উইন্ডিজের কাছে হেরে অপেক্ষা বাড়ল বাংলাদেশের
১৭ এপ্রিল ২০২৫, ০৭:৩৩ পিএম | আপডেট: ১৭ এপ্রিল ২০২৫, ০৮:০০ পিএম

জিতলেই বিশ্বকাপের মূল মঞ্চে খেলা নিশ্চিত- এমন সমীকরণের ম্যাচে ওয়েষ্ট ইন্ডিজের কাছে হেরে গেছে বাংলাদেশ। আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার অপেক্ষা তাই বাড়ল লাল-সবুজের জার্সিধারীদের।
লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে বৃহস্পতিবার বাংলাদেশকে ৩ উইকেটে হারায় ওয়েষ্ট ইন্ডিজ। ২২৮ রানের লক্ষ্য তারা পূরণ করে ২৪ বল হাতে রেখে।
বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হেরে সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ হাতছাড়া করেছিল বাংলাদেশ। মাস তিনেক পর বাছাইপর্বেও বাধা হয়ে দাঁড়াল ক্যারিবিয়ানরা।
বিপরীতে বাংলাদেশকে তিন উইকেটে হারিয়ে নিজেদের মিইয়ে আসা সম্ভাবনা আবার জাগিয়ে তুলল উইন্ডিজ।
ম্যাচ হারলেও বাংলাদেশের বিশ্বকাপ খেলার সম্ভাবনা অবশ্য এখনও উজ্জ্বলই আছে। চার ম্যাচে তিন জয়ে ছয় পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট টেবিলের শীর্ষেই নিগার সুলতানার নেতৃত্বাধীন দল।
শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জিতলেই মূল পর্বের টিকেট পেয়ে যাবে তারা। সুযোগ থাকবে এমনকি হারলেও। চার ম্যাচে চার পয়েন্ট করে পাওয়া স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সম্ভাবনাও এখনও শেষ হয়ে যায়নি।
তবে নেট রান রেটে এখনও অনেক এগিয়ে (+১.০৩৩) বাংলাদেশ। তাই পরের ম্যাচ হারলেও স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের পক্ষে তাদের টপকে যাওয়া সহজ হবে না।
টসজয়ী বাংলাদেশ শুরুতে স্বর্ণা মোস্তারিকে হারালেও ফারজানা হক ও শারমিন আক্তারের ব্যাটে ঘুরে দাঁড়ায়। দ্বিতীয় উইকেটে তারা গড়েন ১০২ রানের দুর্দান্ত জুটি। ৭৮ বলে ৩ চারে ফারজানার বিদায়ে জুটি বিচ্ছিন্ন হওয়ার পর আর কেউ দাঁড়াতে পারেননি। একই ওভারে শারমিন আউট হন ৭৯ বলে ১০ চারে সর্বোচ্চ ৬৭ রান করে।
এরপর নাহিদা আক্তারের ৩৯ বলে ২৫ ও রাবেয়া খানের ২০ বলে ২৩ রানে লড়াইয়ের পুঁজি পায় দল।
ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৩৯ রানে ৪ উইকেট নেন আলিয়া আলিন।
রান তাড়ায় পাওয়ার প্লেতে জাইদা জেমসকে ফেরান জান্নাতুল ফেরদৌস সুমনা। কিয়ানা জোসেফ ও শিমেইন ক্যাম্পবেল প্রতিরোধের চেষ্টা করলেও বেশিক্ষণ টিকতে পারেননি। জোসেফ ৩১ ও ক্যাম্পবেল ২৪ রান করে আউট হন। ৭৪ রানে ৩ উইকেট হারায় উইন্ডিজ।
চতুর্থ উইকেটে ৬৬ রানের জুটি গড়েন ক্যারিবিয়ানদের সবচেয়ে সফল দুই ব্যাটার স্টেফানি টেইলর ও হেইলি ম্যাথিউস। দুজনই অবশ্য ইনিংস বড় করতে পারেননি।
বোলিংয়ে ফিরে নিজের টানা দুই ওভারে দুজনকে আউট করেন মারুফা আক্তার। পুল করতে গিয়ে সীমানায় ধরা পড়েন ৩৩ রান করা ম্যাথিউস। বাঁ হাতে দুর্দান্ত ক্যাচ নিয়ে ৩৬ রান করা টেইলরকে।
দেড়শর আগে ৫ উইকেট নিয়ে জয়ের আশা জাগায় বাংলাদেশ। কিন্তু ছয় নম্বরে নামা শিনেল হেনরির পাল্টা আক্রমণে পিষ্ট হয় সেই আশা।
অপরাজিত ইনিংসে ৫ চার ও ২ ছক্কায় ৪৮ বলে অপরাজিত ৫১ রান করেন হেনরি। ২০ রানের গুরুত্বপূর্ণ ইনিংসে তাকে সঙ্গ দেন শাবিকা গাজনাবি।
৩৮ রানে সর্বোচ্চ ২ উইকেট নেন মারুফা।
আগামী শনিবার একই মাঠে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৫০ ওভারে ২২৭/৯ (ফারজানা ৪২, সোবহানা ৬, শারমিন ৬৭, নিগার ৫, রিতু ১৫, স্বর্ণা ৬, ফাহিমা ৯, নাহিদা ২৫, সুমনা ৪, রাবেয়া ২৩*, মারুফা ১; হেনরি ৭-১-৩৮-১, জেমস ৩.১-০-১২-০, ম্যাথিউস ৯.৫-০-৪২-২, ফ্লেচার ১০-০-৪৩-২, রামহারাক ৩-০-১৭-০, মুনিসার ৮-১-৩৪-০, আলিন ৯-২-৩৯-৪)
ওয়েস্ট ইন্ডিজ: ৪৬ ওভারে ২২৮/৭ (জোসেফ ৩১, জেমস ৯, ক্যাম্পবেল ২৪, টেইলর ৩৬, ম্যাথিউস ৩৩, হেনরি ৫১*, গাজনাবি ২০, আলিন ১১, ফ্লেচার ২*; মারুফা ৯-২-৩৭-২, সুমনা ৯-০-৪৯-১, নাহিদা ৮-১-৩১-১, রাবেয়া ৯-১-৪৯-১, ফাহিম ৭-০-৩০-১, স্বর্ণা ১-০-১১-০, রিতু ৩-০-১৪-১)
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৩ উইকেটে জয়ী
প্লেয়ার অব দা ম্যাচ: আলিয়া আলিন
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

গাজায় যুদ্ধ আরও বিস্তৃত করতে লাখো রিজার্ভ সৈন্য ডাকছে ইসরায়েল

হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদে মাঠে নেমেছে এনসিপির, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় আটক ২

সাবেক মন্ত্রী-এমপি-মেয়র সহ যারা হলেন বৈষম্য বিরোধী আন্দোলনে সিলেটে হামলা ঘটনা মামলার আসামী

হাসিনার কুশপুত্তলিকার সঙ্গে হেফাজতের কোনো সম্পর্ক নেই

রাস্তায় যানজট সৃষ্টির দায়ে ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

গুজব ও অপতথ্য মোকাবিলায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে তথ্য কর্মকর্তাদের

ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে এবি পার্টির শোক প্রকাশ

২০২৫ অর্থবছরের ২য় প্রান্তিকে ভিসা’র ৯ শতাংশ রাজস্ব প্রবৃদ্ধি অর্জন

গাজীপুরে মসজিদের খতিব হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে সমাবেশ

কৃষি দেশের অর্থনীতির মেরুদণ্ড, জাতীয় উন্নয়ন অগ্রগতির প্রধানতম হাতিয়ার- ড. মোশাররফ

মিজানুর রহমান সোহেলের ‘জিরো টাকায় বিজনেস’ বইয়ের প্রি-অর্ডার শুরু

মাকে নিয়ে তারকা মেহজাবীনের সাথে ফাইভ স্টারে ডিনারের সুযোগ বিকাশ-এ

ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক

সড়ক দুর্ঘটনায় চাটমোহরের মাদ্রাসা সুপারের মৃত্যু

রূপালী ব্যাংকের প্রধান কার্যালয় এখন ইউনুস ট্রেড সেন্টারে

বীভৎস অবতারে ধরা দিলেন মোশাররফ করিম

চট্টগ্রাম ‘ফিটনেস সাগা’ উদ্বোধন

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় স্থানীয়দের মতামতকে গুরুত্ব দিতে হবে : সৈয়দা রিজওয়ানা হাসান

আওয়ামী লীগ ঘাতক ও সন্ত্রাসী দল