেছেন, টাকা না পাওয়ায় গতপরশু খেলোয়াড়েরা অনুশীলণ করেননি, খবরটি সঠিক নয়। তখন পর্যন্ত সব ক্রিকেটার টিম হোটেলে না ওঠাতে নাকি ম্যানেজেমেন্টই খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছিল।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
অতিরিক্ত সময়ে এন্দ্রিকের জোড়া গোলে জিতে শেষ আটে রিয়াল
গ্রিক সাইপ্রিয়ট প্রশাসনকে অস্ত্র বিক্রয়ের মার্কিন সিদ্ধান্তে টিআরএনসি-এর ক্ষোভ ও উদ্বেগ
নরসিংদীতে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮
পাবনায় জনজীবনে ভয়াবহ হচ্ছে ভার্চুয়াল আসক্তি
মাঝ আকাশে ভেঙে টুকরো ইলন মাস্কের ‘স্টারশিপ’
বাংলাদেশ-ভারতকে অতীত কবর দিয়ে নতুন করে শুরু করতে হবে: সুনন্দা কে দত্ত রায়
সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশের খসড়া অনুমোদন
সাইফ ইস্যুতে কেজরিওয়ালের বিস্ফোরক মন্তব্য, পাল্টা প্রতিক্রিয়া বিজেপি নেতার
ট্রাম্পের শুল্ক ছাড়াও চীনের অর্থনৈতিক সংকটে তিনটি বড় চ্যালেঞ্জ !
খেজুরের রস খেতে গিয়ে গাড়িচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
দিয়ালোর দুর্দান্ত হ্যাটট্রিকে ইউনাইটেডের নাটকীয় জয়
আজারবাইজান-জর্জিয়া সম্পর্ক শক্তিশালীকরণে উচ্চপর্যায়ের বৈঠক
আসাদগেটে সিএনজি-ট্রাক সংঘর্ষ, একজনের মৃত্যু
মরক্কোতে নৌকা ডুবে ৪৪ পাকিস্তানির মৃত্যু
'বন্ধী মুক্তির চুক্তি' চূড়ান্ত জানিয়েছে নেতানিয়াহুর দপ্তর
সুদানের সেনাপ্রধানের ওপর নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের
উ. কোরিয়ার ইউক্রেনে সামরিক অংশগ্রহণ একটি কৌশলগত ভুল : রব বাউয়ার
সাইফ তো লিস্টে ছিল না,হঠাৎ হামলা হয়ে গেছেঃ মমতা
ঘণকুয়াশায় সাড়ে ৫ ঘন্টা আরিচা-কাজিরহাট এবং ৪ ঘন্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে
মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা