পাক স্পিনারদের তোপে আড়াই দিনেই ধরাশায়ী উইন্ডিজ
১৯ জানুয়ারি ২০২৫, ০৩:২৮ পিএম | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫, ০৪:৪১ পিএম
প্রথম ইনিংসে সাজিদ খানের সঙ্গে জ্বলে উঠেছিলেন নোমান আলি। এবার আরেক স্পিনার আববার আহমেদকে পাশে পেলেন সাজিদ। তাদের ঘূর্ণি জালে আড়াই দিনেই বন্দি হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। দারুণ জয়ে সিরিজে এগিয়ে গেল পাকিস্তান।
মুলতান টেস্টের তৃতীয় দিন দ্বিতীয় সেশনেই ১২৭ রানের জয় নিশ্চিত করে স্বাগতিকরা। ২৫১ রান তাড়ায় স্রেফ ৩৬.৩ ওভারে ১২৩ রানেই ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস শেষ। শেষ ৪ উইকেট তারা হারায় কোনো রান যোগ না করেই।
প্রথম ইনিংসে ৬৫ রানে ৪ উইকেট নেওয়া সাজিদ এবার ৫০ রানে নিয়েছেন ৫ উইকেট। ম্যাচের নায়কও তিনি।
আবরার প্রথম ইনিংসে ১ উইকেট নিছিলেন। এবার ৪ উইকেট নিয়েছেন ২৭ রানে। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া নোমান এবার নিয়েছেন ১ উইকেট। তার মানে, প্রতিপক্ষের ২০ উইকেটই ভাগাভাগি করে নিয়েছেন এই তিন স্পিনার।
এই জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল পাকিস্তান।
ম্যাচের ভাগ্য লেখা হয়ে গিয়েছিল প্রথম ইনিংসেই। পাকিস্তানের ২৩০ রানের জবাবে ১৩৭ রানে গুটিয়ে যায় উইন্ডিজ। হাতের ৭ উইকেটে এদিন ৪৮ রান যোগ করে ১৫৭ রানে গুটিয়ে যায় পাকিস্তান।
ক্যারিয়ার সেরা বোলিংয়ে জোমেল ওয়ারিকান নেন ৩২ রানে ৭ উইকেট। যা শুধু এই বাঁহাতির নিজের ক্যারিয়ারসেরাই নয়, পাকিস্তানে কোনো সফরকারী স্পিনারেরও সেরা বোলিং। তার মানে দুই সেশনেরও কম সময়ে এদিন পড়েছে ১৭ উইকেট!
আড়াইশ’ রানের লক্ষ্য পূরণ এই পিচে ছিল অসম্ভব। তিন স্পিনার সাজিদ খান, নোমান আলী আর আবরার আহমেদদের একেকটি ডেলিভারি রীতিমতো ছোবল হয়ে স্ট্রাইকিংয়ে আঘাত হানছিল। ক্রেইগ ব্রাফেটরা তাই আত্মরক্ষার বদলে আক্রমণাত্মক খেলতে চেয়েছেন। তবে রক্ষা হয়নি তাতেও।
ওয়েস্ট ইন্ডিজ যা একটু প্রতিরোধ করতে পারে ষষ্ঠ ও সপ্তম উইকেট জুটিতে। ৫৪ রানে ৫ উউকেট হারানোর পর অ্যালিক অ্যাথানাজ ও কেভিস ইমলিচ ৫৫ বলে করেন ৪১ রান। এরপর কেভিন সিনক্লেয়ারকে নিয়ে ৬২ বলে ২৮ রান করেন অ্যাথানাজ।
সব প্রতিরোধ ভেঙে পড়ে পাক স্পিনারদের তোপে। ৬৮ বলে সর্বোচ্চ ৫৫ রান করেন অ্যাথানাজ। ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ১৩ রান মিকাইল লুইসের।
অ্যাথানাজকে ফিরিয়েই ইনিংসে ৫ উইকেট পূর্ণ করেন সাজিদ। ৩১ বছর বয়সী এই স্পিনার প্রথম ইনিংসে নিয়েছিলেন ৪ উইকেট।
একই মাঠে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু আগামী শনিবার।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১ম ইনিংস: ২৩০
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১৩৭
পাকিস্তান ২য় ইনিংস: ৪৬.৪ ওভারে ১৫৭ (আগের দিন ১০৯/৩) (কামরান ২৭, শাকিল ২, রিজওয়ান ২, সালমান ১৪, নোমান ৯, সাজিদ ৫, খুররাম ০, আবরার ০*; মোটি ১১.৪-০-৪৮-১, সিলস ১০-০-৩৭-০, সিনক্লিয়ার ৫-১-১৬-০, ওয়ারিক্যান ১৮-৩-৩২-৭, হজ ২-০-১৩-০)
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: (লক্ষ্য ২৫১) ৩৬.৩ ওভারে ১২৩ (ব্র্যাথওয়েট ১২, লুই ১৩, কার্টি ৬, হজ ০, আথানেজ ৫৫, গ্রিভস ৯, ইমলাক ১৪, সিনক্লেয়ার ১০, মোটি ০, ওয়ারিক্যান ০, সিলস ০*; সাজিদ ১৫-৩-৫০-৫, আবরার ১১.৩-২-২৭-৪, নোমান ১০-১-৪২-১)
ফল: পাকিস্তান ১২৭ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: সাজিদ খান
সিরিজ: ২ টেস্টের সিতিজে ১-০তে এগিয়ে পাকিস্তান
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা -কাজী শিপন
মাগুরায় শহীদ জিয়ার জন্ম বার্ষিকী পালিত
‘অসম্ভবকে সম্ভব করেছেন উপদেষ্টা ফাওজুল কবির’ মার্চেই শুরু হচ্ছে সীতাকুণ্ড-সন্দ্বীপ ফেরি চলাচল
জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা
শেষ আটে আলকারাস-জোকোভিচ মুখোমুখি
শহীদ আসাদের চেতনা শানিত করতে হবে : বাংলাদেশ ন্যাপ
মাহমুদুর রহমানকে হত্যাচেষ্টা মামলায় ছাত্রলীগ নেতা রিমান্ডে
কুষ্টিয়া সদর হাসপাতাল ৪০ জন পরিচ্ছন্নতা কর্মী ও ১৪ সিকিউরিটি গার্ডের বেতন বন্ধ ৭ মাস
জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে আলেমদের-অবদানের স্বীকৃতি দিতে হবে -মুহিব্বুল্লাহ বাবুনগরী
কুষ্টিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত
ফরিদপুর মেডিকেলের ওয়ার্ড বয়দের অনৈতিক আবদার না মেটানোয়ে চিকিৎসায় দেরি অতঃপর রোগীর মৃত্যু
জিয়াউর রহমান চিরদিন মানুষের হৃদয়ের মাঝেই বেঁচে থাকবেন ঃ রিজভী
বগুড়ায় জিয়াউর রহমানের জন্মদিনে চরাঞ্চলের শীতার্ত মানুষকে শীতবস্ত্র দিল যুবদল
বগুড়ায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন
বাইডেনের ক্ষমায় শিগগিরই মুক্তি পেতে পারেন ডক্টর আফিয়া সিদ্দিকী
ই-পাসপোর্ট ডিজাইনে পরিবর্তন আসছে
কিশোরগঞ্জে সরকারি হাসপাতালে টানা দুদিন ধরে পানি নেই ভোগান্তিতে রোগী ও স্বজনরা
দল হিসেবে খেললে অধিনায়কত্ব সহজ হয় : সোহান
পটুয়াখালীতে জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বিএনএসবি চক্ষু হাসপাতালের ফ্রি চক্ষু শিবির
পটুয়াখালী পুলিশ লাইনে মহিলা পুলিশ ও মহিলা কলেজ থেকে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার