জ্যোতির ঝড়ো সেঞ্চুরি পিঙ্কির আক্ষেপ, সুমনা-ফাহিমার ৫ উইকেট

রেকর্ডের ফুলঝুরিতে উড়ন্ত বাংলাদেশ

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

১১ এপ্রিল ২০২৫, ১২:০৮ এএম | আপডেট: ১১ এপ্রিল ২০২৫, ১২:০৮ এএম

র‌্যাঙ্কিংয়ে দুই দলের ব্যবধান খুব একটা নেই। বাংলাদেশ ৭ নম্বরে, থাইল্যান্ড ৯ নম্বরে। তবে মাঠের ক্রিকেটে শক্তি-সামর্থ্যরে ব্যবধানটা পরিষ্কারভাবেই বুঝিয়ে দিল বাংলাদেশ। প্রত্যাশিত জয় তো ধরা দিলই, সঙ্গে রেকর্ডের পর রেকর্ড গড়ে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার অভিযান শুরু করল জ্যোতি সুলতানা জ্যোতির দল। থাইল্যান্ডকে ১৭৮ রানে বিধ্বস্ত করে ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে পথচলা শুরু করল বাংলাদেশ। গতকাল লাহোরে ব্যাটিংয়ে একগাদা রেকর্ড গড়ে ২৭১ রান তোলে বাংলাদেশ। বোলিংয়ে তো বিশ্বরেকর্ডই হয়ে যায়। দুই স্পিনার ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌস সুমনার দারুণ বোলিংয়ে মাত্র ৯৩ রানে গুটিয়ে যায় থাইল্যান্ড।
ওয়ানডেতে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় জয়। গত নভেম্বরের আয়ারল্যান্ডকে ১৫৪ রানে হারিয়েছিল তারা। ৫টি করে উইকেট নেন ফাহিমা ও সুমনা। নারী ওয়ানডের ইতিহাসে এক ইনিংসে দুই বোলারের ৫ উইকেট নেওয়ার প্রথম কীর্তি এটি। প্রায় সাত বছর পর ওয়ানডে খেলতে নেমে মাত্র ৭ রানে ৫ উইকেট নেন সুমনা। ফাহিমার খরচ ২১ রান। এই দুজনের আগে ওয়ানডেতে বাংলদেশের হয়ে ৫ উইকেট নিতে পেরেছিলেন শুধু খাদিজাতুল কুবরা ও নাহিদা আক্তার। ম্যাচের প্রথম ইনিংসে করা ২৭১ রান ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আগের সর্বোচ্চ আয়ারল্যান্ডের বিপক্ষে ২৫২ রান। রেকর্ড পুঁজির বড় কারিগর জ্যোতি সুলতানা। ৭৮ বলে সেঞ্চুরি ছুঁয়ে দেশের হয়ে দ্রুততম শতরানের রেকর্ড গড়ে ১০১ রানের ইনিংস খেলেন বাংলাদেশ অধিনায়ক। ৯৪ রানে অপরাজিত থাকেন শারমিন আক্তার। তৃতীয় উইকেটে জ্যোতি ও শারমিন মিলে গড়েন ১৫২ রানের জুটি। এই সংস্করণে যে কোনো উইকেটে এটিই বাংলাদেশের সর্বোচ্চ জুটি। গত ডিসেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে ফারজানা ও শারমিনের ১৪৩ রানের জুটি ছিল আগের রেকর্ড।
জ্যোতির, শারমিনের আগে পঞ্চাশছোঁয়া ইনিংস খেলেন আরেক অভিজ্ঞ ব্যাটার ফারজানা হক। এক ইনিংসে বাংলাদেশের তিন ব্যাটারের ফিফটির ঘটনাও এটিই প্রথম। ফারজানার সঙ্গে শারমিনের দ্বিতীয় উইকেট জুটির সংগ্রহ ১০৪ রান। একই ওয়ানডেতে বাংলাদেশের শতরানের দুটি জুটির প্রথম নজিরও এটি। জোড়া ৫ উইকেটের মতো জোড়া সেঞ্চুরির দেখাও পেতে পারত বাংলাদেশ। ইনিংসের শেষ ওভারে শতক থেকে ৮ রান দূরে ছিলেন শারমিন। নিগারের বাকি ছিল ৫ রান। থাইল্যান্ডের ফিল্ডারের ভুলে পাওয়া বাউন্ডারিতে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়ে যান জ্যোতি। কিন্তু দুই বল স্ট্রাইক পেয়ে দুই রানের বেশি নিতে পারেননি শারমিন। ১২৬ বলে ৯৪ রানে অপরাজিত থাকেন তিনি। গত নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে ৯৬ রান করে আউট হয়েছিলেন অভিজ্ঞ এই ব্যাটার। নব্বইয়ে একাধিকবার আটকে পড়া বাংলাদেশের একমাত্র ব্যাটার এখন তিনি।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ইশমা তানজিমের উইকেট হারায় বাংলাদেশ। শুরুর চাপ সামাল দিয়ে শতরানের জুটি গড়েন ফারজানা ও শারমিন। ৭৫ বলে ৫০ ছুঁয়ে বেশি দূর যেতে পারেননি ফারজানা। ওয়ানডেতে এটি তার ১৪তম ফিফটি। ২৮তম ওভারে জ্যোতি যখন ক্রিজে যান, ততক্ষণে ৪৬ রান করে ফেলেছেন শারমিন। এর কিছুক্ষণ পর ৭৪ বলে পূর্ণ হয় তার পঞ্চাশ। এরপর দ্রুত রান তুলতে থাকেন জ্যোতি। ইনিংসের ৪০ ওভার শেষে ৭৪ রানে ছিলেন শারমিন। জ্যোতির নামের পাশে তখন ৪৫ রান। পরে আগ্রাসী ব্যাটিংয়ে শারমিনকে ছাড়িয়ে যান বাংলাদেশ অধিনায়ক। ওয়ানডেতে সেঞ্চুরি করা বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার জ্যোতি। আগের দুই সেঞ্চুরি করেছিলেন ফারজানা। ৮০ বলের ইনিংসে ১৫ চারের সঙ্গে ১টি ছক্কা মারেন অভিজ্ঞ ব্যাটার। ওয়ানডেতে এক ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ বাউন্ডারির রেকর্ড এটি। আয়ারল্যান্ডের বিপক্ষে ৯৬ রান করার পথে ১৪টি চার মেরেছিলেন শারমিন।
রান তাড়ায় উদ্বোধনী জুটিতে ৩৮ রান করে ফেলে থাইল্যান্ড। নবম ওভারে চানিদা সুথিরুয়াং ফেরার পর ধস নামে তাদের ইনিংসে। দুই প্রান্ত থেকে একযোগে স্পিন ভেলকি দেখান ফাহিমা ও সুমনা। ২০১৮ সালে অভিষেক সিরিজে খেলা দুই ওয়ানডেতে কোনো উইকেট পাননি সুমনা। দীর্ঘ বিরতির পর ফেরার ম্যাচে একপর্যায়ে মাত্র ১ রানে ৫ উইকেট হয়ে যায় তার। পরে আরও ৬ রান খরচ করে ফেলায় সবচেয়ে কৃপণ ৫ উইকেটের রেকর্ডটি হয়নি ২৫ বছর বয়সী স্পিনারের। প্রথম উইকেটের মতো থাইল্যান্ডের শেষ ব্যাটারকেও ফেরান ফাহিমা। একইসঙ্গে পূর্ণ হয় তার ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট। নারীদের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে এটিই প্রথম এবং একমাত্র ঘটনা। এর আগে এই দৃশ্য মাত্র একবার দেখা গেছে পুরুষদের ক্রিকেটে। যেখানে অস্ট্রেলিয়ার হয়ে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচটি করে উইকেট শিকার করেন গ্যারি কজিয়ার ও গ্রেগ চ্যাপেল, ১৯৭৭ সালে।
আগামী রোববার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের আশা বাড়ালো চেলসি
বায়ার্নের শিরোপা পুনরুদ্ধার, কেইনের অপেক্ষার অবসান
খরুচে রিশাদ, জেতেনি দলও
ফর্ম নয়, অভিজ্ঞতার জোরেই দলে শান্ত
টানা ৬ ছক্কার রেকর্ডের পরও ১ রানের হার
আরও
X
  

আরও পড়ুন

প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল স্বাস্থ্য সংস্কার কমিশন

প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল স্বাস্থ্য সংস্কার কমিশন

কোটালীপাড়ায় ইজিবাইক চোর রুহুল আমিন গ্রেফতার

কোটালীপাড়ায় ইজিবাইক চোর রুহুল আমিন গ্রেফতার

নিজ বাসায় থাকার অধিকার ফিরে পেলেন তুরিন আফরোজের মা

নিজ বাসায় থাকার অধিকার ফিরে পেলেন তুরিন আফরোজের মা

সুনামগঞ্জে ভারতীয় রুপিসহ বাংলাদেশী নাগরিক আটক

সুনামগঞ্জে ভারতীয় রুপিসহ বাংলাদেশী নাগরিক আটক

ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের প্রতি শেষ শ্রদ্ধা, সুপ্রিম কোর্টে অর্ধদিবস বন্ধ বিচারকাজ

ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের প্রতি শেষ শ্রদ্ধা, সুপ্রিম কোর্টে অর্ধদিবস বন্ধ বিচারকাজ

ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে করাচি বন্দরে পৌঁছালো তুর্কি যুদ্ধজাহাজ

ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে করাচি বন্দরে পৌঁছালো তুর্কি যুদ্ধজাহাজ

হাসনাতের গাড়িতে হামলা: গাজীপুরে রাতভর অভিযানে আটক ৭০

হাসনাতের গাড়িতে হামলা: গাজীপুরে রাতভর অভিযানে আটক ৭০

সরকার নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা নিয়ে সমাজে অনৈক্য ও বিশৃঙ্খলা বাড়াছে: রাশেদ খান

সরকার নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা নিয়ে সমাজে অনৈক্য ও বিশৃঙ্খলা বাড়াছে: রাশেদ খান

বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে ‘ফরোয়ার্ড হেডকোয়ার্টার’ করবে ভারত

বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে ‘ফরোয়ার্ড হেডকোয়ার্টার’ করবে ভারত

ইতিহাস গড়তে যাচ্ছেন শাহরুখ,ভক্তদের উচ্ছ্বাস

ইতিহাস গড়তে যাচ্ছেন শাহরুখ,ভক্তদের উচ্ছ্বাস

সুদানে আরএসএফ-এর বর্বর হামলায় ৩০০ বেসামরিক নাগরিক নিহত

সুদানে আরএসএফ-এর বর্বর হামলায় ৩০০ বেসামরিক নাগরিক নিহত

হুথির ক্ষেপণাস্ত্র হামলা : ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক

হুথির ক্ষেপণাস্ত্র হামলা : ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক

ইমরান-বিলাওয়ালের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করল ভারত

ইমরান-বিলাওয়ালের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করল ভারত

শিক্ষক স্বল্পতা দুর করার আন্দোলনের সুযোগে ফ্যসিষ্টের দোসরদের পুনর্বাসনের অভিযোগ

শিক্ষক স্বল্পতা দুর করার আন্দোলনের সুযোগে ফ্যসিষ্টের দোসরদের পুনর্বাসনের অভিযোগ

আলিফ হত্যা মামলায় চিন্ময় দাসকে গ্রেফতার দেখানোর নির্দেশ

আলিফ হত্যা মামলায় চিন্ময় দাসকে গ্রেফতার দেখানোর নির্দেশ

রাবিতে তদন্তে গড়িমসি: অভিযুক্ত শিক্ষকের “রক্ষাকবচ” রেজিস্ট্রারের বিরুদ্ধেই সদস্যের পদত্যাগ

রাবিতে তদন্তে গড়িমসি: অভিযুক্ত শিক্ষকের “রক্ষাকবচ” রেজিস্ট্রারের বিরুদ্ধেই সদস্যের পদত্যাগ

গাজায় আরও আগ্রাসী হামলার পদক্ষেপ নিচ্ছে ইসরাইল, হাজার হাজার নতুন সেনা তলব

গাজায় আরও আগ্রাসী হামলার পদক্ষেপ নিচ্ছে ইসরাইল, হাজার হাজার নতুন সেনা তলব

ভারতের দুঃসাহসে ঐক্যবদ্ধ  জবাব দিতে প্রস্তুত পাকিস্তানের সশস্ত্রবাহিনী

ভারতের দুঃসাহসে ঐক্যবদ্ধ জবাব দিতে প্রস্তুত পাকিস্তানের সশস্ত্রবাহিনী

বেরোবিতে যৌন হয়রানি: অভিযোগকারী সেই শিক্ষার্থী এখন নিরাপত্তাহীনতায়, মধ্যস্থতার প্রস্তাব

বেরোবিতে যৌন হয়রানি: অভিযোগকারী সেই শিক্ষার্থী এখন নিরাপত্তাহীনতায়, মধ্যস্থতার প্রস্তাব

আজ বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

আজ বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা