ইডেনে শুরু হচ্ছে ম্যাককালামের নতুন অধ্যায়
২২ জানুয়ারি ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ২২ জানুয়ারি ২০২৫, ১২:০৩ এএম
২০২২ সালের মে মাসে ইংল্যান্ড টেস্ট দলের কোচ হন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। গত বছরের সেপ্টেম্বরে ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটেরও কোচ হিসেবে দায়িত্ব পান ম্যাককালাম। বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে সাদা বলের ফরম্যাটে ম্যাককালাম যুগে প্রবেশ করছে ইংল্যান্ড।
ইডেন গার্ডেন্সে বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড।
২০২৩ সালের ওয়ানডে ও ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতায় কোচের পদ থেকে ম্যাথু মটকে সরিয়ে দেয় ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তার জায়গায় ম্যাককালামের কাঁধে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের দায়িত্ব তুলে দেয় ইসিবি। ২০২৭ সাল পর্যন্ত ইংল্যান্ডের হয়ে তিন ফরম্যাটের দায়িত্ব পালন করবেন ম্যাককালাম।
সাদা বলের ফরম্যাটে ম্যাককালামের সামনে প্রথম পরীক্ষা ভারত সিরিজ। টি-টোয়েন্টির পর ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে ইংল্যান্ড। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ ইংল্যান্ডের প্রস্তুতির মঞ্চ।
তবে টেস্টের মত সাদা বলের ফরম্যাটেও ইংল্যান্ডের ক্রিকেটকে বদলে দিতে চান ম্যাককালাম। ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির আগে ম্যাককালাম বলেন, ‘সত্যিই দেখার মতো ব্র্যান্ডের ক্রিকেট খেলার জন্য আমি মরিয়া। আমাদের প্রতিভা আছে, তাই আমাদের না পারার কোন কারণ নেই।’
আট দলকে নিয়ে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মাটিতে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতের বিপক্ষে সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ম্যাককালাম বলেন, ‘আগামী কয়েক সপ্তাহ আমাদের জন্য চ্যালেঞ্জিং সময় আসছে। ভারত সিরিজের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হবে আমাদের। ভারত সিরিজ দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। এই দল নিয়ে আমি আশাবাদি। আশা করি পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যে নিজেদের সঠিকভাবে প্রস্তুত করতে পারবো।’
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ফেভারিট হয়েই মাঠে নামবে ভারত। তবে সব স্পটলাইট থাকবে ভারতের পেসার মোহাম্মদ সামির উপর। ইনজুরি থেকে সুস্থ হয়ে এক বছরের বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন তিনি। ২০২৩ সালের নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপে সর্বশেষ খেলেছিলেন সামি। ঐ আসরে সর্বোচ্চ ২৪ উইকেট শিকার করেছিলেন তিনি।
সামির প্রত্যাবর্তন নিয়ে ভারতের টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক অক্ষর প্যাটেল বলেন, ‘এটি আমাদের জন্য সত্যিই একটি ভাল খবর। আশা করি সে বিশ্বকাপে যা করেছে সেটি ধরে রাখবে।’
এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২৪ ম্যাচ খেলেছে ভারত ও ইংল্যান্ড। এরমধ্যে ভারতের জয় ১৩টিতে এবং ইংলিশদের ১১টিতে। ২০২২ সালে সর্বশেষ দ্বিপাক্ষীক সিরিজে ইংল্যান্ডের মাটিতে ২-১ ব্যবধানে জিতেছিলো ভারত।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ডিআরইউ সদস্য ও পরিবারের জন্য ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত
৯ গোলের রুদ্ধশ্বাস ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে বার্সার জয়ের হাসি
জোড়া গোলে রোনালদোর 'সেঞ্চুরি', আল নাসরের জয়
লিলকে হারিয়ে লিভারপুলের সাতে সাত
ছাগলনাইয়ায় দুই হাত কাটা যুবকের লাশ উদ্ধার
কোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি লিটন, সম্পাদক মামুন
খুবি কেন্দ্রে ঢাবি ভর্তি পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে নানা সিদ্ধান্ত
ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্বের আদেশ স্থগিতে ১৮টি রাজ্যের মামলা
টেলিকমে অপ্রয়োজনীয় লাইসেন্স বাতিল করা হবে : বিটিআরসি চেয়ারম্যান
ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাইভেট কারচালক নিহত
খালেদা জিয়ার নাইকো মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য
আনিসুল হকের আয়কর নথি জব্দ
সাবেক ক্রিকেটার দুর্জয়ের সম্পদ জব্দ, ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ
বন্দরে বকেয়া বেতন দাবিতে পারটেক্স শ্রমিকদের অবস্থান কর্মসূচি
অবৈধভাবে কার্যক্রম চালাচ্ছে ইস্ট এশিয়ান ইউনিভার্সিটি : ইউজিসি
ধামরাইয়ে ৩ দিনেও সন্ধান মেলেনি ইজিবাইক চালকের
জাতীয় বিশ্ববিদ্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন পালিত
গণতান্ত্রিক ও বৈষম্যমুক্ত সমৃদ্ধশালী দেশ গড়তে প্রয়োজন সমন্বিত প্রচেষ্টা -নারায়ণগঞ্জ জেলা প্রশাসক
বিদ্যুৎ উপদেষ্টাকে স্মারকলিপি দিল পবিস কর্মীরা
উত্তরা উলামা আইম্মা পরিষদের কমিটি গঠন