বড় মাঠেও জ্বলে তামিমের ব্যাট
১৭ জানুয়ারি ২০২৫, ১২:০৮ এএম | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫, ১২:০৮ এএম
এবারের বিপিএলের শুরু থেকেই ছুটছে রানফোয়ারা। তবে সেসবের পেছনের গল্প ‘ছোট সীমানা’ যখন সামনে এলো এর বিরুদ্ধে সবচাইতে সরব ছিলেন তামিম ইকবাল। বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের অধিনায়কতো একাধিকবার সীমানা বড় করার সুপারিশও করেন। সেটিকে আমলে নিয়েই কি-না ঢাকা, সিলেটের মতো চট্টগ্রামে আর মাঠের সীমানা ছোট করেনি বিসিবি। তাতে বন্দরনগরীর প্রথম বিপিএল ম্যাচটি হলো লো স্কোরিং। তবে তাতে ঠিকই বড় তারকা সেই তামিম। অভিজ্ঞ দলনেতার বিচক্ষণতায় বোলারদের জন্য দিলেন দারুন ফিল্ডিং ফিল্ড, তাতে প্রতিপক্ষকে অল্পে গুটিয়ে পরে ব্যাট হাতে সামনে থেকে এনে দিলেন দাপুটে এক জয়।
খেলা শুরুর ঘণ্টাখানেক আগে থেকেই স্টেডিয়ামের বাইরে দর্শকদের উপচেপড়া ভিড়। প্রথম বল মাঠে গড়াতে গড়াতে প্রায় পূর্ণ সাগরিকার গ্যালারি। বেশিরভাগ দর্শকের গায়েই ফরচুন বরিশালের লাল জার্সি। সমর্থকদের হতাশ করেনি দলটি। গতকাল জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালকে ৮ উইকেটে হারিয়েছে তারকাবহুল দলটি। ছয় ম্যাচে বরিশালের এটি চতুর্থ জয়। পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে তারা। আট ম্যাচে মাত্র এক জয় নিয়ে তলানিতেই ঢাকা। তাদের একমাত্র জয় সর্বশেষ ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে। সিলেটে লিটন দাস ও তানজিদ হাসানের সেঞ্চুরি সেই জয় এসেছিল রেকর্ড গড়ে।
কোন দল জিততে চলেছে, সেটা ঠিক হয়ে গেছে প্রথম ইনিংস শেষেই। ঢাকার যে বোলিং আক্রমণ, তাতে আর যাই হোক প্রতিপক্ষকে ১৩৯ রানের মধ্যে আটকে ফেললে সেটা অবিশ্বাস্য কিছুই হতো। তার ওপর প্রতিপক্ষ তামিমের বরিশাল, যে দলের ব্যাটিং লাইনআপ এবারের বিপিএলের অন্যতম সেরা। এরপর যা হওয়ার তা-ই হয়েছে। তানজিদ হাসান ছাড়া ব্যর্থ হন ঢাকা ক্যাপিটালসে সব ব্যাটসম্যান। টানা দ্বিতীয় পঞ্চাশছোঁয়া ইনিংসে ৬২ রান করেন বাঁহাতি ওপেনার। কিন্তু অন্যদের সমর্থন না পাওয়ায় অল্পে গুটিয়ে যায় ঢাকার ইনিংস। রান তাড়ায় তামিমের সঙ্গে ডেভিড মালানের শতোর্ধ্ব রানের জুটিতে ২ উইকেট খুইয়ে ২৪ বল আগেই লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল।
আগের ম্যাচে প্রথম জয় তোলা ঢাকা আবার হারের ধারায় গেলেও একটা দিক থেকে কিছুটা হলেও স্বস্তি পাওয়ার কথা। তাদের বোলাররা এদিন অন্তত পিচে বল রাখতে পেরেছেন। আফগানিস্তানের অলরাউন্ডার ফরমানউল্লাহ নিজের প্রথম ওভারে যা শুরু করেছিলেন তাতে আজও পিচের বাইরে বলের মিছিল শুরু হয়ে যাওয়ার শঙ্কা ছিল। তবে শেষমেশ ভালোই করেছেন। সেই ওভারে ১০টি বলেই ওভার শেষ করতে পেরেছেন। শুধু তো ফরমানউল্লাহ নন, এই দলে তার মতো অনেকেই আছেন। যাদের মূল উদ্দেশ্যে কোনোভাবে ওভারটা শেষ করা।
থিসারা পেরেরা, চতুরঙ্গা ডি সিলভা সেই ধারাবাহিকতা ধরে রেখেই বোলিং করেছেন। শুরুতে নাজমুল হোসেনকে হারানো বরিশাল তামিম ও মালানের জুটির সুবাদে হেসেখেলে জিতেছে। ৮০ বলে ১১৭ রানের জুটি গড়েন এই দুই বাঁহাতি। ফিফটি পেয়েছেন তামিম, পেরেরার বলে আউটের আগে ৪৮ বলে করেন ৬১ রান। তার ব্যাট থেকে আসে ছয়টি চার ও একটি ছক্কা। তাতে বরিশালের ফ্রাঞ্চাইজিটির হয়ে এতদিন যৌথ সর্বোচ্চ ছয়টি করে হাফসেঞ্চুরি ছিল সাকিব আল হাসান ও তামিমে। এই ফিফটিতে সাকিবকে দুইয়ে ঠেলে সেই রেকর্ড নিজের একার করে নিয়ে চূড়ায় উঠলেন ড্যাশিং এই ওপেনার। বরিশালের জার্সিতে সাকিব ২২ ইনিংসে করেছিলেন ছয়টি ফিফটি। তাকে টপকে যেতে তামিমের লেগেছে ৩০ ইনিংস।
এবারের আসরে দ্বিতীয় হাফসেঞ্চুরির স্বাদ নিয়েছেন বাঁহাতি ওপেনার। শুধু তাই নয়, বরিশালের প্রথম ব্যাটার হিসেবে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিম। তিনি এই ম্যাচ খেলতে নামেন ৯৭৭ রান নিয়ে। এখন তার সংগ্রহ ৩৮.৪৪ গড় ও ১২৬.২৭ স্ট্রাইক রেটে ১০৩৮ রান। ইংলিশ ব্যাটার মালান অপরাজিত থাকেন ৪১ বলে তিনটি চার ও একটি ছক্কার সাহায্যে ৪৯ রানে। তামিমের সঙ্গে তার জুটি ভাঙে যখন, তখন জয়ের দ্বারপ্রান্তে বরিশাল। এরপর পাকিস্তানি জাহানদাদ খান দুটি ছক্কায় ৪ বলে অপরাজিত ১৩ রান করে দ্রুত খেলা শেষ করেন।
এদিন ফিফটি পেয়েছেন আরেক তামিমও। ঢাকার এই ওপেনার করেছেন ৬২ রান। ৪৪ বলে খেলা এই ইনিংসের পথে ৪টি ছক্কা মেরেছেন তামিম জুনিয়র। তাতে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ ২০টি ছক্কার মালিকও এই ওপেনার। টুর্নামেন্ট সর্বোচ্চ ৩০৮ রানও এসেছে এই বাঁহাতির ব্যাট থেকে। তানজিদ ছাড়া ঢাকার হয়ে কেউ বড় রান পাননি। গত ম্যাচে অপরাজিত সেঞ্চুরি করা লিটন এদিন আউট হয়েছেন ১৩ রান করে। সাব্বিরের ব্যাট থেকে এসেছে ১০ রান। ঢাকা যে কোনোভাবে ১৩৭ রান করেছে, সেটা এসেছে শেষদিকে ফরমানউল্লাহর ১৬ বলে ২২ রানে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জুলাই গণঅভ্যুত্থানের শহীদরাই আজকের বাংলাদেশ- কক্সবাজারে শিল্প উপদেষ্টা
অতিরিক্ত সময়ে এন্দ্রিকের জোড়া গোলে জিতে শেষ আটে রিয়াল
গ্রিক সাইপ্রিয়ট প্রশাসনকে অস্ত্র বিক্রয়ের মার্কিন সিদ্ধান্তে টিআরএনসি-এর ক্ষোভ ও উদ্বেগ
নরসিংদীতে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮
পাবনায় জনজীবনে ভয়াবহ হচ্ছে ভার্চুয়াল আসক্তি
মাঝ আকাশে ভেঙে টুকরো ইলন মাস্কের ‘স্টারশিপ’
বাংলাদেশ-ভারতকে অতীত কবর দিয়ে নতুন করে শুরু করতে হবে: সুনন্দা কে দত্ত রায়
সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশের খসড়া অনুমোদন
সাইফ ইস্যুতে কেজরিওয়ালের বিস্ফোরক মন্তব্য, পাল্টা প্রতিক্রিয়া বিজেপি নেতার
ট্রাম্পের শুল্ক ছাড়াও চীনের অর্থনৈতিক সংকটে তিনটি বড় চ্যালেঞ্জ !
খেজুরের রস খেতে গিয়ে গাড়িচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
দিয়ালোর দুর্দান্ত হ্যাটট্রিকে ইউনাইটেডের নাটকীয় জয়
আজারবাইজান-জর্জিয়া সম্পর্ক শক্তিশালীকরণে উচ্চপর্যায়ের বৈঠক
আসাদগেটে সিএনজি-ট্রাক সংঘর্ষ, একজনের মৃত্যু
মরক্কোতে নৌকা ডুবে ৪৪ পাকিস্তানির মৃত্যু
'বন্ধী মুক্তির চুক্তি' চূড়ান্ত জানিয়েছে নেতানিয়াহুর দপ্তর
সুদানের সেনাপ্রধানের ওপর নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের
উ. কোরিয়ার ইউক্রেনে সামরিক অংশগ্রহণ একটি কৌশলগত ভুল : রব বাউয়ার
সাইফ তো লিস্টে ছিল না,হঠাৎ হামলা হয়ে গেছেঃ মমতা
ঘণকুয়াশায় সাড়ে ৫ ঘন্টা আরিচা-কাজিরহাট এবং ৪ ঘন্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে