ব্রাদার্সের রোমাঞ্চে পানি ঢেলে দিলো বৃষ্টি
১১ এপ্রিল ২০২৫, ১২:০৮ এএম | আপডেট: ১১ এপ্রিল ২০২৫, ১২:০৮ এএম

ব্রাদার্স ইউনিয়নের দরকার ৮ বলে ৮ রান। লিজেন্ডস অব রূপগঞ্জের দরকার ১ উইকেট। ঢাকা প্রিমিয়ার লিগে এমন রোমাঞ্চকর সমাপ্তির দিকে গড়ানো ম্যাচটা শেষ পর্যন্ত শেষই হতে পারল না। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের আকাশে মেঘের ঘনঘটা ছিল আগে থেকেই। ঝোড়ো হাওয়ায় তড়িঘড়ি মাঠ ছাড়তে হয়েছে দুই দলকে। কিছুক্ষণের মধ্যেই হাজির বেরসিক বৃষ্টি। ম্যাচ শেষ সেখানেই। বৃষ্টি রোমাঞ্চ থেমে যাওয়া ম্যাচটিতে বৃষ্টি আইনে ১০ রানের জয় পেয়েছে রূপগঞ্জ। ১০ ম্যাচে ৬ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে সুপার লিগ খেলা অনেকটাই নিশ্চিত হয়ে গেছে তাদের। দুই জয় পাওয়া ব্রাদার্স এখনো আছে অবনমন অঞ্চলে।
টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৭৭ রান করে রূপগঞ্জ। দলটির পক্ষে ৭৯ বলে সর্বোচ্চ ৮০ রান করেন সৌম্য সরকার। ৫৫ বলে ৫৯ রান আসে মাহমুদুল হাসানের ব্যাট থেকে। ব্রাদার্সের ইয়াসির আরাফাত নেন তিন উইকেট। রান তাড়ায় নেমে ব্রাদার্সের শুরুটা ভালো না হলেও শেষ দিকে মাইশুকুর রহমান ও সুমন খান লড়াই চালিয়ে যাচ্ছিলেন। মাইশুকুর ৩২ বলে ৪৬ রান করে আউট হওয়ার পর দায়িত্ব কাঁধে তুলে নেন সুমন। খেলা বন্ধ হওয়া ৪৯তম ওভারের প্রথম দুটি বলেও তানজিম হাসানকে চার মারেন তিনি। ২৫ বলে ৩৪ রানে অপরাজিত থাকা সুমনের জন্য তাই বৃষ্টিটা বাড়তি আফসোসই হয়ে এসেছে।
এদিকে, নাসির হোসেনের ফেরার ম্যাচে রূপগঞ্জ টাইগার্স জয় পেয়েছিল। ওই ম্যাচে ভালো করতে না পারলেও এদিন রান পেয়েছেন, তবে হেরে গেছে তার দল। রূপগঞ্জকে ৫ উইকেটে হারিয়ে সুপার লিগের আশা বাঁচিয়ে রেখেছে ধানমন্ডি ক্লাব। টস হেরে ব্যাট করতে নামা রূপগঞ্জের হয়ে ফিফটি করেন দেড় বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আগের ম্যাচেই ফেরা নাসির। ৮৪ বলে ৭৭ রান করে ফজলে মাহমুদের বলে আউট হন তিনি। এ ছাড়া ২৮ বলে ৪৮ রান করেন আরিফুল হক।
রান তাড়ায় ধানমন্ডিকে এগিয়ে নেন অধিনায়ক নুরুল হাসান। সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে অবশ্য তিনি আউট হয়ে যান। ৯ চার ও ২ ছক্কায় ৯৫ বলে ৯৭ রান করেন নুরুল। অধিনায়কের বিদায়ের পর দলকে জয়ের বাকি পথটুকু টেনে নেন ইয়াসির আলি- ৪০ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৫ রান করেন তিনি। ১০ ম্যাচে চার জয়ে পয়েন্ট টেবিলের আটে থাকলেও এখনো সুপার লিগের দৌড়ে টিকে আছে ধানমন্ডি। ১০ ম্যাচে দুই জয় নিয়ে তাদের ঠিক পরেই আছে রূপগঞ্জ।
এছাড়া, আগের ম্যাচে রূপগঞ্জ টাইগার্সের কাছে হেরে যাওয়া গাজী গ্রুপ ক্রিকেটার্স আবারও ছন্দে ফিরেছে। বিকেএসপিতে গতকাল তারা ১৭০ রানের বড় ব্যবধানে হারিয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে। টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৩০২ রানের বড় সংগ্রহ পায় গাজী গ্রুপ। পরে ওই রান তাড়ায় নেমে ৩১.৫ ওভারে ১৩২ রানে অলআউট হয় পারটেক্স। গাজী গ্রুপের হয়ে তিন নম্বরে খেলতে নেমে ৯০ বলে সর্বোচ্চ ৭৮ রান করেন ক্যারিয়ারে নিজের পঞ্চাশতম সেঞ্চুরির অপেক্ষায় থাকা এনামুল। এ ছাড়া ৬৫ বলে ৬৪ রান আসে সাব্বির হোসেনের ব্যাট থেকে। শামীম মিয়া করেন ৫৩ বলে ৫৩ রান। রান তাড়ায় নেমে পারটেক্সের ওপেনার আদিল ৮৫ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন। বাকি ব্যাটসম্যানদের কেউই সুবিধা করতে পারেননি। গাজী গ্রুপের শামীম মিয়া, ওয়াসি সিদ্দিকী ও তোফায়েল আহমেদ দুটি করে উইকেট নেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল স্বাস্থ্য সংস্কার কমিশন

কোটালীপাড়ায় ইজিবাইক চোর রুহুল আমিন গ্রেফতার

নিজ বাসায় থাকার অধিকার ফিরে পেলেন তুরিন আফরোজের মা

সুনামগঞ্জে ভারতীয় রুপিসহ বাংলাদেশী নাগরিক আটক

ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের প্রতি শেষ শ্রদ্ধা, সুপ্রিম কোর্টে অর্ধদিবস বন্ধ বিচারকাজ

ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে করাচি বন্দরে পৌঁছালো তুর্কি যুদ্ধজাহাজ

হাসনাতের গাড়িতে হামলা: গাজীপুরে রাতভর অভিযানে আটক ৭০

সরকার নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা নিয়ে সমাজে অনৈক্য ও বিশৃঙ্খলা বাড়াছে: রাশেদ খান

বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে ‘ফরোয়ার্ড হেডকোয়ার্টার’ করবে ভারত

ইতিহাস গড়তে যাচ্ছেন শাহরুখ,ভক্তদের উচ্ছ্বাস

সুদানে আরএসএফ-এর বর্বর হামলায় ৩০০ বেসামরিক নাগরিক নিহত

হুথির ক্ষেপণাস্ত্র হামলা : ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক

ইমরান-বিলাওয়ালের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করল ভারত

শিক্ষক স্বল্পতা দুর করার আন্দোলনের সুযোগে ফ্যসিষ্টের দোসরদের পুনর্বাসনের অভিযোগ

আলিফ হত্যা মামলায় চিন্ময় দাসকে গ্রেফতার দেখানোর নির্দেশ

রাবিতে তদন্তে গড়িমসি: অভিযুক্ত শিক্ষকের “রক্ষাকবচ” রেজিস্ট্রারের বিরুদ্ধেই সদস্যের পদত্যাগ

গাজায় আরও আগ্রাসী হামলার পদক্ষেপ নিচ্ছে ইসরাইল, হাজার হাজার নতুন সেনা তলব

ভারতের দুঃসাহসে ঐক্যবদ্ধ জবাব দিতে প্রস্তুত পাকিস্তানের সশস্ত্রবাহিনী

বেরোবিতে যৌন হয়রানি: অভিযোগকারী সেই শিক্ষার্থী এখন নিরাপত্তাহীনতায়, মধ্যস্থতার প্রস্তাব

আজ বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা