নারাইনের অনন্য কীর্তি আর কলকাতার কাছে হায়দরাবাদের সবচেয়ে বড় হার
০৪ এপ্রিল ২০২৫, ০৮:৩৭ এএম | আপডেট: ০৪ এপ্রিল ২০২৫, ০৮:৩৭ এএম

ব্যাট হাতে এদিন রাঙাতে পারেননি নিজেকে। বল হাতেও ধরেছেন কেবল একটি শিকার। এই এক উইকেট নিয়েই দারুণ এক কীর্তি গড়লেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার সুনিল নারাইন। কলকাতা নাইট রাইডার্সও এদিন সানরাইজার্স হায়দরাবাদকে দিয়েছে রেকর্ড ব্যবধানে হারের তিক্ততা।
আইপিএলে বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে সানরাইজার্সকে ৮০ রানে হারিয়েছে কলকাতা। ২০১ রানের লক্ষ্যে স্রেফ ১২০ রানে গুটিয়ে যায় হায়দরাবাদ।
রানের ব্যবধানে এটি তাদের সবচেয়ে বড় হারের রেকর্ড। ছাড়িয়ে গেছে গত বছর চেন্নাই সুপার কিংসের কাছে ৭৮ রানে হারকে।
চলতি আসরে কলকাতার ৪ ম্যাচে এটি দ্বিতীয় জয়। অন্যদিকে জয় দিয়ে আসর শুরুর পর টানা তিন ম্যাচে হারল হায়দরাবাদ।
কলকাতার এদিনের জয়ের নায়ক বৈভব আরোরা ২৯ রানে নেন ৩ উইকেট। ৩২ বলে ৫০ রান করে আঙিক্রশ রাজবংশি এবং ২৯ বলে ৬০ রান করে ভেঙ্কাটেশ আয়ার সেই জয়কে ত্বরাণ্বিত করেন। আজিঙ্কে রাহানের ২৭ বলে ৩৮ ও রিংকু সিংয়ের ১৭ বলে ৩২ রানও ছিল পরিস্থিতির বিবেচনায় মহামূল্যবান। শেষ ৫ ওভারে ৭৮ রান যোগ করে কলকাতা।
জবাবে ১৩ বলের মধ্যে টপ অর্ডারের তিন উইকেট হারিয়ে ছিটকে পড়া হায়দরাবাদ ৭৫ রানে হারায় ৬ উইকেট। হাইনরিক ক্লাসেনের ২১ বলে ৩৩ ও কামিন্দু মেন্ডিসের ২০ বলে ২৭ রানে কোনোমতে একশ পার করতে পারে তারা।
বৈভবের মতো ৩ উইকেট নেন বরুণ চক্রবর্তীও। এই স্পিনার দেন ৪ ওভারে স্রেফ ২২ রান। ২১ রানে ২ উইকেট নেন আন্দ্রে রাসেল।
৪ ওভারে ৩০ রানে এদিন একটি উইকেট নিয়েই দারুণ কীর্তিতে নাম লেখান নারাইন। হায়দরাবাদের রান তাড়ায় ইনিংসের দশম ও নিজের দ্বিতীয় ওভারে মেন্ডিসের উইকেটটি নেন তিনি। কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে তার ২০০তম উইকেট এটি।
ছেলেদের টি-টোয়েন্টি ক্রিকেটে কোনো একটি দলের হয়ে দুইশ বা এর বেশি উইকেট নেওয়া বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার তিনি। প্রথম জন সামিত প্যাটেল। নটিংহ্যামশায়ারের হয়ে বাঁহাতি এই ইংলিশ স্পিনিং অলরাউন্ডারের উইকেট ২০৮টি।
ইংল্যান্ডের আরেক দল হ্যাম্পশায়ারের হয়ে ১৯৯ উইকেট নিয়ে এই তালিকায় তিন নম্বরে আছেন বাঁহাতি ইংলিশ পেসার ক্রিস উড। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ১৯৫ উইকেট নিয়ে চারে সাবেক লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। গ্লস্টারশায়ারের হয়ে ১৯৩ উইকেট নিয়ে পাঁচে আছেন ইংলিশ পেসার ডেভিড পেইন।
এই পাঁচ জনের আশেপাশে নেই আর কেউ। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ১৬৮ উইকেট নিয়ে ছয় নম্বরে ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ।
কলকাতার হয়ে নারাইনের ২০০ উইকেটের সবকটি অবশ্য আইপিএলে নয়। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে ২০১২ সালে অভিষেক থেকে একটি দলের হয়েই খেলছেন তিনি। এখানে ১৮০ ম্যাচে তার উইকেট ১৮২টি। কলকাতার হয়ে বাকি ১৮টি উইকেট তিনি নিয়েছেন বিলুপ্ত হয়ে যাওয়া চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে।
আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় নারাইন আছেন চার নম্বরে। তার চেয়ে একটি উইকেট বেশি নিয়ে যৌথভাবে তিনে আছেন রাভিচান্দ্রান অশ্বিন, ভুবনেশ্বর কুমার ও ডোয়াইন ব্রাভো।
১৯২ উইকেট নিয়ে দুই নম্বরে পিয়ুস চাওলা। চূড়ায় ইউজবেন্দ্রা চেহেলের শিকার ২০৬টি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

চীনে পর্যটকবাহী একাধিক নৌকাডুবিতে নিহত অন্তত ১০

টাঙ্গাইলের কালিহাতিতে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

রাবিতে পাঁচ ঘণ্টার র্যাগিং: কুকুর সেজে অশ্লীল অঙ্গভঙ্গি, মোবাইল কেড়ে নিয়ে ভয়ভীতি

সুন্দরবনের করমজলে মহাবিপন্ন বাটাগুর বাসকার ডিম ফুটে জন্মাল ৬৫ টি বাচ্চা

শেরপুরে বাড়ছে কলার চাষ! লাভের মুখ দেখছেন বাগান মালিকরা

যাত্রা শুরু করলো পিনাকী ভট্টাচার্যের ইংরেজি নতুন চ্যানেল

সড়ক নির্মাণে দেড় বছরের কাজ হয়নি ৬ বছরেও

কাতার সফর শেষে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান

সাতক্ষীরায় এক লক্ষ মামলা পেইন্ডিং "ন্যায়কুঞ্জ" উদ্বোধনকালে বিচারপতি মাহমুদুল হক

উপহার দিয়ে চিকিৎসকদের প্রভাবিত করা সম্পূর্ণ নিষিদ্ধের সুপারিশ

কুখ্যাত আলকাট্রাজ কারাগার পুনরায় খোলার নির্দেশ ট্রাম্পের

নাচোলে ২৯ বছর পর মামলার রায় পেয়ে উচ্ছেদ অভিযান কার্যকর

নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন আয়োজনে কাউকে চাপ দেওয়া হবে না: ইইউ

বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবার সুপারিশ

বাঁচতে চায় ক্যান্সার আক্রান্ত তৃতীয় শ্রেণি শিক্ষার্থীর সিয়াম, সাহায্যর আবেদন

পাট ও পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার ৫৪

মাওলানা রইস হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ

মাগুরায় ২ দফা দাবিতে আদালতের কর্মচারীদের কর্ম বিরতি

গোয়ালন্দে নতুন ভবনে সোনালী ব্যাংক উপজেলা শাখার কার্যক্রমের উদ্বোধন