বড় জয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে চিটাগাং
২১ জানুয়ারি ২০২৫, ০৭:০২ এএম | আপডেট: ২১ জানুয়ারি ২০২৫, ০৭:০২ এএম
টানা দুই হারের দুর্দান্ত এক পারফরম্যান্সে জয়ের ধারায় ফিরেছে চিটাগাং কিংস।সোমবার (২০ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চোধুরি স্টেডিয়ামে রাজশাহীকে ১১১ রানে হারিয়েছে চিটাগাং। শুরুতে ব্যাট করে ১৯১ রান করে চিটাগাং। জবাব দিতে নেমে ৮০ রানে অলআউট হয়েছে রাজশাহী।
দারুণ এ জয়ে পয়েন্ট টেবিলে এক ধাপ এগিয়েছে দলটি। ফরচুন বরিশালকে টপকে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠেছে চিটাগাংয়ের ফ্র্যাঞ্চাইজিটি।
এদিন টসে হেরে ব্যাট করতে নামা চিটাগাং কিংস ৮ রানে হারায় ওসমান খানকে। টানা তিন ম্যাচে ব্যর্থ হলেন এই পাকিস্তানী। দ্বিতীয় উইকেটে নাঈম ইসলাম এবং গ্রাহাম ক্লার্ক মিলে প্রাথমিক ধাক্কা সামলে দ্রুত ঘুরাতে থাকে রানের চাকা। দুজনই ছুটছিলেন হাফ সেঞ্চুরির দিকে। কিন্তু ৪৫ রান করে রান আউটের ফাঁদে পড়ে ফিরেন ক্লার্ক। ২৮ বলে ২টি চার আর ৩টি ছক্কায় ৪৫ রান করেন ক্লার্ক। এরপর নাঈমের সাথে যোগ দেন অধিনায়ক মিথুন। যদিও হাফ সেঞ্চুরি পূরণ করার পর আর বেশিদূর এগুতে পারেননি নাঈম। সানজামুল ইসলামের বলে বোল্ড হয়ে ফিরেন ৪১ বলে ৫৬ রান করে। মেরেছেন ৫টি চার এবং ৩টি ছক্কা।
হায়দার আলিকে নিয়ে ২৫ রান যোগ করেন মিথুন চতুর্থ উইকেটে। দুইবার জীবন পেয়ে মিথুন শেষ পর্যন্ত ফিরেন ২০ বলে ৩২ রান করে। মেরেছেন ২টি চার আর ২টি ছক্কা। শামীম হোসেন ব্যর্থ হয়েছেন এই ম্যাচেও। তবে শেষ দিকে রাহাতুল ফেরদৌস এবং হায়দার আলির ঝড়ে ১৯১ রান সংগ্রহ করে চিটাগাং কিংস। হায়দার আলি ১৪ বলে ২৫ আর রাহাতুল ফেরদৌস ৮ বলে করেন ১৬ রান। রাজশাহীর পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন তাসকিন এবং মোহর শেখ।
১৯২ রানের বড় লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি রাজশাহী। প্রথম ওভারে ওপেনার জিশান আলমের উইকেট হারানোর পর দ্বিতীয় ওভারে মোহাম্মদ হারিসের উইকেট হারায় দলটি। চারে নেমে ইয়াসির আলীও হাল ধরতে পারেননি। দলীয় ২০ রানে বোল্ড হয়ে ফেরেন তিনি।
পাওয়ারপ্লের পরপরই আউট হন আকবর আলী। এনামুল হক একাই চেষ্টা চালিয়ে যান। তবে ২১ বলে ২১ রানের বেশি করতে পারেননি। শেষ পাঁচ ব্যাটারদে মধ্যে কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। আর ইনজুরির কারণে ব্যাটিংয়েই নামতে পারেননি জিম্বাবুয়ের রায়ান বার্ল। ৮০ রানে অলআউট হয় রাজশাহী।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল
কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য আবহাওয়া অধিদপ্তরের
কলকাতায় প্রকাশ্যে মুরগির মাংস বিক্রি নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারত থেকে অনুপ্রবেশের সময় ফেনীতে সুদানের নাগরিক আটক
ক্ষমতা গ্রহণ করেই বাইডেন আমলের ৭৮ নির্বাহী আদেশ বাতিল ট্রাম্পের
পেকুয়ায় প্রাচীন খাল উদ্ধারে পদক্ষেপ জনমনে স্বস্তি
ঢাকার বাতাস ২৪৬ স্কোর নিয়ে আজ ‘খুব অস্বাস্থ্যকর’
ট্রাম্প ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করলেন
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত ‘সেকেন্ড লেডি’
গাজা একটি ‘বিশাল ধ্বংসস্তূপ’, পুনর্নির্মাণ করা প্রয়োজন: ট্রাম্প
মধ্যপ্রাচ্যে শান্তির প্রথম পদক্ষেপ গাজায় যুদ্ধবিরতি চুক্তি: ডোনাল্ড ট্রাম্প
ট্রাম্পের শপথ : যোগ দেন চীনের হ্যান ঝেং ভারতের জয়শঙ্কর
সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
সত্যিই কি মারা গেছেন ম্যাশ? কি বলছে রিউমর স্ক্যানার?
সেই যুবকের বিরুদ্ধে ৯০০ টাকা চুরির মামলা
প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা ট্রাম্পের
সাফারি পার্কের দেয়াল টপকে পালিয়ে গেল নীলগাই
জোকোভিচ-আলকারাজ হাইভোল্টেজ লড়াই আজ
সুবর্ণ সুযোগ শুরুর ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প