৭ ম্যাচে ৭৫২ রান, গড় ৭৫২- অবিশ্বাস্য করুনে মুগ্ধ টেন্ডুলকারও
১৮ জানুয়ারি ২০২৫, ০১:৪৭ পিএম | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫, ০১:৪৭ পিএম
আউট না হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ার পরেও থামেনি করুন নায়রের ব্যাটে রানের ফোঁয়ারা। ৭ ম্যাচে ৫ সেঞ্চুরির বিশ্ব রেকর্ডের পর এবার ৪৪ বলে অপরাজিত ৮৮ রানের ইনিংস খেললেন ভারতীয় এই ব্যাটার। তার এমন অতিমানবীয় ফর্মে মুগ্ধ ভারতের ক্রিকেট-ইশ্বর শচীন টেন্ডুলকারও।
ভারতের ঘরোয়া ৫০ ওভারের টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে এই কীর্তি গড়েই চলেছেন নায়ার। মহারাষ্ট্রের বিপক্ষে বৃহস্পতিবার সেমি-ফাইনালে বিদার্ভার দুই ওপেনার ধ্রুব শোরে ও ইয়াশ রাথোড় সেঞ্চুরি করেন এবং জুটি গড়েন ২২৪ রানের। তিনে নামা কারুন ক্রিজে যান ৩৫তম ওভারের পঞ্চম বলে। টানা পাঁচ সেঞ্চুরি বিশ্বরেকর্ড যে টানা ছয় সেঞ্চুরিতে গড়াচ্ছে না, তা অনেকটা নিশ্চিত তখনই।
এরপরও করুন দেখিয়ে দেন তার ব্যাটের ধার। ফিফটি করেন ৩৫ বলে। শেষ ওভারটি শুরু করেন ৬৪ রান নিয়ে। শেষ ওভারে তিন চার ও দুই ছক্কায় তিনি কোলেন ২৪ রান। শেষ পর্যন্ত ৯ চার ও ৫ ছক্কায় ৪৪ বলে ৮৮। সেঞ্চুরির ধারায় ছেদ পড়লেও অপরাজিত পথচলা ধরেই রাখেন তিনি।
তাতে ভিজায় হাজারে ট্রফিতে তার পরিসংখ্যান দাঁড়িয়েছে অবিশ্বাস্য। ৭ ম্যাচে ৫ সেঞ্চুরি ও এক ফিফটিতে তার রান ৭৫২। আউট হয়েছেন স্রেফ একবার। গড়ও তাই ৭৫২। স্ট্রাইক রেট প্রায় ১২৬। যে ম্যাচে ফিফটি পাননি সেটিতেও অপরাজিত ছিলেন ৪৪ রানে। এমন পারফরম্যান্সের পরু তাকে জাতীয় দলে ফেরানোর ডাকও উঠছে জোরেসোরে।
এই টুর্নামেন্টেই লিস্ট ‘এ’ ক্রিকেটে আউট না হয়ে সবচেয়ে বেশি রান (৫৪২) করার বিশ্ব রেকর্ড গড়েন নায়ার। যে রেকর্ডটি আগে ছিল নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার জেমস ফ্র্যাঙ্কলিনের। ২০১০ সালে ৫২৭ রান করেছিলেন তিনি আউট না হয়ে।
তার এমন অতিদানবীয় ফর্ম নজর কেড়েছে টেন্ডুলকারের। সামাজিক মাধ্যমে তিনি উৎসাহ জোগান কারুনকে।
“৭ ম্যাচে ৫ সেঞ্চুরিতে ৭৫২ রান, অসাধরণের চেয়ে কোনো অংশে কম নয়। এরকম পারফরম্যান্স স্রেফ হয়ে যায় না, প্রবল মনোযোগ ও কঠোর পরিশ্রম থেকে আসে এটা। দৃঢ় পায়ে এগিয়ে যাও ও প্রতিটি সুযোগ কাজে লাগাও।”
নায়ারের অবিশ্বাস্য যাত্রার শুরু গত বছরের ২৩ ডিসেম্বর, জম্মু ও কাশ্মীরের বিপক্ষে ১১২ রানের অপরাজিত ইনিংসের মধ্য দিয়ে। পরের ম্যাচে ছত্তিশগড়ের বিপক্ষে লক্ষ্য ছিল ছোট, সেঞ্চুরি করার তাই সুযোগ ছিল না। মাত্র ৮১ রানের লক্ষ্যে অপরাজিত থাকেন ৪৪ রানে।
পরের ম্যাচে খেলেন ক্যারিয়ারসেরা অপরাজিত ১৬৩ রানের ইনিংস, চণ্ডীগড়ের বিপক্ষে। অপরাজিত ছিলেন ১৬৩ রান করে। এরপর তামিল নাড়ুর বিপক্ষে অপরাজিত ১১১।
গত ৩ জানুয়ারি উত্তর প্রদেশের বিপক্ষে করেন ১১২ রান। টুর্নামেন্টে এখন পর্যন্ত ওই একবারই আউট হন তিনি। গত ১২ জানুয়ারি রাজস্থানের বিপক্ষে ১২২ রানে অপরাজিত থাকার পর এবার অপরাজিত ৮৮ রানের ইনিংস। দলও ফাইনালে উঠে গেছে। রোববার দুপুরে কর্ণাটকের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে তার দল বিদর্ভ।
ভারতের হয়ে ৬ টেস্ট ও ২ ওয়ানডে খেলেছেন নায়ার। সবশেষটি ২০১৭ সালে। বীরেন্দর শেবাগের পর তিনিই একমাত্র ভারতীয় ব্যাটসম্যান, যাঁর টেস্টে ট্রিপল সেঞ্চুরি আছে। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, ২০১৬ সালে চেন্নাই টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৩০৩ রান করার পরও পরের ম্যাচে চোট কাটিয়ে আজিঙ্কা রাহানে ফেরায় তখন তিনি বাদ পড়েন।
পরের বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি টেস্টে চার ইনিংস খেলে আর ফিফটি করতে পারেননি। বাদ পড়েন দল থেকে। আর সুযোগও পাননি। এক পর্যায়ে নিজ রাজ্য কর্নাটকা দলেও জায়গা হারান। সুযোগ পাচ্ছিলেন না কোথাও। ২০২২ সালে এক পর্যায়ে হতাশায় সামাজিক মাধ্যমে লিখেছিলেন, ‘প্রিয় ক্রিকেট, আরেকটি সুযোগ আমাকে দাও।’সেই সুযোগটা দেয় বিদর্ভ।
নায়ারের বয়স এখন ৩৩। ভারত জাতীয় দলে আবার তাই তাকে দেখা যেতেও পারে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ইসলামী আইনজীবী পরিষদের ১৩তম কেন্দ্রীয় সম্মেলন রবিবার
কমলনগরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৩
কুড়িগ্রামে জেলা বিএনপির ১২টি ইউনিট বিলুপ্ত ঘোষণা
তারাকান্দায় বাসের ধাক্কায় আহত-৪
কুয়েটে অনুষ্ঠিত হলো ন্যাশনাল আইডিয়া কেস কম্পিটিশন ‘বিজব্যাটেল’
ভারতের ড্রেসিংরুম চ্যাপেল যুগের মতো বিধ্বস্ত: হরভজন
জুনে জাফর-২ ও পায়া উপগ্রহ উৎক্ষেপণ করবে ইরান
আন্দোলনের ইমেজ বিশ্বকে জানাতে হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব
সাতক্ষীরা কালিগঞ্জে বাঁশ ও বেত শিল্প প্রায় বিলুপ্ত
দুই যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ৪ সিএনজি চালকের বিরুদ্ধে- গ্রেপ্তার- ১
হবিগঞ্জে সাড়ে ৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি শুরু
শুরু হয়েছে 'শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ সিজন–২ এর রেজিষ্ট্রেশন; কি থাকবে এবারের পর্বে?
‘২০ বছরের অধিক সাজাখাটা বন্দিদের অবিলম্বে মুক্তি দিন’
বাংলাদেশে ঢুকে গাছের ডাল কাটল বিএসএফ, সীমান্তে উত্তেজনা
নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ৬ জন গ্রেফতার, ড্রেজার জব্দ
ইরানের সুপ্রিম কোর্টের সামনে বন্দুকধারীর গুলিতে নিহত দুই বিচারক
কলাপাড়ায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, প্রকল্প পরিচালকের গাড়ী বহর আটকে দিল বিক্ষোভকারীরা
সাজিদ-নোমানের ঘূর্ণিতে ১৩৭ রানেই শেষ উইন্ডিজ
কেন মেলোনির সামনে হাঁটু গেড়ে বসলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী?