সিলেটকে তলানীতে পাঠিয়ে ঢাকার দ্বিতীয় জয়
২০ জানুয়ারি ২০২৫, ০৫:২০ পিএম | আপডেট: ২০ জানুয়ারি ২০২৫, ০৫:৫৭ পিএম
লম্বা সময় উইকেটে থেকেও প্রত্যাশিত ইনিংস খেলতে পারলেন না অ্যারোন জোন্স। রনি তালুকদারের দারুণ ফিফটি এবং জাকের আলি ও আরিফুল হকের ছোট্ট কিন্তু ঝড়ো ইনিংসও তাই কাজে লাগেনি। খুব কাছে গিয়েও জিততে পারেনি সিলেট স্ট্রইকার্সও। পয়েন্ট তালিকায় তাদের তলানীতে ঠেলে আসরে দ্বিতীয় জয় তুলে নিল ঢাকা ক্যাপিটাল।
চলতি বিপিএলের ২৭তম ম্যাচে সোমবার সিলেটকে ৬ রানে হারিয়েছে ঢাকা। ১৯৭ রানের লক্ষ্যে ৭ উইকেটে ১৯০ রানে আটকে যায় সিলেট।
আসরে দুই দলের প্রথম দেখায় ঢাকাকে ৩ উইকেটে হারিয়েছিল সিলেট।
ঢাকার জয়ে ব্যাট হাতে সবচেয়ে বড় অবদান রাখেন লিটন কুমার দাস। এই ওপেনার ৪৮ বলে চারটি করে ছক্কা-চারে করেন ৭০ রান। তবে দারুণ অলরাউন্ডার নৈপুন্যে তাদের জয়ের নায়ক থিসারা পেরেরা। ব্যাট হাতে ১৭ বলে ৩৭ রানের ঝড়ো ইনিংসের পর বল হাতে ৩১ রানে ২ উইকেট ও দুটি ক্যাচ নিয়ে ম্যাচ সেরা এই লঙ্কান অলরাউন্ডরই।
লক্ষ্য তাড়ায় ৩২ রানের মধ্যে জর্জ মানসি ও জাকির হাসানকে হারায় সিলেট। এরপর রনি ও জোন্সের ব্যাটে এগুতে থাকে সিলেট। লম্বা সময় উইকেটে থেকেও বড় শট খেলতে পারছিলেন না জোন্স। ১৩তম ওভারে গিয়ে প্রথম ছক্কার দেখা পায় সিলেট। পরের বলে জোন্স আরও একটি চার মারলে বলের সঙ্গে তার রানের ব্যবধান কিছুটা বাড়ে। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের এই ব্যাটার আউট হন ৩২ বলে ৩৬ রান করে। ভাঙে ৫৬ বলে ৮০ রানের জুটি।
খানিক পর রনি আউট হন ৪৪ বলে ৬৮ রান করে। তার ইনিংসে ছক্কা নেই একটিও, চার ৯টি।
পরে জাকের ১৩ বলে ২৮ ও আরিফুল ১৩ বলে ২৯ রান করেও ঠিকানা খুজে পায়নি দল।
মুস্তাফিজুর রহমানের করা শেষ ওভারে দরকার ছিল ২৩ রান। আরিফুল ও সামিউল্লাহ শিনওয়ারি নিতে পারেন ১৭ রান। এই ওভারেই আউট হন দুজনই।
প্রথম দিন বলে একটি করে ছক্কা চারে ১২ রান নেন শিনওয়ারি। ৩ বলে যখন দরকার ১০ রান, তখন আরিফুলকে ফিরতি ক্যাচ বানান মুস্তাফিজ। পরের বলে রান আউট হন শিনওয়ারি। শেষ বলে রুয়েল মিয়ার বাউন্ডারি ব্যবধান কমিয়েছে কেবল।
এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে শুরুটা ভালোই করে ঢাকা। তবে ভালো শুরুটা এবার টেনে নিতে পারেননি আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক তানজিদ হাসান। চতুর্থ ওভারে তিনি আউট হন টিপু সুলতানের বলে ১৬ বলে ২ ছয় ও ১ চারে ২২ রান করে।
এরপর দ্রুত আউট হন নামিবিয়ার কিপার-ব্যাটার জেপি কোৎজে (৮ বলে ৯) ও মোসাদ্দেক হোসেন (৭ বলে ৪)। সামিউল্লাহর টানা দুই ওভারে আউট হন তারা।
এরপর সাব্বির রহমানের সঙ্গে লিটনের জুটিতে প্রত্যাশা মত রান আসেনি। ২১ বলে ২৪ রান করা সাব্বিরের বিদায়ে ভাঙে ৩৮ বলে ৪২ রানের জুটি।
এরপর থিসারা পেরেরার সঙ্গে বিধ্বংসী জুটি গড়েন লিটন। জুটি থেকে স্রেফ ২৮ বলে আসে ৮১ রান। ১৯তম ওভারের শেষ বলে রুয়েল মিয়ার বলে আউট হন লিটন। পেরারা শেষ ওভারে আউট হন ১৭ বলে তিনটি করে ছক্কা-চারে ৩৭ রান করে।
প্রথমবার সুযোগ পেয়ে দলের সেরা বোলিং উপহার দেন বাঁহাতি অর্থডক্স বোলার টিপু। ৪ ওভারে ২৬ রানে নেন ২ উইকেট। ২৭ রানে ২টি নেন সামিউল্লাহ। এলোমেলো বোলিংয়ে ২৫ রানই অতিরিক্ত দেয় সিলেট।
সংক্ষিপ্ত স্কোর
ঢাকা ক্যাপিটালস: ২০ ওভারে ১৯৬/৬ (তানজিদ ২২, লিটন ৭০, কোটজি ৯, মোসাদ্দেক ৪, সাব্বির ২৪, পেরেরা ৩৭, শাফি ৪*, মুকিদুল ১*; সুমন ৪-০-৪৭-১, ৪-০-৩২-১, টিপু ৪-০-২৬-২, জোন্স ১-০-১৯-০, শিনওয়ারি ৪-০-২৭-২, আরিফুল ৩-০-৩৭-০)
সিলেট স্ট্রাইকার্স: ২০ ওভারে ১৮৬/৭ (মানজি ৩, রনি ৬৮, জাকির ৮, জোন্স ৩৬, জাকের ২৮, আরিফুল ২৯, শিনওয়ারি ১২, সুমন ০*, রুয়েল ৪*; আবু জায়েদ ৩-০-২৫-০, মোসাদ্দেক ২-০-১৬-১, মুস্তাফিজ ৪-০-৪৬-২, নাজমুল ৪-০-২৭-০, মুকিদুল ২-০-৩১-১, শাফি ১-০-১৪-০, পেরেরা ৪-০-৩১-২)
ফল: ঢাকা ক্যাপিটালস ৬ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: থিসারা পেরেরা
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ
প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ অনির্দিষ্টকাল হতে পারে না: ড. মোশাররফ
টিকটক ও ক্যাপকাটকে টক্কর দিতে মোক্ষম চাল মেটার!
৩৩ বছরের পুরনো পত্রিকা ‘ভোরের কাগজ’ বন্ধের ঘোষণা
তারেক রহমান ৩১ দফা দিয়েছে হাসিনার মত স্বৈরাচার সরকার আর যাতে আসতে না পারে - ব্যারিস্টার মীর হেলাল
ফেরার সময় তিন ইসরাইলি বন্দীকে কী উপহার দিল হামাস?
মানুষকে স্বস্তি দিতে অন্তবর্তীকালীন সরকার ব্যর্থ হচ্ছে : আমিনুল হক
পিঠার নাম হৃদয়হরণ, মুখচাহনি
শেরপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মাঝে যুবদলের কম্বল বিতরণ
গুরুদাসপুরে চিরকুট লিখে চুরি হচ্ছে বাণিজ্যিক মিটার
রাজনীতিতে স্লোগান নয়, মেধা ও বুদ্ধির প্রতিযোগিতা চলছে: মির্জা ফখরুল
মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেলেন সৈয়দপুর বিজ্ঞান কলেজের ৫৩ শিক্ষার্থী
হজ ও ওমরাহ যাত্রীদের বিশেষ নির্দেশনা শাহজালাল বিমানবন্দরের
দলে মেধাবীদের দেখতে চান তারেক রহমান
গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
শরণখোলায় হোলি কুরআন অ্যাওয়ার্ড ও হিফজুল কুরআন প্রতিযোগীতা অনুষ্ঠিত
ইসরাইল ছাড়া অন্য কোন দেশের জাহাজে হামলা করবে না হুথিরা
ডোনাল্ড ট্রাম্পকে শুভ কামনা জানালেন ড. ইউনূস
সুন্দরগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড