এভাবেও আউট হওয়া যায়!
১০ এপ্রিল ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১০ এপ্রিল ২০২৫, ১২:০২ এএম

জয়ের জন্য দরকার ৬ রান, হাতে আছে ১ উইকেট। অবনমনের শঙ্কা মাথায় শাইনপুকুর ক্রিকেট ক্লাবের, গুলশান ক্রিকেট ক্লাবের সামনে সুপার লিগ খেলার হাতছানি। এমন সময়ে মিনহাজুল আবেদীন সাব্বির যে আউট হলেন, তা দেখে ধারাভাষ্যকারের কণ্ঠে বিস্ময়, ‘শকিং! আমি এমন কিছু কখনো দেখিনি।’ যে আউট দেখে আসলে প্রশ্ন জাগে দর্শকের মনেও।
ব্যাটসম্যান মিনহাজুল আবেদীনকে এগিয়ে আসতে দেখে ওয়াইড করেছিলেন নাঈম ইসলাম। কিপারের কাছে বল যাওয়ার আগেই ব্যাটটা ক্রিজের ভেতর নেওয়ার যথেষ্ট সময় ছিল মিনহাজুলের কাছে। প্রথমবারে স্টাম্প ভাঙতে পারেননি গুলশানের উইকেটরক্ষক আলিফ হাসান। এই সময়ের মধ্যেই ব্যাটটা তিনি দাগের ভেতরেও নিয়েছিলেন, কিন্তু পুরোটা সময়ই তা শূন্যে ভাসিয়ে রেখেছেন মিনহাজুল। পরের দফায় স্টাম্পে লাগিয়ে গুলশানের জয় নিশ্চিত করেন আলিফ। যে আউট নিয়ে প্রশ্ন জেগেছে মিরপুরে, এমনকি পরে সামাজিক যোগাযোগমাধ্যমেও। ওই আউটের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে গাজী গ্রæপ ক্রিকেটার্সের ক্রিকেটার শামসুর রহমান লিখেছেন, ‘সিরিয়াসলি শেইম।’
এমন আউটের পর ৫ রানের জয়ে সুপার লিগ নিশ্চিত হয়ে গেছে গুলশানের। ১০ ম্যাচে ৬ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে তালিকার ৩ নম্বরে উঠে গেছে তারা। ১০ ম্যাচে ১ জয় পাওয়া শাইনপুকুর আছে সবার শেষেই। এদিন টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ৪১ ওভারে ১৭৮ রান করে অলআউট হয়ে যায় গুলশান ক্রিকেট ক্লাব। দলটির হয়ে ৫১ বল খেলে সর্বোচ্চ ৩৮ রান করেন সাকিব শাহরিয়ার। শাইনপুকুরের নিয়ন জামান নেন তিন উইকেট। পরে রান তাড়ায় নেমে শাহরিয়ার সাকিবে ৫৪ বলে ৪০ রান করে আউট হয়ে যান। শেষ দিকে শরিফুল ইসলামের ২০ বলে ২২ রানের ইনিংসে জয়ের দিকেই এগোচ্ছিল শাইনপুকুর। দোলাচলে থাকা ম্যাচে এমন অদ্ভুতুড়ে স্টাম্পিংয়ের ঘটনা এমন এক দিনে ঘটলো, যেদিন পারটেক্স স্পোর্টিং ক্লাবের কোচ আনোয়ারুল মোস্তাকিম নিজ দলের ক্রিকেটারদের বিরুদ্ধেই ইচ্ছা করে নেতিবাচক ক্রিকেট খেলার ‘সন্দেহ’ প্রকাশ করেছেন।
তার অভিযোগ, ‘আমাদের অফিশিয়ালরা ইনস্ট্রাকশন দিয়েছে একরকম। তারা (ক্রিকেটাররা) খেলছে আরেক রকম। আমাদের অফিশিয়ালরা ইনস্ট্রাকশন দিচ্ছে, আমার দল ১০০ রানে অলআউট হয়ে যাক, কিন্তু ইতিবাচক খেলা চাই। কিন্তু ওরা গিয়ে নেগেটিভ ক্রিকেট খেলেছে।’ কী ধরনের নেগেটিভ ক্রিকেট খেলছেন, জানতে চাইলে মোস্তাকিম বলেন, ‘নেগেটিভ বলতে যেমন ধরেন ৫০ বল খেলে ১৮ রান। ওই ধরেন কেউ ৪০ বল খেলে ৫ রান। আমার অফিশিয়াল তো এটা গ্রহণ করেনি।’
তাহলে কি ক্রিকেটারদের নিয়ে অন্য কোনো সন্দেহ করছেন? জানতে চাইলে পারটেক্সের কোচ বলেন, ‘এটা শুধু (সন্দেহ) আমরা না। বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে, এটা সন্দেহজনক, তোমাদের দলের খেলোয়াড়েরা এমন করছে কেন! এ রকম তো খেলার কথা না। যেখানে ২২০ রান তাড়া করছি, ২০ ওভারে ৩৭ রান। এটা তো সন্দেহজনক খেলা। আমি তো প্রমাণ ছাড়া কোনো কথা বলতে পারছি না। আমাকে অনেক খেলোয়াড় অনেক ফোন করছে, আপনার এই খেলোয়াড় ফিক্সিং করছে। এই খেলোয়াড় এটা করছে, ওটা করছে। আমার তো এ বিষয়ে অভিজ্ঞতা নেই, ফিক্সিংটা করে কীভাবে। কিন্তু এ রকম নেগেটিভ খেলা কেন!’
এদিকে, একাডেমি মাঠে নিজেদের অনুশীলন রেখে শেরেবাংলায় ম্যাচের শেষ অংশ দেখতে ছুটে যান লেজেন্ডস অব রূপগঞ্জের আফিফ হোসেন ও সাইফ হাসান। শেষ উইকেটে সন্দেহজনক ওই স্টাম্পিং আউট দেখে তাদের হাসি আর থামেই না! দূর থেকেই বলে উঠলেন, ‘রাফসান, আকসু তোকে ডাকছে, দেখা করে আয়...’। আকসুর (অ্যান্টি করাপশন ইউনিট) ডাক পড়ার কথাটি হয়তো মজা করেই বলা হয়েছে। তবে ব্যাপারটি গুরুতরই।
এই আউট নিয়ে খোঁজ নিয়েছে সিসিডিএমও। ঢাকা প্রিমিয়ার লিগের সমন্বয়ক সাব্বির আহমেদ রুবেল বলেছেন, তিনি ম্যাচ রেফারির সঙ্গে কথা বলতে পারেননি। তবে তিনি জানতে পেরেছেন, কাজটা মিনহাজুল আবেদীন ইচ্ছা করে করেছেন, না কি না বুঝে, সেটা নিয়ে দুই আম্পায়ারও সন্দিহান। আনুষ্ঠানিক অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে জানান সমন্বয়ক সাব্বির, ‘এগুলো পুরোপুরি নির্ভর করে ম্যাচ রেফারির ওপর। আম্পায়াররা তাদের ম্যাচ রিপোর্ট দেবে। ম্যাচ রেফারি একটা রিপোর্ট করবে। এরপর যদি কোনো অভিযোগ আনার বিষয় থাকে, তখন অ্যান্টি করাপশন ইউনিট দেখবে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল স্বাস্থ্য সংস্কার কমিশন

কোটালীপাড়ায় ইজিবাইক চোর রুহুল আমিন গ্রেফতার

নিজ বাসায় থাকার অধিকার ফিরে পেলেন তুরিন আফরোজের মা

সুনামগঞ্জে ভারতীয় রুপিসহ বাংলাদেশী নাগরিক আটক

ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের প্রতি শেষ শ্রদ্ধা, সুপ্রিম কোর্টে অর্ধদিবস বন্ধ বিচারকাজ

ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে করাচি বন্দরে পৌঁছালো তুর্কি যুদ্ধজাহাজ

হাসনাতের গাড়িতে হামলা: গাজীপুরে রাতভর অভিযানে আটক ৭০

সরকার নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা নিয়ে সমাজে অনৈক্য ও বিশৃঙ্খলা বাড়াছে: রাশেদ খান

বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে ‘ফরোয়ার্ড হেডকোয়ার্টার’ করবে ভারত

ইতিহাস গড়তে যাচ্ছেন শাহরুখ,ভক্তদের উচ্ছ্বাস

সুদানে আরএসএফ-এর বর্বর হামলায় ৩০০ বেসামরিক নাগরিক নিহত

হুথির ক্ষেপণাস্ত্র হামলা : ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক

ইমরান-বিলাওয়ালের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করল ভারত

শিক্ষক স্বল্পতা দুর করার আন্দোলনের সুযোগে ফ্যসিষ্টের দোসরদের পুনর্বাসনের অভিযোগ

আলিফ হত্যা মামলায় চিন্ময় দাসকে গ্রেফতার দেখানোর নির্দেশ

রাবিতে তদন্তে গড়িমসি: অভিযুক্ত শিক্ষকের “রক্ষাকবচ” রেজিস্ট্রারের বিরুদ্ধেই সদস্যের পদত্যাগ

গাজায় আরও আগ্রাসী হামলার পদক্ষেপ নিচ্ছে ইসরাইল, হাজার হাজার নতুন সেনা তলব

ভারতের দুঃসাহসে ঐক্যবদ্ধ জবাব দিতে প্রস্তুত পাকিস্তানের সশস্ত্রবাহিনী

বেরোবিতে যৌন হয়রানি: অভিযোগকারী সেই শিক্ষার্থী এখন নিরাপত্তাহীনতায়, মধ্যস্থতার প্রস্তাব

আজ বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা