ফিল্ডিংয়ের দায়িত্বে পামেন্ট
০৯ এপ্রিল ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৯ এপ্রিল ২০২৫, ১২:০১ এএম

জিম্বাবুয়ে সিরিজের আগে ফিল্ডিং কোচের শূন্যতা পূরণ করে নিলো বাংলাদেশ। সামনের সিরিজ থেকে জাতীয় দলের সঙ্গে কাজ করবেন জেমস পামেন্ট। গতপরশু রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইংলিশ বংশোদ্ভূত কিউই কোচের নিয়োগের খবর জানিয়েছে বিসিবি। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের সঙ্গে চুক্তি করেছেন ৫৬ বছর বয়সী কোচ। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৫ এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। এর আগে সিলেটে শনিবার থেকে শুরু হয়ে যাবে বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্প। অনুশীলন পর্বের শুরু থেকেই জাতীয় দলের সঙ্গে থাকবেন পামেন্ট।
বাংলাদেশের ফিল্ডিং কোচ হিসেবে সবশেষ কাজ করেছেন শেন ম্যাকডারমট। তার বিদায়ের পর ভারপ্রাপ্ত ফিল্ডিং কোচ হিসেবে কয়েক সিরিজে দায়িত্ব পালন করেন সহকারী কোচ নিক পোথাস। গত ডিসেম্বরে পোথাসও পদত্যাগ করলে এই পদে দেখা দেয় শূন্যতা। ফিল্ডিং কোচের দায়িত্ব নিয়ে বাংলাদেশ দলের সঙ্গে নতুন চুক্তি করে বিবৃতিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পামেন্ট, ‘খুবই প্রতিভাবান ও সম্ভাবনাময় বাংলাদেশ দলের সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ পেয়ে আমি উচ্ছ্বসিত। জিম্বাবুয়ে সিরিজের আগে ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আমি উন্মুখ হয়ে আছি।’
পামেন্টের অন্তর্ভুক্তিতে এখন পাঁচ সদস্যে পরিণত হলো বাংলাদেশের কোচিং প্যানেল। গত মাসে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা নামার পর ফিল সিমন্সের সঙ্গেও ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করে বিসিবি। সিনিয়র সহকারী কোচ হিসেবে দলের সঙ্গে আছেন মোহাম্মদ সালাউদ্দিন। ফাস্ট বোলিং কোচ হিসেবে কাজ করছেন আন্দ্রে অ্যাডামস এবং স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ হিসেবে আছেন নাথান কেলি।
সত্তরের দশকে ইংল্যান্ডে জন্ম নিলেও পরবর্তীতে নিউজিল্যান্ডে স্থায়ী হন পামেন্ট। খেলোয়াড়ি জীবনে অকল্যান্ডের হয়ে খেলেন তিনি। ১৪টি প্রথম শ্রেণি ও ৩৩টি লিস্ট ‘এ’ ম্যাচে সীমাবদ্ধ তার ক্রিকেট ক্যারিয়ার। তবে দীর্ঘ কোচিং ক্যারিয়ারে বিভিন্ন জাতীয় দল ও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে কাজ করার অভিজ্ঞতা রয়েছে পামেন্টের। সবশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল মুম্বাই ইন্ডিয়ান্সের ফিল্ডিং কোচ ছিলেন তিনি। টানা সাত আসর মুম্বাইয়ের দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১৯ সালে যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের ভারপ্রাপ্ত প্রধান কোচ হিসেবেও কাজ করেন তিনি। নিউজিল্যান্ড, নিউজিল্যান্ড ‘এ’ ও নিউ জিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের ফিল্ডিং রিসোর্স কোচ ও বিশেষজ্ঞ টেকনিক্যাল পরামর্শক হিসেবে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তার। ২০১১ সালে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে কিউইদের সহকারী কোচ ছিলেন পামেন্ট। এছাড়া লম্বা সময় নিউ জিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের দল নর্দার্ন ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের প্রধান কোচ ছিলেন তিনি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

গাজায় যুদ্ধ আরও বিস্তৃত করতে লাখো রিজার্ভ সৈন্য ডাকছে ইসরায়েল

হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদে মাঠে নেমেছে এনসিপির, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় আটক ২

সাবেক মন্ত্রী-এমপি-মেয়র সহ যারা হলেন বৈষম্য বিরোধী আন্দোলনে সিলেটে হামলা ঘটনা মামলার আসামী

হাসিনার কুশপুত্তলিকার সঙ্গে হেফাজতের কোনো সম্পর্ক নেই

রাস্তায় যানজট সৃষ্টির দায়ে ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

গুজব ও অপতথ্য মোকাবিলায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে তথ্য কর্মকর্তাদের

ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে এবি পার্টির শোক প্রকাশ

২০২৫ অর্থবছরের ২য় প্রান্তিকে ভিসা’র ৯ শতাংশ রাজস্ব প্রবৃদ্ধি অর্জন

গাজীপুরে মসজিদের খতিব হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে সমাবেশ

কৃষি দেশের অর্থনীতির মেরুদণ্ড, জাতীয় উন্নয়ন অগ্রগতির প্রধানতম হাতিয়ার- ড. মোশাররফ

মিজানুর রহমান সোহেলের ‘জিরো টাকায় বিজনেস’ বইয়ের প্রি-অর্ডার শুরু

মাকে নিয়ে তারকা মেহজাবীনের সাথে ফাইভ স্টারে ডিনারের সুযোগ বিকাশ-এ

ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক

সড়ক দুর্ঘটনায় চাটমোহরের মাদ্রাসা সুপারের মৃত্যু

রূপালী ব্যাংকের প্রধান কার্যালয় এখন ইউনুস ট্রেড সেন্টারে

বীভৎস অবতারে ধরা দিলেন মোশাররফ করিম

চট্টগ্রাম ‘ফিটনেস সাগা’ উদ্বোধন

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় স্থানীয়দের মতামতকে গুরুত্ব দিতে হবে : সৈয়দা রিজওয়ানা হাসান

আওয়ামী লীগ ঘাতক ও সন্ত্রাসী দল