স্টার্কের দুর্দান্ত বোলিংয়ে সুপার ওভার রোমাঞ্চ জিতল দিল্লী
১৭ এপ্রিল ২০২৫, ০৫:১০ এএম | আপডেট: ১৭ এপ্রিল ২০২৫, ০৫:১১ এএম

স্কোরিংয়ের আসরে গত ম্যাচে লো স্কোরিং থ্রিলার দেখেছিল আইপিএল।এবার প্রথমবারের মত দেখল সুপার ওভার।দিল্লী ক্যাপিটালস ও রাজস্থানের মধ্যকার ম্যাচটি শেষ হয় নাটকীয় টাইয়ে।বিজয়ী নির্ধারণে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে মিচেল স্টার্কের দাপটে শেষ হাসি হাসে স্বাগতিক দিল্লী।
দিল্লির আরুন জেটলি স্টেডিয়ামে বুধবার টস হেরে ব্যাট করতে নেমে মূল ম্যাচে ৫ উইকেটে ১৮৮ রান করে দিল্লি। জবাবে ৪ উইকেটে ১৮৮ রানেই থামে রাজস্থান।
আইপিএলে এটি পঞ্চদশ ‘টাই।’ ২০২১ সালের পর প্রথম। দিল্লি ফ্র্যাঞ্চাইজির পঞ্চম টাই, রাজস্থানের চতুর্থ।
এদিন আগে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থান দলনেতা সঞ্জু স্যামসন। শুরুতে দুই উইকেট খোয়ালেও অভিষেক পোড়েল এবং কেএল রাহুল দলকে টানেন। অভিষেক ৩৭ বলে ৪৯ রান করেন। রাহুলের অবদান ৩২ বলে ৩৮। শেষ দিকে অক্ষর প্যাটেল ১৪ বলে ৩৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। স্টাবস ১৮ বলে অপরাজিত ৩৪ রান করেন। নির্ধারিত ২০ ওভারে দিল্লি ৫ উইকেটে দিল্লি ১৮৮ রান তোলে। ইনফর্ম জোফরা আর্চার দুই উইকেট নিয়ে ছিলেন রাজস্থানের সেরা বোলার।
তাড়া করতে নেমে জয়ের পথে ছিল রাজস্থান।শুরুটা দারুণ এনে দেন সাঞ্জু স্যামসন ও যশস্বী জয়সওয়াল। ষষ্ঠ ওভারে স্যামসন সাইড স্ট্রেইন নিয়ে রিটায়ার্ড হার্ট হওয়ার আগে ৬১ রানের জুটি গড়েন। ১৯ বলে ২ চার ও ৩ ছয়ে ৩১ রান করেন তিনি।
রিয়ান পরাগ (৮) বেশিক্ষণ টেকেননি। জয়সওয়াল ৩৭ বলে ৩ চার ও ৪ ছয়ে ৫১ রান করে আউট হন। তারপর নিতিশ রানা দারুণ এক ইনিংস খেলে রাজস্থানকে লড়াইয়ে রাখেন। তবে মিচেল স্টার্ক শেষ দুই ওভারে বাজিমাত করেন। ১৮তম ওভারের চতুর্থ বলে দলীয় ১৬১ রানে তার বিদায়ে ধাক্কা খায় দল। ২৮ বলে ৫১ রান করে অস্ট্রেলিয়ান পেসারের শিকার হন তিনি। ওই ওভারে স্টার্ক ৮ রান দেন এক উইকেটের বিনিময়ে।
অবশ্য নেমেই শিমরন হেটমায়ার চার মেরে গ্যালারি মাতান। শেষ দুই ওভারে লাগতো ২৩ রান। ধ্রুব জুরেল ছক্কা
শেষ ওভারে দরকার ছিল ৯ রান। বোলিং করতে গিয়ে স্টার্ক প্রথম চার বলে দিয়ে ফেলেন ৬ রান। তবে পঞ্চম বলে শিমরন হেটমায়ার ও ষষ্ঠ বলে ধ্রুব জুরেলকে ১ রানে আটকে দিয়ে ম্যাচ টাই করে ফেলেন।
এরপর খেলা সুপার ওভারে গড়ালে সেখানে বল হাতে ১১ রান দেন স্টার্ক। পরপর দুই রান আউটে রাজস্থান থেকে যায় ৫ বলেই। এরপরই তাড়া করতে নেমে সন্দ্বীপের বলে রাহুল ও স্টাবসের দাপুটে ব্যাটিং।
রাজস্থানের বিপক্ষে সুপার ওভারের জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে দিল্লি ক্যাপিটালস। ছয় ম্যাচে ১০ পয়েন্ট দলটির। দ্বিতীয় স্থানে থাকা গুজরাট টাইটানসের পয়েন্ট ৬ ম্যাচে ৮। রাজস্থান রয়্যালস ৭ ম্যাচে ৪ পয়েন্ট সাত নম্বরে আছে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

রামুতে জাতীয় নাগরিক কমিটির প্রতিবাদ সমাবেশ

জাতিগত শুমারি: রাহুলের কাছে নতি স্বীকার মোদীর

শাপলা গণহত্যার প্রস্তুতি টের পেয়ে যে পোস্ট দিয়েছিলেন খালেদা জিয়া

কুষ্টিয়ায় আগ্রাসী রূপে পদ্মা, ৪ কিমি এলাকাজুড়ে ভাঙন

সখিপুরে সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারীর সীমাহীন অনিয়ম দুর্নীতি

আরিফুর রহমানকে কুষ্টিয়া মিরপুর পৌর মেয়র ঘোষণার নির্দেশ

নিজের সন্তান হত্যা কোন রাষ্ট্র ও সরকারের কাজ হতে পারেনা - সিলেট বিভাগীয় কমিশনার

মে মাসে সউদী আরবে পুতিনের সাথে বৈঠক করতে পারেন ট্রাম্প

পাপন দম্পতির ৩২ কোটি টাকার অবৈধ সম্পদ, লেনদেন ৭৯২ কোটি

বাংলাদেশ সিরিজের সূচি দিল শ্রীলঙ্কা

শাপলা চত্বরসহ ফ্যাসিস্ট আমলের সকল গণহত্যার বিচার করতে হবে- শিবির কেন্দ্রীয় নেতা শাহীন

মঙ্গলবার প্লেন যাত্রীদের আগেভাগে রওনা দিতে বললো এয়ারলাইন্সগুলো

ভূরুঙ্গামারীতে সড়ক পাকা করার কাজ শেষ হওয়ার আগেই উঠে যাচ্ছে কার্পেটিং, দেখা দিয়েছে ফাটল

ইন্টারের বিপক্ষে লেভাকে পাচ্ছে বার্সা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দেশী বিদেশী অস্ত্র গুলিসহ ৬ আন্তঃজেলা ডাকাত সদস্য গ্রেফতার

রাষ্ট্রীয়ভাবে শাপলা গণহত্যা দিবস ঘোষণা করতে হবে: শিবির সভাপতি

নগরীতে যানজট হ্রাসে আরএফআইডি কার্ড

ট্রাম্পের শুল্কের কারণে ধ্বংস হতে পারে ভারতের সিনেমা ইন্ডাস্ট্রি

বেগম খালেদা জিয়ার আগমনী অভ্যর্থনায় অংশ নিতে জমিয়াতুল মোদার্রেছীনের আহ্বান

যে কারণে সিলেটের আদালত পাড়ায় দুই ঘন্টার কর্মবিরতি