রেকর্ড ১৯ উইকেট পতনের দিনে এগিয়ে পাকিস্তান
১৮ জানুয়ারি ২০২৫, ০৬:৪৮ পিএম | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫, ০৮:৪২ পিএম
সকালে বেলা একটু টানা হতেই উইকেট কথা বলতে শুরু করল স্পিনারদের সুরে। তাতে প্রথমে খাবি খেতে থাকল পাকিস্তান, পরে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। পাকিস্তানের মাটিতে রেকর্ড ১৯ উইকেট পতনের দিনে বড় ঝড়টা গেছে ওয়েস্ট ইন্ডিজের উপর দিয়েই। দুই দিনেই জয়ের পথ রচনা করে ফেলল পাকিস্তান।
মুলতান টেস্টের দ্বিতীয় দিন শনিবার প্রথম সেশনেই পাকিস্তানের ৬ উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের ২৩০ রানে গুটিয়ে দেয় উইন্ডিজ। জবাবে সাজিদ খান ও নোমান আলির ঘূর্ণি তোপে ২৫.২ ওভারে ১৩৭ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। প্রথম ইনিংসে ৯৩ রানের লিড পাওয়া পাকিস্তান দিন শেষে ৩ উইকেটে ১০৯ রানে।
হাতে ৭ উইকেট নিয়ে ২০২ রানে পাকিস্তান। আড়াইশ’ রানকেই এই পিচে নিরাপদ মনে করছেন বিশ্লেষকরা।
পুরো দিনে পড়া ১৯ উইকেটের ১৭টিই গেছে স্পিনারদের ঝুলিতে। বাকি দুটি রান আউট।
পাকিস্তানের মাটিতে টেস্টে একদিনে সবচেয়ে বেশি উইকেট পতনের রেকর্ড হয়েছে এ দিন। ২০০৩ সালে মুলতানেই পাকিস্তান ও বাংলাদেশের টেস্টের দ্বিতীয় দিনের ১৮ উইকেট ছিল আগের সর্বোচ্চ।
দ্বিতীয় ইনিংসে ৬৭ রানে জুটি গড়ে আউট হন অভিষিক্ত মুহাম্মদ হুরাইরা। প্রথম ইনিংসে ৬ রান করা এই ওপেনার এবার আউট হন ৫৮ বলে ২৯ রান করে।
দ্বিতীয় ইনিংসেও বাবর আজম কিছু করতে পারেননি। দলের সেরা ব্যাটার এবার আউট হন ৫ রানে। দুজনই স্পিনার জোমেল ওয়ারিকানের স্পিনে এলবিডব্লিউ হন।
দিনের শেষ দিকে রান আউট হন শান মাসুদ। ৭০ বলে ৫০ রান আসে অধিনায়কের ব্যাট থেকে। খানিক পর আলোক স্বল্পতায় বন্ধ হয়ে যায় দিনের খেলা।
দিনের শুরুটা ভালোই করেছিলেন মোহাম্মদ রিজওয়ান ও সউদ শাকিল। কিন্তু এই জুটি ভাঙতেই হুড়মুড় করে ভেঙে পড়ল পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের তোপের মুখে তারা শেষ ৬ উইকেট হারিয়েছে স্রেফ ৪৬ রানে।
রিজওয়ান ও শাকিলের আগের দিনের অবিচ্ছিন্ন ৯৭ রানের জুটি থেমে যায় ১৪১ রানে। কেভিন সিনক্লেয়ারের বলে কট বিহাইন্ড হন শাকিল, ১৫৭ বলে ৬ চারে ৮৪ রান করে। সিনক্লেয়ারেরই বলে এলবিডব্লিউ হয়ে পরে রিজওয়ান ফেরেন ১৩৩ বলে ৯ চারে ৭১ রান করে।
ধ্বসের মুখে শেষ দিকে পাল্টা আক্রমণ শুরু করেন সাজিদ খান। কিন্তু ২৫ বলে তার ১৮ রানের ইনিংস খুব একটা প্রতিরোধ গড়তে পারেনি।
আগের দিন ৩ উইকেট নেওয়া জেইডেন সিলস এদিন উইকেট পাননি। এদিনের ৬ উইকেটের মধ্যে তিনটি নেন জোমেল ওয়ারিকান। দুটি নেন সিনক্লেয়ার। অন্যটি রান আউট।
জবাবে তৃতীয় ওভারে উইকেটে আসা যাওয়া শুরু উইন্ডিজের ব্যাটারদের। নিজের দ্বিতীয় ও তৃতীয় ওভারে একাই ৪ উইকেট তুলে নেন সাজিদ। ২২ রানে ৪ উইকেট হারায় উইন্ডিজ। এরপর তার সঙ্গে যোগ দেন নোমান। ৬৮ রানে ৮ উইকেট হারায় সফরকারীরা। ২৫ বলে ১৯ রান করে গুডাকেশ মোটিকে আউট করে ৫ উইকেট পূর্ণ করেন নোমান। ক্যারিবীয়দের রান তখন ৯১।
৩৯ রানে ৫ উইকেট নেন নোমান। ৬৫ রানে ৪টি সাজিদের। অন্য উইকেটও স্পিনার আবরার আহমেদের।
উইন্ডিজের হয়ে সর্বোচ্চ তিন ইনিংস ৯, ১০ ও ১১তম ব্যাটারের! শেষ উইকেটেই এসেছে সর্বোচ্চ ৪৬ রান! সেটাও স্রেফ ২১ বলে!
পাল্টা আক্রমণে ২৪ বলে সর্বোচ্চ ৩১ রান করে অপরাজিত থাকেন দশ নম্বর ব্যাটার জোমেল ওয়ারিকান। ১৩ বলে ৩ ছক্কায় ২২ রান করেন জেইডেন সিলস।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১ম ইনিংস: (আগের দিন ১৪৩/৪) ৬৮.৫ ওভারে ২৩০ (শাকিল ৮৪, রিজওয়ান ৭১, সালমান ২, নোমান ০, সাজিদ ১৮, শাহজাদ ৭, আবরার ০*; মোটি ১৫-১-৪৮-১, সিলস ১৪-২-২৭-৩, গ্রেভস ৩-০-১২-০, সিনক্লিয়ার ১৫-১-৬১-২, ওয়ারিক্যান ২০.৫-৩-৬৯-৩, ব্র্যাথওয়েট ১-০-৩-০)
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২৫.২ ওভারে ১৩৭ (ব্র্যাথওয়েট ১১, লুই ১, কার্টি ০, হজ ৪, আথানেজ ৬, গ্রেভস ৪, ইমলাক ৬, সিনক্লিয়ার ১১, মোটি ১৯, ওয়ারিক্যান ৩১*, সিলস ২২, সাজিদ ১২-০-৬৫-৪, শাহজাদ ১-০-৭-০, নোমান ১১-২-৩৯-৫, আবরার ১.২-১-৬-১)
পাকিস্তান ২য় ইনিংস: ৩১ ওভারে ১০৯/৩ (মাসুদ ৫২, হুরাইরা ২৯, বাবর ৫, কামরান ৯*, শাকিল ২*; মোটি ৯-০-৩৯-০, সিলস ৫-০-১৩-০, সিনক্লিয়ার ৫-১-১৬-০, ওয়ারিক্যান ১০-৩-১৭-২, হজ ২-০-১৩-০)
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান
ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল
অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের
গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা
রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি
বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান
২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা
ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার
লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৪৭
প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
শক্তিশালী অর্থনীতি ও গর্বিত জাতি গড়তে শহীদ জিয়ার দর্শন ধারণ করতে হবে : আমির খসরু
কী আছে তৌফিকার লকারে?
ঘটনার তিনদিন পর থানায় মামলা
অনিয়ম ঢাকতে তড়িঘড়ি করে নির্বাচনের পাঁয়তারা
শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা
৯৬টি সিএনজি ভাঙ্গাড়ি হিসাবে সাড়ে ১১ লাখ টাকায় বিক্রি
৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে রূপগঞ্জে বিএনপির সমাবেশ